হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে। সবাই যেন সমাজ ব্যবস্থার মধ্যে একভাবে চলতে পারে না। সমাজে যেমন উঁচু শ্রেণীর মানুষ রয়েছে, তেমনি নিম্ন শ্রেণীর মানুষের রয়েছে। আবার সমাজে অনেক ক্ষমতাবান মানুষ রয়েছে, তেমনি ক্ষমতাহীন মানুষ রয়েছে। তবে বারবার যেন অনেকেই আঘাত করে এই ক্ষমতাহীন মানুষদের। আসলে যার ক্ষমতা রয়েছে সেই ব্যক্তি অন্যায় করলেও তাকে আমরা ক্ষমা করে দিই। তাকে আমরা কিছুই বলি না। আসলে তার ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার ভয়ে আমরা সত্য জিনিসও তাকে বলতে যায় না। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আমরা জানি এই ঘটনাগুলো আসলেই অন্যায় হচ্ছে, তারপরেও আমরা মুখ বুঝে যেন এগুলো সহ্য করে থাকি। কিন্তু আমাদের সমাজে অনেক সত্য ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর আমরা প্রতিবাদ করি না। এভাবেই যেন দুর্বলরা প্রতিনিয়ত মার খাচ্ছে এবং তাদের উপরেই আমরা ক্ষমতা দেখাচ্ছি।
সমাজে যারা উঁচু শ্রেণীর মানুষ, যাদের ক্ষমতা রয়েছে। তারা সমাজে বুক ফুলিয়ে চলাচল করতে পারে। তারা সমাজের মধ্যে অনেক অন্যায় অসৎ কাজ করে থাকে, কিন্তু এই মানুষগুলোর ক্ষমতা থাকার কারণে তাকে আমরা কিছুই বলতে সাহস পায় না। কারণ এই অন্যায়ের প্রতিবাদ করলেই আমাদের উপরে বিপদ চেপে আসবে। আমরা বিপদে পড়ে যাব, আমাদের উপরেই জুলুম নির্যাতন করবে। যার কারণে এইসব বড় এবং উঁচু শ্রেণীর মানুষদের আমরা কিছুই বলি না। তারা সমাজে তাদের ক্ষমতায় এবং প্রভাব দেখিয়ে সমাজে শান্তিতে বসবাস করে যাচ্ছে, কিন্তু অপরদিকে যারা দুর্বল তারা যদি ছোট কোন অন্যায় করে, তাকে আমরা কঠিন ভাবে শাস্তি দিতে মেতে উঠে সমাজের সকল মানুষ। আসলে এই দুর্বল গুলোর উপরে আমরা প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে যাচ্ছি। কারণ তাদের ক্ষমতায় নেই, তারা ক্ষমতাহীন মানুষ তাদের উপরেই আমরা জুলুম করতে পারি।
প্রত্যেকটা সমাজ ব্যবস্থার মধ্যেই দুর্বল যারা রয়েছে তাদেরকে কঠিনভাবে বিচার করা হয়। তাদের সাথে কঠিন আচরণ করা হয়। তারা যদি অন্যায় অল্প পরিমানেও করে থাকে, তাদেরকে কঠিনভাবে শাসন করা হয়। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা ক্ষমতাবান, তারা হাজারো অন্যায় করেও পার পেয়ে যায়। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে আমাদের গ্রামে। আমাদের গ্রামে প্রভাবশালী কিছু মানুষ রয়েছে, তাদের ছেলে মেয়েরা সমাজের মধ্যে অনেক অন্যায় অত্যাচার করে থাকে। কিছুদিন আগেই আমাদের গ্রামের এক কৃষকের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে নিয়ে গিয়েছিলো, তারা এই ছাগলটি পিকনিকের আয়োজন করে গ্রামের নদীর পাড়ে খেয়েছে, তারা এই ছাগলটি দিয়ে পিকনিক করে খেয়েছে, সেই কৃষকের ছেলে কোন ভাবে জানতে পেরেছে,কিন্তু প্রমাণ না থাকার কারণে ঔভাবে বলতে সাহস পাচ্ছিলো না।
কিন্তু সেই কৃষকের ছেলেটি তার বন্ধুর কাছে শুনেছিল, তাদের ছাগলটি এই গ্রামে প্রভাবশালী কিছু কিছু ব্যক্তির ছেলেরা নিয়ে পিকনিকে করে খেয়েছে, এই কথাটি তার বাবাকে জানাই এবং তার বাবা সেই গ্রামের চেয়ারম্যানকে জানাই, বিষয়টি অনেক বড় হয়ে যায়। যার কারণে বিচারের আয়োজন করা হয়। আর এই বিচারের মাধ্যমে সকল যারা মুরুব্বী ছিল এবং বিচারক ছিল নেতারা সঠিক প্রমাণ চায়। আর এই প্রমাণ করতে সেই কৃষক ছেলেটির বন্ধুকে নিয়ে আসা হয়। কিন্তু সেই বন্ধু সকল বিচারকদের সামনে মিথ্যা সাক্ষী দেয়।
মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেই কৃষক এবং তার ছেলেকে অনেক অপমান করা হয় এ বিচারমণ্ডলীর মধ্যে। আসলে তারা বলে যে আমাদের সমাজে ক্ষমতা রয়েছে এবং সম্মান রয়েছে, আমাদের ছেলের নাম দেওয়া হয়েছে এতে আমাদের অনেক সম্মান নষ্ট হয়েছে। এর কঠিন বিচার করতে হবে, কিন্তু সেই কৃষক অত্যন্ত ভালো মানুষ ছিল যার কারণে সবাই তাকে কঠিন শাস্তি দিলো না। তবে বিচার মন্ডলের মধ্যে অনেক অপমান করা হলো। এমনিতে তার আর্থিক ক্ষতি হয়েছে। তার উপরে আবার সবাই মিলে তাকে অপমান করছে। আসলে এই বিষয়গুলো খুবই কষ্টকর এবং অনেক কঠিন শাস্তির আওতার মধ্যে পরে বলে আমি মনে করি।
এই বিচার শেষে কৃষক ছেলেটির তার বন্ধুর কাছে চলে গেল। বলল যে আমাকে আর আমার বাবাকে কেন অপমান করালি। তুই তো সাক্ষী দিতে চেয়েছিলে কিন্তু তার বন্ধু বলল আমি সাক্ষী ঠিকই দিতে চেয়েছিলাম। কিন্তু প্রভাবশালী ক্ষমতাবানের ছেলেরা হেসে আমাকে এবং আমার বাবাকে অনেক চাপ দিয়েছিল। যদি মিথ্যা সাক্ষী না দিতাম তাহলে আমাদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিত। তাই বাধ্য হয়ে এই কাজটি করেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/rayhan111s/status/1894847981826019706?t=I8blLzCXK39qGu-UGeU0MA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই, আপনার লেখা আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা উন্মোচন করেছে। দুর্বলদের উপর অত্যাচার আর ক্ষমতাবানের জন্য বিশেষ ছাড় এটি এক ধরনের বৈষম্য যা সমাজের অন্ধকার দিককে ফুটিয়ে তোলে। মিথ্যা সাক্ষী দেওয়া বা অন্যায়ের প্রতিবাদ করতে না পারা, এসবই আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সামাজিক ব্যাধি। দুর্বলদের সঠিক বিচার না পাওয়ার এবং তাদের সম্মানহানির ঘটনা হৃদয়বিদারক। এ ধরনের পরিস্থিতি পরিবর্তন করতে হলে সমাজের প্রতিটি স্তরে সমতার ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে, এবং আমাদের সকলের দায়িত্ব সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা আছে না ভাই শক্তের ভক্ত আর নরমের জোম। সমাজের অধিকাংশ মানুষ এখন এইরকম। এইজন্যই অনেকেই সঠিক বিচার পাই না। অনেকে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। বেশ দারুণ লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit