আমার পরিচয় পর্ব।🇧🇩। আমার বাংলা ব্লগ কমিউনিটি।। ০২-০৯-২০২১

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার পরিচয় পর্ব তুলে ধরব,আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। আমার খুবই ভালো লাগছে নিজের মাতৃভাষায় আমি এখানে পোস্ট করতে পারবো। আমি আমার মাতৃভাষা পোস্ট করতে পেরে খুবই আনন্দিত।

আমার পরিচয় 👇

আমার নাম মোঃরায়হান রেজা।
আমার দেশের নামঃ বাংলাদশে 🇧🇩,
আমার স্টিমেট আইডির নামঃ@rayhan111
আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে খুব ভালোবাসি।

আমি আমার মাতৃভাষা বাংলাতে ব্লগ করতে পেরে খুবই আনন্দিত।

IMG_20210902_142940.jpg

মাতৃভাষায় বাংলায় ব্লক করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সর্বদাই ভালো কাজ করে যাব। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন আমি মেনে চলবো। আমি ছবি তুলতে খুবই ভালোবাসি এবং ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সর্বদাই আমার ভালো কাজ উপহার দেব।

আমার পরিবার👇

IMG_20210902_143308.jpg

আমার পরিবারে আমার বাবা প্রধান। আমার বাবা একজন শিক্ষক। আমার বাবা আমাদের দেখাশোনা করেন। আমরা দুই ভাই। আমার বাবা আমাদের পড়াশোনার সকল দায়িত্ব বহন করেন। আমার বাবা আমাদের খুবই ভালোবাসেন। আমার মা আমাদের পরিবারের গৃহিণী। সে পরিবারের প্রধান। আমার বাবা মা আমাদের খুব ভালবাসেন। আমার ভাই একজন মৌলানা।আমার দুইটা বোন, আমার বোনদের বিয়ে হয়েছে, তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত।

#আমার শিক্ষা জীবন👇

IMG_20210902_143534.jpg

আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। সিরাজগঞ্জ আমার জন্মভূমি।আমার শিক্ষাজীবন শুরু সিরাজগঞ্জয়ের একটি কিন্ডার গার্টেন স্কুলে,আমি প্রাথমিক শিক্ষা লাভ করেছি। তারপরে সিরাজগঞ্জের সরকারি বিএল স্কুলে আমি মাধ্যমিক শেষ করেছি। তারপরে আমি সিরাজগঞ্জ সরকারি গভমেন্ট কলেজে উচ্চমাধ্যমিক শেষ করি।সিরাজগঞ্জ সরকারি কলেজ অনেক বড় কলেজ এই কলেজে আমি পড়াশোনা করে নিজেকে ধন্য মনে করি।

বর্তমানে আমার কর্ম👇

IMG_20210902_134948.jpg

আমি ডাক্তারি পেশায় পড়াশোনা করেছি। আমার পড়াশোনা এখন শেষ। আমি ইন্টার্নি অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত আছি। আমি সর্বদাই রোগীদের সেবা করি এবং গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। আমি তাদের পাশে সর্বদাই ভাল চিকিৎসক হতে চাই। আমি সবসময় তাদের সুচিকিৎসা দেবো। চিকিৎসায় মানুষের পরম ধর্ম। আমি এই পেশায় আসতে পেরে অনেক আনন্দিত।

অনেক ধন্যবাদ জানাই যাদের বিনিময়ে আমরা আজ মাতৃভাষা বাংলাতে ব্লগ করতে পারছি।

Cc:-@amarbanglablog @blacks @hafizullah @shuvo35 @moh.arif @rex-sumon @winkles @royalmacro @curators @photoman @rme

আজকে আমার পরিচয় এখানেই শেষ করছি, আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলবো এবং কমিউনিটির উন্নতির জন্য সর্বদাই কাজ করে যাব।

ধন্যবাদ জানাই সকল বন্দুদের আমাকে সাপোর্ট করার জন্য🌹🌺🌹।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগে স্বাগতম

স্বাগতম।


আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আমার বাংলা ব্লগ কমিউনিটির কিছু পিনন করা পোষ্ট আছে যে গুলো পড়লে আপনি আমাদের কমিউনিটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। কোনো গুরুতর কারণ ছাড়া আমার বাংলা ব্লগ কমিউনিটির কোন এডমিন বা মডারেটকে মেনশন দেওয়া যাবে না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে সমর্থন করার জন্য।

শুভ কামনা

খুব সুন্দর হয়েছে আপনার পোস্টটি। এভাবে নতুন নতুন পোস্ট আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম!

ধন্যবাদ

আপনাকে বিভিন্ন প্লাটফর্মে আগেও দেখেছি এবং এখানে আপনাকে দেখতে পেয়ে ভাল লাগছে। আশা করি এখানে সুন্দর সুন্দর পোস্ট করবেন এবং কমিউনিটি নিয়মকানুন মেনে চলে কাজ করবেন। অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে সমর্থন করার জন্য।

স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। ভালো কাজের মূল্যায়ন সব জায়গায় পাওয়া যায়। সুতরাং ভালো কিছু করুন, সকলের সাথে হাসি খুশি থাকুন। ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনাদের সমর্থন পেলে আরো ভালো করব ইনশাআল্লাহ।

ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন আমাদের ডিসকর্ড সার্ভারে যুক্ত থাকার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনাদের সমর্থন পেলে আরো ভালো করব ইনশাআল্লাহ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।নিয়মিত লেখা লিখি এবং মন্তব্য করার মাধ্যমে এক্টিভ থাকবেন। আর ডিসকোড সার্ভার এ অবশ্যই যুক্ত হবেন।ধন্যবাদ আপনাকে।