আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বাংলা গান শেয়ার করতে যাচ্ছি।
যে গানটি করব তার নাম হলো "সাত পাকের জীবিন"।
গানটির ইউটিউব লিংক
গানটির কভার গেয়েছি @ranarahman,
গানটির শিল্পী হলেন: রাকিব মুছাব্বির এবং ফারাবি।
সাত পাকের জীবন গানের লিরিক্স:
হুম-হুম-হুম-লা-লা-লা-লা-লা-হুম-হুম-হুম
লা-লা-লা-লা-হুম-হুম-হুম-হুম-হুম--হুম
ও না হয় আমার সাথে বাধলে
তোমার সাত পাকের জীবন
ও দুহাত ভরে সাজাবো
তোমায় দেবীর মত সুনিপন।
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে।
দেবো দুহাতে, শাখা তোমায়
মেখে সিথিতে সিঁদুর
পান পাতার ফাকে, শুভদৃষ্টি
মাঝখানে সাক্ষী আগুন। (2 বার)
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে।
ও মন নিয়ে করোনা ছলনা
প্রণয়ের প্রনতী সাংগ করোনা
ও মন নিয়ে করোনা ছলনা
প্রণয়ের প্রনতী সাংগ করোনা।
তবে যে দেবীর পুজা হবে না
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে
ও জাত কুল ভুলে এসোনা ফিরে
আমার মন পাজরে।
ও না হয় আমার সাথে বাধলে
তোমার সাত পাকের জীবন
ও দুহাত ভরে সাজিও
তোমায় দেবীর মত সুনিপন।
ও জাত কুল ভুলে এসেছি ফিরে
তোমার মন পাজরে
ও জাত কুল ভুলে এসেছি ফিরে
তোমার মন পাজরে
লা-লা-লা-হুম-হুম-হুম-হুম-লা-লা-লা।।
লোকেশন
আশাকরি গানটি সবার ভালো লাগবে।