কবিতা আবৃত্তি- হিংসায় // Poetry by @blacks

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় ছোট দাদা, ( @blacks) দাদার একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। দাদা খুবই সুন্দর সুন্দর কবিতা লেখে থাকেন।আর দাদার কবিতাগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগে। দাদার কবিতার মধ্যে অনেক গভীরতা রয়েছে। তাই তার ভালোবাসার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজকে তাই তো দাদার লেখা হিংসায় কবিতাটি আপনাদের মাঝে আবৃত্তি করার চেষ্টা করছি। আর এই কবিতাটি আমি যখন পড়তেছিলাম তখন আমার কাছে দারুন লেগেছে। প্রেমের হিংসা নিয়ে এই সুন্দর কবিতাটি পড়ে যেন অনেক ভালো লেগেছে।কবিতার মাধ্যমে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর অনুভূতি যেন প্রকাশ করেছেন দাদা। তাইতো কবিতাটি পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আবৃত্তি করার চেষ্টা করব। তাই আজকে এই কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতা আবৃত্তি পড়ে আপনাদের ভালো লাগবে।

IMG_20250228_002006.jpg


কবিতার নাম -হিংসায়
কবিতার লেখক @blacks👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

প্রেমের মাঝে একটা হিংসা,
ছায়ার মতো থাকে পাশে,
তুমি যাকে চাও বেশি,
সে কি তোমায় ভাবছে আসলে?

চোখের পলকে বিদ্যুৎ চমক,
হাসির আড়ালে বিষাদ ঢাকা,
হৃদয় জুড়ে অভিমান জমে,
যখন দেখি, কেউ কাছে আসে।

তোমার কথা, তোমার চোখ,
অন্য কারো স্বপ্ন হলে,
আমার বুকে দহন জাগে,
আগুন ধরে স্নিগ্ধ জলে।

আমি চাই না দূরত্ব, তবু
তোমার পাশে থাকলে ভয় হয়,
কেউ যদি আসে ছিনিয়ে নিতে,
আমার ভালোবাসার পরিচয়!

প্রেম মানে কি শুধুই রোশনাই?
নাকি তাতে থাকে ছায়া?
হিংসা যদি নাহি থাকে,
তবে ভালোবাসার মূল্য কায়া?

কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় ছোট দাদার কবিতা আবৃত্তি করে শেয়ার করলাম। আসলে এই কবিতাটির মধ্যে ভালোবাসার প্রিয় মানুষের জন্য খুবই সুন্দর অনুভূতি যেন প্রকাশ করেছেন। আসলে প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের ভিতর অনেক হিংসা রয়েছে। তাকে নিয়ে যেন অনেক স্বপ্ন রয়েছে। তাইতো এই প্রিয় মানুষটিকে অন্য কারো হবে এটা কল্পনাই করা যায় না। তাই সেই অনুভূতি নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই কবিতা আবৃতি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে।তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো। 🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

GridArt_20250228_005902391.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ব্লাক দাদার কবিতা নিয়ে নতুন করে কি আর বলবো ভাই? প্রত্যেকটা কবিতায় যেনো হৃদয় স্পর্শী। গভীর ভাব সম্পূর্ণ কবিতা লিখে থাকেন ছোট দাদা। যে ব্যক্তি প্রকৃত ভালোবাসে সে সর্বদাই তার ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন টেনশন এ ভুগে। যাইহোক ছোট দাদার হিংসায় নামক কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। দুর্দান্ত হয়েছে আপনার আবৃত্তি স্বর।

ব্ল্যাকস দাদা বরাবরই খুব সুন্দর কবিতা লিখে। আপনি ওনার লেখা একটা কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটা খুবই সুন্দর। আর আপনিও খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভালোই লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

আসলে ছোট দাদার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ছোট দাদার লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ দারুন ভাবে কবিতা টি আবৃত্তি করেছেন।