হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে
আজ আমি আপনাদের সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করছি।
আশা করি এটা আপনাদের পছন্দ হবে।
আজকের ডাইরি
বুধবার
২৫-০৮-২০২১
★সকাল★
লোকেশন
সকালটা অনেক সুন্দর ছিল। রাতে বৃষ্টির পর, সকালে হাঁটতে বের হয়ে বাহিরে ঠান্ডা আবহাওয়ায় মনটা একদম শিতল হয়ে গেলো। হাঁটার পরে, বাসায় ফিরে যাই এবং ফ্রেশ হয়ে নেই। তারপরে সকালের নাস্তা করি। নাস্তা শেষ করে বাজারের দিকে চলে যাই আজকের বাজার করতে। কিছু মাছ, শাক-সবজি নিয়ে আশি। এর পরে গোসল করতে যাই ওয়াশরুমে।
★দুপুর★
লোকেশন
এরপরে যোহরের আযান দেয় ওযু করে জোহরের নামাজ পড়তে মসজিদে চলে যাই। মসজিদ থেকে আসার পরে অনেক ক্ষুধা লাগে তাই দুপুরের খাবারের জন্য মাকে খাবার দিতে বলি। মা খাবার দিয়ে যায় আমি খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর আবার একটু শহীদ মিনার বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপএ কিনার জন্য যাই।
★বিকেল★
লোকেশন
আজকে বিকেলে আবার কিছুক্ষণ হাঁটতে বের হই। আজকে বিকালে হাটার জন্য যাই আমাদের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়ে কিছুক্ষণ ফুট ওভারব্রিজ দিয়ে উঠে ঘুরে বেড়াই। এরপর একটি ফ্রেন্ডের সাথে দেখা হয় কিছুক্ষণ কথা বলি। এরপর সে তার নিজ কাজে চলে যায়। এতো ঘুরা-ঘুরির পরে পপকর্ন খেতে ইচ্ছে করছিল তাই স্টেশনের একটি দোকান থেকে পপকর্ন কিনে খাই। পপকর্ন গুলো অনেক মজার ছিল এরপর বাসার দিকে রওনা দেই।
★সন্ধ্যা★
লোকেশন
সন্ধ্যার দিকে আমাদের এলাকার রাস্তার পাশে একটি চায়ের দোকানে যাই। সেখানে গিয়ে চায়ের সাথে বিস্কুট নিয়ে, কিছু বন্ধুরা ছিল তাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করি। বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে এরপরে রাত হয়ে আসে বাসায় চলে আসি। আসার পরে ওযু করে এশার নামাজ পড়ি পড়ার পরে রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে আবার বিছানায় চলে আশি।
এই ছিলো আমার আজকের একটি কর্ম ব্যস্ত দিন।
মাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল এবং খুব তরতাজা মনে হচ্ছিল। আপনার দিনটি অনেক চমৎকার ছিল এবং অনেক কাজ করেছেন সারাদিন মিলে। বিকেলবেলা সন্ধ্যায় চায়ের দোকানে গিয়ে চা খাওয়া এটা অন্যরকম অনুভূতি আমাদের সবার জন্য। অনেকের ক্ষেত্রেই এটা প্রায় দৈনন্দিন রুটিন। ধন্যবাদ আপনার দিন লিপি শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ প্রসংশার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ব্যস্ত ময়, সুন্দর চমৎকার একটি দিন পার করলেন।মাছের ছবিটা খুব ভালো লেগেছে মাছগুলো একেবারে তরতাজা মনে হচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এখানে দেখছি তো মাছের ছড়াছড়ি। মাছগুলো দেখতে ভালো লাগছে। খুব সুন্দরভাবে দিনটা অতিবাহিত করেছেন। এবং উপস্থাপনও খুব ভালো করৈছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit