সময়ের সদ্য ব্যবহার।||অবসর সময়ে বাসার ছাদের গড়ে তোলা বাগান।||10% beneficiaries @shy-fox. ||♥

in hive-129948 •  3 years ago 


❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



আজ ২৭শে অক্টোবর , ২০২১.
বুধবার ।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম, আপনাদের সাথে আমার নতুন একটা বিষয় শেয়ার করার জন্য।



PicsArt_10-27-11.16.39.jpg

অবসর সময়ে গড়ে তোলা ছাদ বাগান



আমাদের সবার উচিত আমাদের অবসর সময়টাকে কাজে লাগানো। সেটা হোক বই পড়ে, বাগান করে বা অন্য কোনো ধরনের ভালো কাজের মধ্যে। এর ফলে সময়ের সদ্য ব্যবহারের পাশা পাশি নিজের ইচ্ছাগুলো পূরন করা যাবে।আমাদের ছোট ছোট ইচ্ছাগুলোকে আমরা চাইলে স্বল্প কিছুর মধ্য দিয়েই শুরু করতে পারি। আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে আশে পাশে যা আছে তাই দিয়ে শুরু করতে পারি। কথাগুলো বলার কারণ হলো,, আমরা অনেক সময় আমাদের শখ থাকার পরও কোনো কিছু পালন করার বা লাগাতে পারি না। কিন্তু আমাদের যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই সেই ইচ্ছা শক্তির মাঝে আমরা আমাদের স্বপ্নগুলোকে ধাপে ধাপে একটা পূর্ণ সিড়িতে রূপ দিতে পারব। সব সাফল্যের জন্য দরকার, ইচ্ছা শক্তি, পরিশ্রম, এবং একটু চেষ্টটা, তাহলেই যেকোনো স্বপ্নগুলো বাস্তবে রূপ লাভ করানো সম্ভব।



আজ কয়েকটা দিনই হলো পড়াশুনা, এবং কলেজ থেকে দেওয়া জব শেষ করার জন্য তেমন একটা বাইরে যাওয়া হয় না। এমনকি নামাজ পড়া ছাড়া রুমের বাইরেও যাই না। আগে অনেক সময় বিকেল বেলার দিকে সবার সাথে ম্যাচের ছাদে উঠে আড্ডা দিলেও, আজ কয়দিন উঠা হয় না। গতকালকে হঠাৎই আসরের নামাজের পর একটু সময়ের জন্য ছাদে উঠলাম। ছাদে যাওয়ার পর কিছুটা সময়ের জন্য নিস্তব্ধতা বোধ হলো। কারণ কয়েকদিন আগে দেখা ছাদের দৃশ্য আর এখন কার দৃশ্যটার মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। আমাদের ম্যাচ মালিকের ছেলে আবার ছাদের কয়েকটা গাছ লাগিয়েছিল। বেশির ভাগই সবজি গাছ। যদিও ছাদটা অনেকটা ছোট, কিন্তু সে অল্প জায়গাতেই ছোট করে একটা বাগান করতে শুরু করে। কিছু দিন আগে সেখানে শুধু কয়েকটা সবজি গাছ লাগানো ছিল।



IMG_20211027_103242_328.jpg

IMG_20211027_103230_828.jpg


IMG_20211027_103213_539.jpg

IMG_20211027_103147_052.jpg

IMG_20211027_103137_239.jpg


IMG_20211027_103124_995.jpg

IMG_20211027_103014_870.jpg

IMG_20211027_103059_858.jpg


IMG_20211027_103042_448.jpg

IMG_20211027_103027_797.jpg

ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি
Device : Itel vision 1.
w3w link


কিন্তু গতকালকে গিয়ে দেখি আরও অনেকগুলো বড় বড় টব বসিয়ে তাতে ফলের গাছ সহ আরও সবজি লাগয়িছেন। যেটা দেখে আমার বেশ ভালো লাগল। তিনি তার অবসর সময়ে এই বাগানে এসে পরিচর্যা করেন। গাছে পানি দেন। বাগানে,, একটা মালটা গাছ, একটা লেবু গাছ, কয়েকটা পুয়ের শাকের গাছ, একটা গোলাপ গাছ, একটা বেলি ফুল গাছ, কিছু জায়গায় শাক বুনেচে, একটা টবে কয়েকটা ঢেঁড়শের গাছ,, একটা জায়গায় লাউ এবং ঝিঙার গাছ সহ আরও কিছু গাছ লাগিয়েছেন। এর মাধ্যমে সময়ের সঠিক ব্যবহারের পাশা পাশি সবজির চাহিদা মেটানো থেকে শুরু করে নিজের বাগান করার ইচ্ছাও পূরণ হচ্ছে। আমাদের সামনে যতটুকু জায়গা আছে আমরা ইচ্ছা করলে সেই জায়গাতেই পরিকল্পিত ভাবে অনেক।কিছু করতে পারি।



IMG_20211027_103306_971.jpg

লাউয়ের এবং ঝিঙার গাছ
Device : Itel vision 1.
w3w link


IMG_20211027_103001_173.jpg

নতুন টবে লেবুর চারা লাগানো হয়েছে
Device : Itel vision 1.
w3w link


ছাদে নতুন একটা বড় টব সবানো হয়েছে সেখানে টবের মধ্যে একটা লেবুর চারা লাগানো হয়েছে দেখলাম। কয়েকটা গাছে বেশ সুন্দর সুন্দর টাটকা ঢেঁড়শ ধরে আছে। সুন্দর সবুজ কলমি শাকগুলো বেশ সতেজ লাগছিল। সবজির বাগান করলে বেশ টাটকা টাটকা সবজি পাপয়া যায়। যার পুষ্টিগুণও বাজারে থেকে কেনা সবজির থেকে একটু বেশি থাকে। কারণ এই সবজিগুলোতে বেশি কিটনাশক ব্যবহার করা হয় না। ছোট জায়গায় হলেও বেশ সুন্দর ভাবে ছাদ বাগানটা ধীরে ধীরে আরও সুন্দর ভাবে জেগে উঠছে।


IMG_20211027_103333_890.jpg

IMG_20211027_103321_283.jpg

ছাদে গিয়ে তোলা
Device : Itel vision 1.
w3w link

আমরাও চাইলে আমাদের আশে পাশে যে ফাকাঁ জায়গাটুকু আছে সেখানেই নানা ধরনের সবজি, ফল গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারি। এতে কিছুটা হলেও সবজির চাহিটা পূরণ হওয়ার পাশা পাশি আমরা আমাদের অবসর সময়টাকে সদ্য ব্যবহার করতে পারব। এর ফলে পরিবেশের কিছুটা হলেও ভারসাম্য বজায় থাকবে। কারণ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো উচিত।



আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার পোষ্টের মাঝে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা সবাই মিলে আমাদের আশে পাশে থাকা জায়গাগুলোতে বেশি বেশি গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে রক্ষা করি।





সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতটা জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আপনি সুন্দর ভাবে আপনার সময়ের স্বদব্যবহার করেছেন। অবসর টাইমে বিভিন্ন গাছ, ফুলের গাছ লাগাইছেন । অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

অবসর সময়ে আপনি অনেক সুন্দর কাজ করেছেন। আমাদের অবসর সময় তাকে কাজে লাগানো দরকার পড়াশোনা হোক বা যেকোনো কাজ। ছাদের ওপর আপনি অনেক সুন্দর করে বাগান তৈরি করেছেন। বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের গাছ রয়েছে। সেগুলো থেকে আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন এবং বাজারজাত করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তবে এটা আমার নিজের বাসায় না আমি যে ম্যাচে থাকি। সেখানে ম্যাচ মালিকের ছেলে পরিচর্যা করে।আমরা শুধু মাঝে মধ্যে ছাদে গিয়ে বসে থাকি।

ছাদ বাগানের ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। বাগান করা আমারও একটির শখের কাজ। গাছ লাগানো গাছের পরিচর্যা করা ও গাছের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে।আমিও অবসর সময় পেলে বিভিন্ন ধরনের গাছের চারা লাগাই। আমার খুবই ভালো লাগে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।🥰💞

অনেক সুন্দর হয়েছে আপনার ছাদবাগান।আমার প্রিয শখ ছাদবাগান। ৫০ টি বিভিন্ন প্রকার বা জাতের ফলের গাছ সম্বলিত আমার একটি ছাদবাগান রয়েছে।যার নাম-Bhendabari Roof Garden
এবং এই নামে একটি আমার ইউটিউব চ্যানেল রয়েছে।চাইলে লিংক দিতে পারি।
ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার সুন্দর পোস্টের জন্য।

ওয়াও,,, তাহলে তো আপনার বাগানটা দেখতে অনেক সুন্দর মনে হয়।

ধন্যবাদ আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য।

আপনি তো ছাদে অক্সিজেনের বাগান বানিয়ে ফেলেছেন দেখছি সেই সাথে সুন্দর পরিবেশও।খুব ভালো পরিকল্পনা করেছেন।আপনার গড়ে তোলা বাগান আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া আপনাদের বুঝতে একটু ভুল হয়েছে,,,বাগানটা আমি করি নি, আমি যে ম্যাচে থাকি সেই ম্যাচ মালিকের ছেলে গাছগুলো লাগিয়েছে। আমি আমার পোষ্টে সেটা উল্লেখ করেছি।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

গাছ লাগায় পরিবেশ বাচায় সেটা যেখানেই হোক। তুমি তোমার ছাদ বাগান টা বেশ সুন্দর করে সাজিয়েছ দেখছি।একদিন দরশন করতে যাব দেখি।খুহ সুন্দর ভাবে উপস্থাপন করেছো শুভ কামনা রইলো।💖💖💖

ধন্যবাদ তোমাকে।

প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে। বাগান করার শখ আমারও রয়েছে। আপনার বাগান করা দেখে আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি ও আমার বাসার ছাদে একটি সুন্দর বাগান করেছি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

তবে বাগানটা আমি নিজে করি নাই,, সেটা আমার পোষ্টটা পড়লেই বুঝতে পারবেন।🙏🙏

অবসর সময়ে বাসার ছাদে অনেক সুন্দর একটি বাগান তৈরি করেছেন ভাই। বিকেল বেলা এই বাগানে সময় কাটাতে অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর ফল আর সবজি দেখা যাচ্ছে। শুভকামনা রইলো

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ছাদের ওপর আপনি অনেক সুন্দর করে বাগান তৈরি করেছেন। বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের গাছ লাগিয়েছেন ছাদে।ধন্যবাদ এমন সুন্দর ছাদ বাগান আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।
তবে এটা আমি নিজে করি নাই, এই বাগানটা আমাদের ম্যাচ মালিকের ছেলে করেছে।

ভাইয়া প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগলো যে আপনি অবসর সময়ে এতো সুন্দর ছাদ বাগানের যত্ন নিচ্ছেন। এটি আমারও করার খুব ইচ্ছে। অনেক অনুপ্রেরণা পেলাম তার জন্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু।

ভাইয়া আপনি ছোট ছাদ বাগানটির অনেক সুন্দর বর্ণনা করেছেন। তবে এটা স্বাভাবিক এক জায়গায় অনেকদিন না গেলে হঠাৎ করে গেলে এতো অবাক লাগে পরিবর্তন দেখলে। আপনি এর ব্যতিক্রম নয় আর মানুষের অদম্য শক্তি থাকলে অসাধ্যকে সাধন করা যায়। আমাদের সবার উচিত আমাদের অবসর সময়টুকু কাজে লাগানো এবং সময়ের সঠিক ব্যবহার করা। আপনি এত সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করা এবং অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ে এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।🙏🥰

ভাইয়া আপনি অনেক সুন্দর অবসর সময়ে বাগান তৈরি করেছেন বাসার ছাদে। সত্যি একটা সৌখিন বাগান তৈরি করেছেন। অনেক ভালো লাগলো। আপনার বাগানে ফুলের গাছ থেকে শুরু করে সবজি গাছ পর্যন্ত আছে এটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ ভাই।

সত্যিই ভাই ছাদ বাগান করার খুব শখ। ছাদের ওপরে উঠলেই মনটা ভালো হয়ে যায়। আপনি আস্তে আস্তে অনেক ফুল এবং গাছের চারা লাগিয়ে ফেলেছেন। বেলিফুল এবং অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। গোলাপ ফুল খুবই ভালো লাগলো। এত সুন্দর মুহুর্ত শেয়ার করেছেন। আপনার জন্যও শুভকামনা রইল

ধন্যবাদ আপনাকে।

বাহ!! খুব সুন্দর করে অবসর সময়ে বাসার ছাদে চমৎকার একটি বাগান করেছেন। যে বাগানটির দেখে আমার খুবই ভালো লাগলো। ফুল ও সবজিতে ভরপুর এ বাগানটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনার জন্য♥

ধন্যবাদ আপু।

আপনার ছাদ বাগান ভালো লেগেছে
সাথে সময়ের সদ্ব্যবহার।

অনেক ধন্যবাদ আপনাকে।

বাগানটি খুব সুন্দর।
আমিও বাগান করতে ও দেখতে খুব পছন্দ করি।আপনার ফটোগ্রাফিগুলি খুব সুন্দর ভাইয়া এবং উপস্থাপনাটি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ বোন।