প্রিয় বৌদি, @tanuja
- ছবি অঙ্কনের সম্পূর্ন ধাপগুলি দেখলাম । একের পর এক ধারাবাহিক ভাবে গড়ে তোলা ফুলের উপর প্রজাপতির ছবিটি অসাধারণ সুন্দর দেখতে হয়েছে । আমি ছবি অঙ্কন করতে পছন্দ করি । অপনার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো । যদিও আপনি অসুস্থ্য সাবধানে থাকবেন । আপনার জন আশীর্বাদ রইলো ।