হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সময় এবং নদীর স্রোত সবসময় তার নিজের গতিপথ বজায় রেখে চলেম সময় এবং নদীর স্রোত কখনোই থেমে থাকে না। পৃথিবীতে এমন কোন শক্তি নেই, যে শক্তি দিয়ে সময় এবং নদীর স্রোতকে ধরে রাখবে। কারণ তারা নিজস্ব গতিপথ বজায় রেখে চলাচল করে। জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো আমরা অবহেলা করে পার করে দেই। এই সময়কে আমরা গুরুত্ব দেই না। ঠিক সময়ের মতো আমাদের জীবনেও একসময় শেষ হয়ে যাবে। জীবন ও যেন গতিশীল। জীবনের কোন কিছুই থেমে থাকে না। একসময় না একসময় এই জীবন থেমে যাবে। তখন আর আমরা কিছুই করতে পারব না। তাই জীবনে চলার পথে, আমরা যদি সময়ের গুরুত্ব দেই। সময় মত আমরা যদি সকল কাজ করি, তাহলে জীবনটা আলোকিত এবং সফলময় হবে।
সময় সব সময় গতিশীল, সময় তার নিজস্ব গতিপথ বজায় রেখে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। এই সময় সব সময় সে তার গতিপথ বজায় রেখেই চলাচল করে। কোন কিছুতেই যেন সময়কে আটকানো যায় না। ঠিক নদীর স্রোত কেউও আটকানো সম্ভব না। সে তার গতিপথ বজায় রেখে চলাচল করছে। কিন্তু আমরা মানুষ আমাদের গতিপথে মাঝে মাঝে আমরা স্থির করে দেই। আমরা গতিশীল রাখিনা। সময়ের অপব্যবহার করি। সঠিক সময়ে আমরা কাজ করি না।আজকের কাজ কালকের জন্য আমরা ফেলে রাখি। যার কারণে আমাদের নিজস্ব গতিপথের যে কাজে করে সফলতা অর্জন করার কথা। আমরা সেই সফলতা অর্জন করতে পারি না। যদি আমরা সময়মতো সঠিক কাজ করি, তাহলে আমাদের জীবনেও গতিশীল হবে এবং আমরা সফল হতে পারব।
সময় যেমন গতিশীল নিজস্ব গতিপথ বজায় রেখে চলাচল করে। তেমনি আমাদের জীবনের আয়ু ঠিক গতিশীল। আমাদের জীবনের আয়ু যেন ঠিকভাবেই তার নিজস্ব পথেই এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের কাজের দিকে গতিশীল হতে পারছি না। আমাদের বয়স এক এক করে বেড়েই চলেছে। আমরা যেন বৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। এই সময়টা কিন্তু থেমে নেই। আমরা যে বৃদ্ধ হব এটা কিন্তু থেমে নেই। কিন্তু আমাদের প্রতিনিয়ত যে কাজ রয়েছে, যে কাজ করে আমরা সফলতা অর্জন করব। সেই কাজ আমরা অবহেলা করে ফেলে রাখি। আজকে কাজ কালকে জন্য আমাদের ফেলে রাখি।সেই কাজের প্রতি মনোযোগ হারিয়ে যায়। আর আমরা সেই কাজে সফলতা অর্জন করতে পারি না।
জীবনে চলার পথে এবং জীবনের সফলতা অর্জন করতে হলে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। সময়ের কাজ সময় মত করলে জীবনে সফলতা আসবে। একজন ছাত্র যদি সময় মত পড়াশোনা না করে, সে কখনোই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে না। ঠিক সে যদি সময় মত পড়াশোনা করত তাহলে পরীক্ষাতে ভালো করত। একজন চাকরিজীবী মানুষ যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে তাহলে তার কাছে কাজের কোন চাপ মনে হবে না। সে যদি ২-৩ দিনের কাজ একবারে করে, তাহলে তার অনেক বেশি চাপ হয়ে যাবে এবং সে সঠিকভাবে কাজ করতে পারবেনা। ঠিক এমন ভাবে জীবনের প্রত্যেকটা পেশায় এবং জীবনে প্রত্যেকটা চলার পথেই সময়ের মতো যদি আমরা কাজ করি, তাহলে আমরা এগিয়ে যাব। না হয় আমরা ব্যর্থ হব আমরা হতাশ হয়ে যাব।
এই তো কিছুদিন আগে আমার চাচাতো ভাই বিদেশে যাওয়ার জন্য সকল কিছু ঠিকঠাক করেছে এবং তার ফ্লাইট ছিল রাত 9 টায়। তাকে বলা হয়েছিল আগের দিন ঢাকা যাবে এবং সে তার বোনের বাসায় থাকবে। তার পরের দিন ফ্লাইটে বিদেশ চলে যাবে। কিন্তু সে ভাবল যে না, আমি গ্রাম থেকেই সকাল বেলা রওনা দিব। বিকেলে ফ্লাইটে সে ধরবে। সবাই তাকে বলেছিল এত রিক্স নেওয়ার দরকার নেই। রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে। তুই আগেই চলে যা। সে তখন সময়ের মূল্য না দিয়ে পরের দিন যেতে চাইলো। সেদিন কিন্তু সে বাড়িতে বসে থাকলো। পরের দিন যখন সেই রাস্তায় বের হলো রাস্তায় দুর্ঘটনা হওয়ার কারণে, একটা এক্সিডেন্ট হওয়ার কারণে গাড়ি যেতে অনেক লেট করল। সময় মতো সেই এয়ারপোর্টে পৌঁছাতে পারলো না। যার কারণে এত আশা করে বিদেশ যাওয়ার জন্য সকল কাজ করেছিলো, কিন্তু সময়ের সঠিক ব্যবহার না করার কারণে, সময়কে অবহেলা করার কারণে, সে যেন তার ফ্লাইটাই মিস করে ফেললো।
21-11-2024
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/rayhan111s/status/1859554639777235448?t=ehPFuOcMaQTHyajwTdQn1g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit