Top 15 Business Ideas In Bengali । সেরা ১৫ টি ব্যবসার আইডিয়া

in hive-129948 •  2 years ago 

আপনি কি কোন ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু এখনো শুরু করতে পারেন নি ? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, আপনাকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে 15 টি ছোট ব্যবসার আইডিয়া দেব, আপনার সামর্থ্য এবং ইন্টারেস্ট মত আপনি বেছে নিতে পারেন আপনার জন্য কোনটি সঠিক হবে।

কম বেশি সবার মধ্যেই এই স্বপ্ন থাকে যে আমি একজন সফল ব্যবসায়ী হব । কিন্তু কোন ব্যবসা শুরু করার আগেই সাধারণত আপনার মনে যে প্রশ্নগুলি আসে, সেগুলি হলো – 1) আমি কি পারবো ? 2) কিভাবে শুরু করব ? এবং 3) কেন শুরু করব ? আমরা এই প্রশ্নগুলির উত্তর তো দিতে পারব না, কিন্তু আপনি যেন এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পান, সে বিষয়ে আমরা একটু হেল্প করছি।

  1. আমি কি পারবো ?

আপনার পটেনশিয়াল এবং দক্ষতা কোন বিষয়ে আছে তা শুধুমাত্র আপনি জানেন, তাই আপনি কি পারবেন আর কি পারবেন না, সেটা আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন এবং যদি মন থেকে গ্রিন সিগন্যাল পান, তাহলে ফুল ডেডিকেশন এর সাথে নীচের দেওয়া business idea গুলির মধ্যে যেকোনো একটি শুরু করতে পারেন।

  1. কিভাবে শুরু করব ?

নিচের দেওয়া বিজনেস আইডিয়া গুলির মধ্যে থেকে আপনার যদি কোন একটি পছন্দ হয়, তাহলে সেটি শুরু করার জন্য আপনারা কি কি দরকার তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না । কেন কি এখন ইন্টারনেটের যুগ, আর আপনি এই আর্টিকেলটি নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে পড়ছেন, তাই আপনি আপনার এই প্রশ্নের উত্তর গুগল বা ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন।

  1. কেন শুরু করব ?

আপনি যেহেতু এই আর্টিকেলটি পড়া শুরু করেছেন, তাহলে আপনার নিশ্চয়ই কোন ফুলটাইম যব বা বিজনেস নেই, আর থাকলেও আপনার আরও এক্সট্রা ইনকাম দরকার জীবনকে আরও স্বচ্ছন্দময় করে তোলার জন্য। তাই দেরি না করে যেকোনো একটা বিজনেস শুরু করে দিতে পারেন, শুরু করলেই আস্তে আস্তে নিশ্চয়ই grow হবে।

তাহলে চলুন সমস্ত business idea গুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাকঃ

Table of Contents

  1. মোমবাতি তৈরির ব্যবসা ( Candle Making Businesses)
  2. হাত ধোয়ার সাবান তৈরির ব্যবসা (Hand Wash Soap Making Business)
  3. অনলাইন প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা (Online print on demand business)
  4. টিফিন সার্ভিস(Tiffin Service)
  5. Food and catering
  6. সার্ভিসেস ফর কেয়ারিং ফর pets
  7. Pet sitting
  8. Pet Grooming
  9. Web design
  10. Social media influencer
  11. Share Trading
  12. Online Tuition Classes
  13. Marketing of Agricultural Products
  14. অ্যান্টিক ব্যবসা
  15. ডায়গনস্টিক সেন্টার
  16. মোমবাতি তৈরির ব্যবসা ( Candle Making Businesses)
    ভারতীয় পরিবারগুলোতে সুগন্ধী মোমবাতীর ব্যবহারের চাহিদা ক্রমবর্ধমান, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি উৎপাদন করা খুবই সহজ। মাত্র চারটি উপাদান দরকার মোমবাতি তৈরির ব্যবসা শুরু করার জন্য – মোম, পরিমান মত তেল, উইক্স এবং একটি ছাঁচ।

আপনার তৈরি মোমবাতি গুলি আপনি ঘরে বসেই বিভিন্ন ই-কমার্স স্টোর এর মাধ্যমে সেল করতে পারেন অথবা লোকালয়ের দোকানগুলিতে সেল করতে পারেন।

  1. হাত ধোয়ার সাবান তৈরির ব্যবসা (Hand Wash Soap Making Business)
    বর্তমান দূষণের যুগে কেউ আর নিজেকে অপরিষ্কার রাখতে পছন্দ করেনা, সবাই খাবার আগে হাত ধোওয়ার অভ্যাস টা করে নিয়েছে, অন্যভাবে বলতে গেলে এই অভ্যাস করে নিতে মানুষ বাধ্য হয়েছে। আপনি যদি মনে করে থাকেন এই ব্যবসা শুরু করবেন, তাহলে হাত ধোয়ার সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট, কাঁচামাল, মার্কেটিং এবং সেটা কিভাবে তৈরি করে বিক্রি করতে হয় তার সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন আমাদের আর্টিকেলটিতে।

হাত ধোয়ার সাবান তৈরির ব্যবসা কীভাবে শুরু করবেন ?

  1. অনলাইন প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা (Online print on demand business)
    প্রযুক্তিগত অগ্রগতির জন্য আজ ইন্টারনেট সবার হাতের মুঠোয়। বর্তমানে মানুষ বাজার ঘাটে না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে জামাকাপড় অর্ডার করে । তাই অনলাইনে অর্থ উপার্জনের অন্যতম সহজ উপায় হল print on demand ।

তাই আপনি এই অগ্রগতিকে কাজে লাগিয়ে জেনুইন এবং ইউনিক বা কাস্টমাইজ টি-শার্ট এবং পণ্য বিক্রি করার ব্যবসা শুরু করতে পারেন। কম বাজেট এবং ভালো গ্রাফিক্স ডিজাইনের দক্ষতার সাথে আপনি সহজেই ব্যবসাটি শুরু করতে পারবেন।

  1. টিফিন সার্ভিস(Tiffin Service)
    ভারতের উন্নত শহরগুলিতে এবং স্বল্প উন্নত শহর গুলির দ্রুত বর্ধনশীল ব্যবসাগুলির মধ্যে এটি একটি। শহরগুলিতে সবাই খুব ব্যস্ত জীবন যাপন করে এবং তাদের কর্ম ক্ষেত্রে খাবারের সংগ্রহ করা একটি খুবই দরকারি পরিষেবা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি আপনার আশেপাশের অফিস গুলিতে খবর নিন, এবং সেই সমস্ত ব্যস্ত ব্যক্তিদের খুঁজে বের করুন, যাদের বাড়ি থেকে টিফিনে আনা সম্ভব নয়। আর আপনি তাদেরকে টিফিন পরিষেবার মাধ্যমে নিজের আয়ের পথ খুঁজে বের করতে পারেন।

  2. Food and catering
    বহু ধর্ম এবং বছর ভড়া উৎসবে পরিপূর্ন আমাদের দেশ ভারত। তাই বিভিন্ন বিয়ে, অন্নপ্রাশন অথবা ছোটখাটো যেকোনো ইভেন্টে ক্যাটারিং এর বিজনেস শুরু করতে পারেন।

  3. সার্ভিসেস ফর কেয়ারিং ফর pets
    বর্তমান যুগে প্রায় প্রতিটি সচ্ছলবাড়ীতে পোষা প্রাণীর অভ্যাস রয়েছে এবং তারা প্রত্যেকেই ওই পশুদের প্রতি খুবই যত্নবান হয়ে থাকেন। তাই পোষা প্রাণীর মালিকরা দূরে থাকা কালিন পোষা প্রাণীর যত্ন বা চিকিৎসার জন্য পরিষেবা খুঁজতে থাকেন। তাই আপনি যদি কোনো পোষা প্রাণী প্রেমিক হয়ে থাকেন, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য একটি দুর্দান্ত ব্যবসা।

    আমরা এই ব্যবসাটিকে দুটি ভাগে ভাগ করেছি, আপনি চাইলে আরো অন্য রকম ভাবে ভাবতে পারেন ।

  4. Pet sitting
    বাচ্চাদের মতো পোষা প্রাণীদের যত্ন এবং সঠিক অভ্যাস প্রয়োজন, যা আপনি pet sitting ব্যবসা শুরু করার মাধ্যমে প্রদান করতে পারেন। আপনি যদি একজন সত্যিকারের প্রাণী প্রেমিক হন এবং পোষা প্রাণীদের সাথে সময় কাটাতে ভালবাসেন, তাহলে Waggle এর মতো অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে নিজেকে প্রচার করতে পারেন এবং আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারেন।

পোষা প্রাণীদের আকার অনুযায়ী পার ডে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত সিটিং ট্রেনিংয়ের জন্য মানুষ Pay করে থাকেন।

  1. Pet Grooming
    পোষা প্রাণীর সাজসজ্জা হলো pet sitting ব্যবসার মতো আরেকটি ক্রমবর্ধমান ব্যবসা । পোষা প্রাণীদের মালিকরা তাদের পোশাক নিশ্চিত করতে অনেক বেশি যত্নবান হোন, স্পা থেকে শুরু করে পেডিকিওর পর্যন্ত সবকিছুই মানুষ এখন পোষা প্রাণীর জন্যে কিনে থাকেন। তাই একটি জায়গা এবং কিছু বিনিয়োগ ও পোষা প্রাণীর সাজানোর সরঞ্জাম এর মাধ্যমে আপনি একটি লাভজনক ব্যবসার মালিক হতে পারেন ।

  2. Web design
    বর্তমানে কমবেশি সব ব্যবসার জন্য একটি ওয়েবসাইট প্রয়োজন, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে আমাদের লোকালয়ের বিভিন্ন ব্যবসায় বেশিরভাগ মালিকের কোন ওয়েবসাইট নেই। তাই আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করায় পারদর্শী হয়ে থাকেন, তাহলে ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ওদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়ে অর্থ উপার্জন করতে পারেন ।

  3. Social media influencer
    আপনি কি প্রত্যেকদিন অনেকটা সময়ই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন ? আপনার ফেসবুকে কি অনেক ফলোয়ার বা ফ্রেন্ড রয়েছে ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে আপনার পপুলারিটি আরো বৃদ্ধি করতে থাকুন এবং বিভিন্ন সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে বিভিন্ন ইউনিক কন্টেন্ট লিখতে থাকুন।

তবে একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করে, শুধু তার উপরে লিখুন। আপনার লেখা যদি কোন ব্র্যান্ডের পছন্দ হয়, তাহলে সেই ব্র্যান্ড আপনাকে মোটা টাকা pay করতে রাজি থাকবে, আপনার ফলোয়ার গুলিকে কাজে লাগিয়ে তাদের ব্র্যান্ড এর প্রচার করার জন্য। ফেসবুক পেজ ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো কে আপনি একইরকম ভাবে কাজে লাগাতে পারেন।

বিস্তারিত পড়ুন- ফেসবুক থেকে কিভাবে অর্থ উপার্জন করবো?

  1. Share Trading
    আপনি যদি জীবনে ছোটখাটো রিস্ক নিতে পছন্দ করেন, তাহলে শেয়ার ট্রেডিং বিষয়টি ভালো করে বুঝে তারপর অল্প অল্প করে বিনিয়োগের মাধ্যমে, আপনি একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। বিনিয়োগের পাশাপাশি শেয়ার সম্পর্কে আপনার নলেজ ক্রমশ বৃদ্ধি করে যেতে হবে। এরপর যদি আপনি মনে করেন যে আপনার এই ব্যবসাটি আরো বড় করবেন,তাহলে অনলাইন ট্রেনিং কোর্স নেওয়ার কথাও ভাবতে পারেন, যার মাধ্যমে আপনি একজন এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।

  2. Online Tuition Classes
    অনলাইন টিউশান ক্লাস শুরু করার আগে একটি বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে, এবং একটি ওয়েব ক্যাম বা একটি স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে। মহামারী আমাদের শিখিয়েছে যে অনলাইন শিক্ষা বর্তমানে কতটা প্রয়োজন এবং তার অগ্রগতি কতটা হচ্ছে। আপনি যদি মনে করেন যেকোন একটি বিষয়ে আপনি ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়াতে এবং বোঝাতে পারবেন, তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করে বা বিভিন্ন Apps এর মাধ্যমে আপনি অনলাইন টিউশন করাতে পারেন।

  3. Marketing of Agricultural Products
    PMRY বা StarupIndia এর মতো সরকারি স্কীমগুলির সুবিধা নিতে পারেন, যদি আপনার কিছু পরিমাণ জমি থাকে। কেন কি আজকাল আমাদের সরকারও চাইছে কৃষিকার্যে শিক্ষিত লোকজন এগিয়ে আসুক এবং ভারতের কৃষি ব্যবস্থার বিপুল পরিবর্তন ঘটুক। তাই আপনি নিজের মেধাকে এবং কৃষি পণ্যের ওপর আপনার আগ্রহ কে কাজে লাগিয়ে কৃষিপণ্য গুলির মার্কেটিং করে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

  4. অ্যান্টিক ব্যবসা
    আপনার যদি প্রাচীন জিনিসের প্রতি ভালো আগ্রহ থাকে তাহলে অ্যান্টিক ব্যবসাটি আপনার জন্য একটি চমকপ্রদ ব্যবসা হবে। আপনি আপনার বাড়ীর পুরনো জিনিস বা আশেপাশের লোকজনের কাছ থেকে পুরনো জিনিস গুলো প্রথমে সংগ্রহ করুন।

তারপর সেই জিনিসগুলো কে নিয়ে একটি ছোট দোকান তৈরি করতে পারেন অথবা অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে আছে পুরোনো জিনিস বিক্রি করার জন্য, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার জিনিস গুলো ডেসক্রিপশন সহ জমা দিতে পারেন।

আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পারবেন যে মানুষ যতই আধুনিক হোক না কেন পুরনো জিনিসের প্রতি মানুষের একটি আলাদা আগ্রহ থাকে, তাই এই ব্যবসাটি একটি ক্রমবর্ধমান ব্যবসা হতে পারে আপনার জন্য।

  1. ডায়গনস্টিক সেন্টার
    বর্তমান যুগে রোগব্যাধির কোন শেষ নেই, প্রত্যেকটা পরিবারের এক আদজন সদস্য কোন না কোন রোগে ভুগে থাকেন। তাই মেডিকেল লাইনের ব্যবসা গুলি এখন ক্রমবর্ধমান ব্যবসা। তাই আপনার যদি মেডিকেল লাইনের প্রতি আগ্রহ থাকে, তাহলে ডায়গনস্টিক সেন্টার খুলতে পারেন। এছাড়া বিভিন্ন অনলাইন ওষুধ সাপ্লাই কোম্পানির সাথে কথা বলে, আপনি তাদের কুরিয়ার সার্ভিস হিসেবে কাজ করতে পারেন।

উপরের দেওয়া 15টি Business Ideas এর মধ্যে সবগুলো আপনার জন্য নাও হতে পারে, আপনি কিভাবে এটি বেছে নিবেন তা নির্ভর করবে আপনার দক্ষতা, আগ্রহ এবং আপনার হাতে উপস্থিত মূলধন এর উপরে।

আপনি যদি উপরের বিজনেস আইডিয়া গুলো থেকে একটিকে বেছে নিয়ে থাকেন তাহলে ওই আইডিয়াটি সম্পর্কে আরো বিস্তারিত জানুন বিভিন্ন জায়গা থেকে এবং আপনার নলেজকে বৃদ্ধি করুন, তারপর ব্যবসাটি শুরু করুন। যদি আপনার মনে কোন প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://bengalicorner.com/top-15-business-ideas-in-bengali/

  ·  2 years ago (edited)

who r u ?
bengali corner is my website

Proof must be provided for that.
Re-sharing of previously published content in Bangla blog community is prohibited.