হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে " পার্বতীপুর থেকে ঢাকা" যাওয়ার যাত্রা উপস্থাপন করতেছি। আশাকরি সবার এটি ভালো লাগবে।
আজকের যাত্রা
আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পেলাম না, তাই কাজা নামাজ পড়লাম। তারপর আমি একটু বাহিরে হাটতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ বাইরে হেঁটে তারপর বাসায় আসলাম। তারপর আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাই। আমার মা সকালের নাস্তায় ভাত ও মাংস রান্না করে আমাকে খেতে ডাকেন আমি তাড়াতাড়ি টেবিলে গিয়ে খেয়ে নিলাম। ব্যাগে গুছিয়ে নেয়ার জন্য কিছু কাপড় বাকি ছিল, কিন্তু সেগুলো তাড়াহুড়ো করে গুছিয়েছিলাম। আজ আমি ঢাকায় যাব তাই অনেক তাড়াহুড়োতে আছি। ৮:৪০ এ গোসল করার পর, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পরি ৯:৫০ এ ট্রেন তাই স্টেশনে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পরি। তারপর আর দেরি না করে স্টেশনে গেলাম। যখন আমি স্টেশনে গেলাম, দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম।
আমার বড় ভাইও আমাকে এগিয়ে দিতে এসেছিলেন এবং আমাকে উঠিয়ে দিয়ে তিনিও বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর আমার ট্রেন যাত্রা শুরু হল।
এরপর আমি আমার ছিটে গিয়ে বসি। আমার ছিটটি দরজার সাথেই ছিলো।
ট্রেনে তেমন কোনো ভিড় ছিলো না। সবাই যে য়ার ছিটে নিয়ে বসে ছিলো।
যাত্রার সময় ছেড়ে চলে আসা কিছু স্টেশন যেগুলোর কিছু ছবি তুলেছিলাম।
দুপুরের হালকা খাবারের জন্য কিছু ঠান্ডা পানি, কোকাকোলা ও কেক কিনেছিলাম।
চলোন্ত ট্রেন থেকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেছিলাম। দৃশ্য গুলি আমার কাছে অনেক ভালো লাগেছিলো তাই তুলেছিলাম।
বিকেল হয়ে আসলে ট্রেনে কিছু হকারদের দেখা যায়।
তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাই। ঝালমুড়ি আমার অনেক পছন্দের একটি খাবার।
বাংলাদেশের বড় সেতু "বঙ্গবন্ধু সেতুর" উপর ট্রেন যখন উঠে। কিছু ছবি তুলেছিলাম সেতুটির ও বাংলাদেশের বড় একটি নদী "যমুনা"।
বিকেল ৫:২০ এ এসে পৌঁছাই ঢাকা বিমানবন্দর স্টেশনে। এরপরে স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠি বাসায় যাওয়ার জন্য।
আমার যাত্রা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে এতোটা সময় নিয়ে পড়ার জন্য।পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।
পার্বতী থেকে ঢাকার পথে আপনার ট্রেন যাত্রা খুবই ভালো ছিল আপনার জন্য শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit