| পার্বতীপুর থেকে ঢাকার পথে ট্রেন যাত্রা | ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||২৮-০৯-২০২১.

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে " পার্বতীপুর থেকে ঢাকা" যাওয়ার যাত্রা উপস্থাপন করতেছি। আশাকরি সবার এটি ভালো লাগবে।

আজকের যাত্রা


আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পেলাম না, তাই কাজা নামাজ পড়লাম। তারপর আমি একটু বাহিরে হাটতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ বাইরে হেঁটে তারপর বাসায় আসলাম। তারপর আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাই। আমার মা সকালের নাস্তায় ভাত ও মাংস রান্না করে আমাকে খেতে ডাকেন আমি তাড়াতাড়ি টেবিলে গিয়ে খেয়ে নিলাম। ব্যাগে গুছিয়ে নেয়ার জন্য কিছু কাপড় বাকি ছিল, কিন্তু সেগুলো তাড়াহুড়ো করে গুছিয়েছিলাম। আজ আমি ঢাকায় যাব তাই অনেক তাড়াহুড়োতে আছি। ৮:৪০ এ গোসল করার পর, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পরি ৯:৫০ এ ট্রেন তাই স্টেশনে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পরি। তারপর আর দেরি না করে স্টেশনে গেলাম। যখন আমি স্টেশনে গেলাম, দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম।


IMG_20210928_085739.jpg


আমার বড় ভাইও আমাকে এগিয়ে দিতে এসেছিলেন এবং আমাকে উঠিয়ে দিয়ে তিনিও বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর আমার ট্রেন যাত্রা শুরু হল।


IMG20210927102238_01.jpg


এরপর আমি আমার ছিটে গিয়ে বসি। আমার ছিটটি দরজার সাথেই ছিলো।


IMG20210927101932_01.jpg


ট্রেনে তেমন কোনো ভিড় ছিলো না। সবাই যে য়ার ছিটে নিয়ে বসে ছিলো।


IMG_20210930_213841.jpg

IMG_20210930_213728.jpg

IMG_20210930_213755.jpg

IMG20210927133007_01.jpg


যাত্রার সময় ছেড়ে চলে আসা কিছু স্টেশন যেগুলোর কিছু ছবি তুলেছিলাম।


IMG20210927094824_01.jpg

IMG_20210928_085548.jpg


দুপুরের হালকা খাবারের জন্য কিছু ঠান্ডা পানি, কোকাকোলা ও কেক কিনেছিলাম।


IMG_20210930_213909.jpg

IMG_20210930_214006.jpg


চলোন্ত ট্রেন থেকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেছিলাম। দৃশ্য গুলি আমার কাছে অনেক ভালো লাগেছিলো তাই তুলেছিলাম।


IMG20210927150127_01.jpg

IMG20210927150017_01.jpg


বিকেল হয়ে আসলে ট্রেনে কিছু হকারদের দেখা যায়।
তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাই। ঝালমুড়ি আমার অনেক পছন্দের একটি খাবার।


IMG20210927150736_01.jpg

IMG20210927150740_01.jpg

IMG20210927151054_01.jpg

IMG20210927151133_01.jpg


বাংলাদেশের বড় সেতু "বঙ্গবন্ধু সেতুর" উপর ট্রেন যখন উঠে। কিছু ছবি তুলেছিলাম সেতুটির ও বাংলাদেশের বড় একটি নদী "যমুনা"।


IMG20210927171058_01.jpg

IMG20210927171219_01.jpg


বিকেল ৫:২০ এ এসে পৌঁছাই ঢাকা বিমানবন্দর স্টেশনে। এরপরে স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠি বাসায় যাওয়ার জন্য।


আমার যাত্রা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে এতোটা সময় নিয়ে পড়ার জন্য।পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।

ইতি

@ranarahman

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পার্বতী থেকে ঢাকার পথে আপনার ট্রেন যাত্রা খুবই ভালো ছিল আপনার জন্য শুভেচ্ছা।

ধন্যবাদ আপনাকে।