Agricultural Business ideas in Bengali হল আমাদের বিশিষ্ট আর্টিকেল গুলির মধ্যে একটি। কারণ- ভারত একটি কৃষি প্রধান দেশ, ভারতের জনসংখ্যার 70 শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরির জন্য সমস্ত যুবসমাজই কঠোর পরিশ্রম করে কিন্তু সবার জন্য সরকারি চাকরি পাওয়াটা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে বিভিন্ন ছোটখাটো ব্যবসা শুরু করার মাধ্যমে বেকারত্বের সমস্যা অনেকটাই কমানো যেতে পারে। বর্তমানে আমাদের সরকারও কৃষি কাজের ওপর অনেকটাই মনোযোগ দিয়েছেন এবং কৃষিপণ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন রকম স্কিম এনেছেন।
কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বের সমস্ত ব্যবসা-বাণিজ্যের মন্দা শুরু হয়েছে কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও কৃষি কাজের উপর ভিত্তি করে যে সমস্ত ব্যবসা রয়েছে সেগুলি ক্রমশ প্রসারিত হচ্ছে। যার ফল হিসেবে বিভিন্ন Agricultural Business ideas নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে ।
আজকে আমরা এই নিবন্ধটিতে Top 10 Agricultural Business ideas নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক-
Table of Contents
ফল ও সবজি রপ্তানির ব্যবসা (Fruit and Vegetables Export Business)
প্রত্যয়িত বীজ উৎপাদন(Certified Seed Production)
বাদাম উৎপাদন(Groundnut Production)
Tree Farming
জৈব সার উৎপাদন(Organic Fertilizer Production)
ঔষধি ভেষজ চাষ( Medicinal Herb Farming)
অ্যালোভেরা উৎপাদন( Aloe Vera Production)
ডাল-আটা বা চাল মিলের ব্যবসা( Pulse-Flour or Rice Mill Business)
মাশরুম উৎপাদন(Mushroom Production)
কৃষি কেন্দ্র(Agricultural Centre)
উপসংহার(Conclusion)ফল ও সবজি রপ্তানির ব্যবসা (Fruit and Vegetables Export Business)
স্বল্প বিনিয়োগ করে ফল ও সবজির রপ্তানির ব্যবসাটি শুরু করে আপনি অনেকটাই মুনাফা লাভ করতে পারেন। স্থানীয় কৃষক এবং ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে ফল ও সবজি সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে শহর অথবা আন্তর্জাতিক স্তরে রপ্তানি করতে হবে।
আজকাল যেহেতু সবার হাতে হাতে মোবাইল ফোন রয়েছে তাই যোগাযোগের মাধ্যম হিসেবে আপনি অবশ্যই মোবাইল ফোনকে ব্যবহার করবেন। আর ব্যবসা শুরু করার পাশাপাশি আশেপাশের বাজারদর কিরকম ভাবে ওঠানামা করছে তার খেয়াল আপনাকে সর্বদাই রাখতে হবে।
- প্রত্যয়িত বীজ উৎপাদন(Certified Seed Production)
বীজ শংসাপত্র হল একটি গুণমান যাচাই করার প্রক্রিয়া যেখানে বাজারজাত সমস্ত বীজগুলোকে পরিদর্শন এবং পরীক্ষা করা হয়। গুণমান যাচাই করার পর বিজের বাক্সটি বা প্যাকেটটির প্রশংসাপত্র পাওয়া হয়ে গেলে, সেই বীজের প্যাকেটটি যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরে বিক্রির জন্য উপযোগী হয়ে ওঠে।
তাই আপনি সার্টিফাইড সিট প্রোডাকশনের ব্যবসাটি শুরু করতে পারেন যার জন্য স্বল্প বিনিয়োগেই যথেষ্ট। আশেপাশের এবং দূরের চাষীদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সাথে কনট্র্যাক্ট করে আপনি আপনার প্রয়োজন মত বীজ উৎপাদন করতে পারেন এবং তাদেরকে সাপ্লাই করে মুনাফা অর্জন করতে পারেন।
- বাদাম উৎপাদন(Groundnut Production)
বাজারে যে কোন প্রকার বাদাম এর দাম অন্য যেকোন প্রকার কৃষিপণ্যের থেকে অনেকটাই বেশি, এর এর থেকে বোঝা যায় বাজারে বাদামের চাহিদা কি পরিমাণে রয়েছে। বাদাম শুধু মানুষ ডাইরেক খাবারের জন্যই ক্রয় করে থাকেন না, এছাড়াও বাদাম থেকে বিভিন্ন তেল এবং মাখন তৈরি করা হয়, যার জন্য এর চাহিদা দিনকেদিন বেড়েই যাচ্ছে।
এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার প্রয়োজন স্বল্প বিনিয়োগ এবং ভালো বাদাম তৈরি করার জন্য ভালো মাটি এবং কিছুটা কৃষি কাজের প্রতি ভালোবাসা।
আরও পড়ুন- সেরা ১৫ টি ব্যবসার আইডিয়া।
Tree Farming
আপনি যদি কোন নির্দিষ্ট কাজ থাকে এবং তার পাশাপাশি যদি কিছু পরিমাণ কৃষিজমি থাকে, তাহলে আপনি ট্রি ফার্মিং বিজনেস শুরু করতে পারেন। এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা ঠিকই কিন্তু এর থেকে লাভের পরিমাণ খুবই বেশি। আপনার যদি কিছু পরিমান জায়গা থাকে তাহলে সেখানে আপনি গাছ লাগিয়ে রাখতে পারেন এবং সেগুলো ম্যাচিওর হলে, সেগুলোকে কাঠ হিসেবে বিক্রি করে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন, তবে খেয়াল রাখবেন এটার জন্য কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন।জৈব সার উৎপাদন(Organic Fertilizer Production)
বর্তমানে জৈব সারের চাহিদার আমূল পরিবর্তন ঘটেছে, তাই আপনি স্বল্প বিনিয়োগে দ্বারা জৈব সার তৈরির ব্যবসা শুরু করতে পারেন । তাছাড়া আমাদের সরকার জৈবসার উৎপাদন করার জন্য বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকেন, শুধু আপনাকে একটু যোগাযোগ করে সেই স্কিমগুলির উপকারিতা নিতে হবে। জৈব সার ব্যবহারের ফলে জমির উর্বরতা ঠিক থাকে এবং খাবারের গুণাগুণ ও বজায় থাকে সেই কারণে জৈব সারের চাহিদা এতটা ক্রমবর্ধমান। তাই আপনি যদি Agricultural Business ideas গুলির প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট হবে।ঔষধি ভেষজ চাষ( Medicinal Herb Farming)
Medicinal Herb Farming
Medicinal Herb Farming
আপনি হয়তো জেনে থাকবেন বেশিরভাগ ওষুধেই তৈরি করা হয় গাছপালা থেকে। আর বেশিরভাগ ওষুধের কোম্পানি গুলি তাদের ঔষধ তৈরীর জন্য প্রয়োজনীয় ভেষজ সরবরাহ করেন কৃষকদের কাছ থেকেই। আপনার যদি গাছপালার ওষুধি গুণাগুণের উপর ভালো জ্ঞান থাকে অথবা বিভিন্ন রকম গাছপালার ঔষধি গুনাগুন সম্পর্কিত বই পড়ে আপনার জ্ঞানকে বৃদ্ধি করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই ব্যবসাটি শুরু করার জন্য স্থানীয় সরকারের কাছ থেকে আপনার লাইসেন্স নেওয়ার প্রয়োজন আছে।অ্যালোভেরা উৎপাদন( Aloe Vera Production)
অ্যালোভেরা উৎপাদন( Aloe Vera Production)
অ্যালোভেরা উৎপাদন( Aloe Vera Production)
অ্যালোভেরা উৎপাদন করে সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকম হেল্থ প্রোডাক্টও তৈরি করতে পারেন। বর্তমানে বহু কোম্পানি আছে যাদের অ্যালোভেরার প্রয়োজন যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনার শুধু ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে সে সমস্ত কোম্পানিগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আপনার তৈরি অ্যালোভেরা সাপ্লাই করতে হবে।ডাল-আটা বা চাল মিলের ব্যবসা( Pulse-Flour or Rice Mill Business)
আপনার যদি গ্রামে বাড়ি থাকে এবং আপনার আশেপাশে যদি লোকজনেরা কৃষি কাজের উপর মোটামুটিভাবে নির্ভরশীল হয়, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন সমস্ত কৃষকরাই তাদের নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আটা মিল থেকেই তৈরি করে আনে।
এছাড়া আপনি যদি চান তাহলে কৃষকদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে তারপর আপনার মিলের সাহায্যে সেগুলোকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ চাল, ডাল, আটা তৈরী করুন এবং প্যাকেটিং করে দোকানে দোকানে বা অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার বেশি মূলধনের প্রয়োজন নেই এবং এই ব্যবসা শুরু করার জন্য আপনি ব্যাংক থেকেও সহজে লোন পেয়ে যাবেন।
মাশরুম উৎপাদন(Mushroom Production)
নিরামিষ এবং আমিষ খেতে ভালবাসে তাদের মধ্যে প্রায় সবধরনের মানুষই মাশরুম পছন্দ করে থাকেন। তাই মাশরুম চাষের মাধ্যমে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন যা আপনাকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করবে। তবে মাশরুম চাষ শুরু করার আগে আপনি এর প্রশিক্ষণ নিলে যথেষ্ট পরিমাণে লাভজনক হবেন।কৃষি কেন্দ্র(Agricultural Centre)
আপনার যদি কৃষিকাজ সম্পর্কে ভালো ধারনা থাকে তাহলে আপনি কৃষক ভাইদের জন্য কৃষি উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন। তাছাড়া কৃষিকাজের জন্য সবসময় দরকার পড়ে কীটনাশক, বীজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, এই সমস্ত জিনিসের দোকান দিয়েও আপনি আপনার ব্যবসাটি শুরু করতে পারেন।এটি একটি কম বিনিয়োগের ভালো লাভজনক ব্যবসার ধারণা। এর জন্য সরকার ঋণের সুবিধাও দিয়ে থাকে।
উপসংহার(Conclusion)
উপরের দেওয়া Agricultural Business ideas গুলো থেকে আপনি আপনার বাজেট, জমির ক্ষেত্রফল, মাটির গুণাগুণ, জলবায়ু পরিস্থিতি ইত্যাদির উপর নির্ভর করে আপনার সাধ্যমত বিনিয়োগ দিয়ে যেকোন একটি বা দুটি ব্যবসা শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে এই ব্যবসা সম্পর্কে ভালো করে গবেষণা করুন, পণ্যের চাহিদা এবং সেগুলোর বিক্রি কিভাবে করবেন এবং পন্যটি কম খরচ করে বেশি পরিমাণে কিভাবে উৎপাদন করা যায় তার প্রযুক্তিগত জ্ঞান লাভ করুন। এই গবেষণা বা জ্ঞান আপনাকে ব্যবসাটি শুরু করতে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://bengalicorner.com/top-10-agricultural-business-ideas-in-bengali/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit