সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩১ বঙ্গাব্দ।পুরনো দুঃখ কষ্ট ভুলে গিয়ে, নতুনকে আঁকড়ে ধরে যেন আগামী পথচলা সকলেরই ভালো হয়। সেই দোয়া করি। আসলে পহেলা বৈশাখ বাংলার নববর্ষ। আর এই নববর্ষকে কেন্দ্র করে দিনটা আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করি। বাংলা মাঠে-ঘাটে বাঙালিরা তাদের এই নতুন বছরকে বরণ করে নেয় অনেক আনন্দের সাথে। আসলে পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যময় একটি দিন। এই দিনটি অনেক আনন্দের সাথে আমরা উপভোগ করি। আর এই দিনটাকে পালন করে আসছি সেই প্রাচীনকাল থেকেই। বাংলা নববর্ষ যেন বাঙালি জাতির জন্য একটা গৌরবের দিন। এই দিনকে কেন্দ্র করে সারাদিন নানা ধরনের আয়োজন করা হয়। আর এই বাংলা নববর্ষকে কেন্দ্র করেই আমরা যেন নতুন বছরকে আমন্ত্রণ জানাই এবং নতুন বছরে পথ চলাচানো আমাদের জন্য ভালো হয়, সেটাই যেন আমরা কামনা করি।


pohela-falgun-5973793_1280.jpg

source

বাঙালি জাতি তাদের এই বাংলা নববর্ষকে খুবই সুন্দর ভাবে বরণ করে নেয়। আসলে প্রতিবছরই বাঙালি জাতি ঐতিহ্যময় এই বাংলাকে আঁকড়ে ধরা এবং বাংলাকে মনে করার জন্য তারা বিভিন্ন বাঙ্গালী সাজিয়ে ওঠে।আমরা বাঙালি জাতি বাংলা নববর্ষকে তাই অনেক আনন্দের সাথে উপভোগ করি। কারণ এই বাংলা নববর্ষ নতুন বছর, আর নতুন বছরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। বাঙালি জাতি তাদের সাংস্কৃতি ধরে রাখার জন্য নতুন বছরে বিভিন্ন রকমের প্রোগ্রামের আয়োজন করে থাকে। আর এই প্রোগ্রামে বাঙালি জাতি তাদের ঐতিহ্যময় কিছু মুহূর্ত উপভোগ করে এবং ঐতিহ্যময় মুহূর্তগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আর আজকে পহেলা নববর্ষ, এই পহেলা বৈশাখ কেন্দ্র করে বাঙালি নতুন সাজে সেজে ওঠে।


বাঙালির ঐতিহ্যবাহী পান্তা খাওয়ার মুহূর্তগুলো যেন এই বৈশাখ মাস থেকে শুরু হয়। আর পান্তা ইলিশের স্বাদ যেন মুখে লেগে থাকে অনেকদিন। কারণ বাঙালি জাতির এই পান্তা ইলিশ খুবই পছন্দ করে। বৈশাখ মাস আসলেই তারা পান্তা ইলিশের আয়োজন করা হয়। আসলে আমাদের গ্রামে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে। প্রতি পান্তা ইলিশের প্লেটের মূল্য ২০০ টাকা করে নিচ্ছে।তবে এর দাম ২০০ টাকা নিলেও এর প্রকৃতির দাম ২০০ টাকা না। আসলে এরা মজা করার জন্য বাঙালির ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই আয়োজন। এতে অনেক মজা হচ্ছে। তাই সকলেই মজার সাথে এটা গ্রহণ করছে। আসলে এই আয়োজনগুলো সত্যিই অসাধারণ। আমিও সেখানে যাবো বিকাল বেলা।


তারপরে অনেক জায়গায় বৈশাখীর মেলার আয়োজন করা হয়। এই বৈশাখী মেলাতে যেন বাঙালির দৃশ্যগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলে। তাছাড়া স্কুল-কলেজে অনেক ধরনের সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাঙালি জাতির মেয়ে এবং ছেলেরা বাঙালির পোশাক পড়ে, তারা বাঙালির গান গায়। আর এই বৈশাখীর মুহূর্তগুলো সত্যি অসাধারণ। তাদের পরনে বৈশাখের শাড়ির দৃশ্য গুলো দেখলেই যেন অনেক ভালো লাগে। এভাবে বাঙালি জাতি তাদের নতুন বছরকে আঁকড়ে ধরে এবং নতুন বছরকে বরণ করে নেয়। এই বরণ করার মুহূর্তগুলো সত্যি আমাদের মনে করিয়ে দেয়।


আর একটা জিনিস লক্ষ্য করা যায়, বৈশাখ মাস আসলেই দোকান ব্যবসায়ীরা তাদের হালখাতার আয়োজন করা হয়। আর এই বৈশাখ মাসে বাঙালি জাতির যেন এই হালখাতা অন্যরকম একটা ঐতিহ্য, আর ঐতিহ্য এই হালখাতাকে কেন্দ্র করে একটা উৎসব পরিবেশ বিরাজ করে। তাই বাঙালি জাতি তাদের বৈশাখ মাসেকে কেন্দ্র করে নতুন ভাবে বছর শুরু করে। আর এই বছর শুরু করার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। তাই বাঙালি জাতি পহেলা বৈশাখে তাদের অন্যরকম একটা উৎসব মনে করে। আর এই উৎসব যেন যুগ যুগ ধরে টিকে রয়েছে, তাই আজকে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখে কেন্দ্র করেই আপনাদের মাঝে আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। আসলে পহেলা বৈশাখ বাঙালি জাতির গৌরব আর এটি বাঙালি জাতি তাদের নতুন বছরকে সুন্দরভাবে আঁকড়ে ধরে। পুরাতনকে মুছে গিয়ে নতুনভাবে জীবন শুরু করে।


পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যময় একটি দিন। আর এই দিনকে কেন্দ্র করে অনেক ধরনের উৎসবময় পরিবেশ বিরাজ করে। বাঙালির হাঁটে-ঘাটে মাঠে যেন এই দৃশ্যগুলো ফুটে ওঠে, আসলে বাঙালি জাতি তাদের নতুন বছরকে কতটা আনন্দের সাথে আমন্ত্রণ জানাই এবং বরণ করে নেয় সেই দৃশ্যগুলো ফুটে উঠে, রাস্তাঘাটে স্কুল কলেজের মাঠে দেখতে পাওয়া যায়। বাঙালি জাতি তাদের ঐতিহ্যময় নতুন বছরকে কিভাবে বরণ করে নিচ্ছে, এই দৃশ্যগুলো দেখতে যেন অনেক বেশি ভালো লাগে। তাই সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই এবং এই নতুন বছর যেন আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ হাসি বয়ে নিয়ে আসে এই দোয়া করি।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

প্রথমেই আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।
সত্যিই আজকের দিনটি আমাদের বাঙ্গালীদের জন্য ভীষণ আবেগ অনুভূতির একটি দিন। আপনি বেশ চমৎকারভাবে নববর্ষ কে ঘিরে বিভিন্ন আনন্দ আয়োজন এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করেছেন, যা দেখে সত্যিই সত্যি ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই। আমরা বাঙালিরা পহেলা নববর্ষের এই দিনটি অনেক আনন্দের সাথে পালন করে থাকি। প্রতিটি বাঙালির হৃদয়ে পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে পড়ুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

নববর্ষের শুভেচ্ছা জানাই প্রথমে আপনাকে। পহেলা বৈশাখ অনেক আনন্দের সাথে বাঙালিরা পালন করে থাকে। পহেলা বৈশাখ নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাংলা নববর্ষ নিয়ে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ধারণা দিলেন। আসলে নববর্ষ বাঙালি ঐতিহ্য আর এই ঐতিহ্যময় নববর্ষ আমরা প্রতিবছরই পালন করে থাকি। নতুন বছরকে আগমনের মুহূর্তগুলো অসাধারণ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই।