রাডার কী? এটি কীভাবে কাজ করে?

in hive-129948 •  7 months ago 

ইংরেজি RADAR শব্দটি Radio Detection and Ranging শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ। রাডার হলো এমন একটি কৌশল যার মাধ্যমে দূরবর্তী কোন বস্তুর উপস্থিতি, দিক, বৈশিষ্ট্য সনাক্ত করা হয়।

radar_system.png
Src

রাডারের কার্যপ্রণালি

রাডারের প্রধান কাজ হলো ইনফ্রারেড ও অপটিক্যাল সেন্সিং । বস্তুর উপস্থিতি ও গতিবিধি জানার জন্য রাডারের ট্রান্সমিটার থেকে বেতার তরঙ্গ ডুপ্লেক্সারের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় যেন টার্গেট বস্তু হতে সিগন্যাল প্রতিফলিত হতে পারে। রাডারে সাধারণত মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। টার্গেট বস্তু থেকে তরঙ্গ
প্রতিফলিত হয়ে ডুপ্লেক্সারের মাধ্যমে রাডারের গ্রাহক যন্ত্রে আসে। গ্রাহক যন্ত্রে গৃহীত তথ্যকে বিশ্লেষণ করে বস্তুটির দূরত্ব, উন্নতি সংক্রান্ত তথ্য রাডার স্ক্রিনের পর্দায় উপস্থাপিত হয় ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!