💗আমার বাংলা ব্লগ 🤲 আমার জীবনের আসল সুপার-হিরো🥇[10℅ shy-fox ]🙏

in hive-129948 •  3 years ago 
আসসালামু-আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বট গাছের ছায়ার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকার নাম বাবা।বাবা মানে হাজার কষ্ট বুকে রেখে সন্তানের সুখের কথা চিন্তা করা। বাবারা কখনও সন্তানকে কষ্ট বা দুঃখ পেতে না দেওয়া। হাজারো কষ্ট নিজের বুকের মধ্যে রেখে হাসিমুখে সন্তানের কাছে এসে বলে বাবা কেমন আছো, তোমার কিছু লাগবে নাকি। আসলে বাবারা কখনো কাঁদে না, বাবারা সবসময় হাসি মুখে সন্তানের কান্না থামিয়ে দেয়।বাবারা শত কষ্টর মাধ্যমে সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই ঝড়-বৃষ্টি তুফান তার মাথার উপর দিয়ে যাচ্ছে, সন্তানের মুখে দু'বেলা দু'মুঠো ভাত এবং সন্তানকে সুখে রাখার জন্য। বাবার সাথে যদি আমরা কখনও পথ চলি,আর তখন যদি বৃষ্টি নামে, তখন বাবা নিজের পরনের জামা খুলে সন্তানের মাথার উপর দিয়ে বলে বাবা তুমি ভিজে যাচ্ছে, কিন্তু নিজেদের ভিজে যাচ্ছে সে কথা তার মাথায় আসে না।বাবার যেন কোনো অসুখ হবে না, জ্বর হবে না, ঠান্ডা হবে না, সন্তানকে নিয়ে তার ভাবনা,এই বৃষ্টিতে ভিজে যদি সন্তানের জ্বর আসে, চিন্তাভাবনা এরকম ভালোবাসা পৃথিবীর আর কোথাও নেই। বাবারা হলো সুপারহিরো, প্রতিটা সন্তানের কাছে একজন বাবা সবসময় আসল হিরো হয়ে থাকে, আর এই হিরোকে আমরা কখনোই বুঝি না। আমরা ঠিকই বুঝি যখন আমরা নিজেরা বাবা হই। তখন সন্তানের প্রতি কতটা ভালোবাসা সেই বাবার অনুভূতিটা তখন আমরা কল্পনা করতে পারি।


father-and-son-g9db56094f_1920.jpg

source
বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনের সুপারহিরোকে নিয়ে আপনাদের সাথে গল্প করতে আসলাম। হ্যাঁ বন্ধুরা আমার সুপার হিরো আমার বাবা, আর এই বাবাকে নিয়ে আমি যে কথাটা বলব সেটা বলতে সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে,আমার দু চোখ দিয়ে জানো পানি বয়ে পরছে।ঘটনাটি ঘটেছে দুইদিন আগে, গত সোমবারে আমি বাড়িতে খুবই কম থাকি। এবার ঈদে বাড়িতে এসেছি, তবে বাড়িতে এসে দেখি আমাদের ধানের ফসলের জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে। তাই দুইদিন দেরি করলাম। যে বাবাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু বাবা-মা আমাকে ধানের কোন কাজে করতে দেয় না। কারণ তারা জানে তাদের সন্তান শহরে থাকে ধানের কাজ করতে পারবে না। ধানের কাজে অনেক কষ্ট। আসলে ধানের কাজ অনেক কষ্ট কারণের প্রচন্ড রোদের ভিতর কাজ করা খুবই কষ্টকর। তাই আমি কাজ করি না, আমি ছাতা মাথায় দিয়ে দেখাশুনা করি। কিন্তু গত সোমবারে প্রচন্ড বৃষ্টি নামে আর এই বৃষ্টির মধ্যে আমাদের ধান কাটা শুরু হয়।


প্রচন্ড এই বৃষ্টির মধ্যে বাবা ধান কাটতে ছিল এবং সাথে আরও কয়েকজন ছিল। কিন্তু আমি বাড়ি থেকে গিয়ে বাবাকে বললাম বাবা এত বৃষ্টির মধ্যে ভেজা যাবে না। আপনার জ্বর আসবে, চলুন চলুন বাড়িতে চলিন। কিন্তু বাবা আমাকে বলল তুমি কেন এখানে এসেছ, বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছ।বাবা যে বৃষ্টির পানিতে ভিজে কাজ করছে এটা ভাবছে না। সে আমাকে নিয়ে চিন্তা। যে আমি কেন বৃষ্টিতে ডাকতে এসেছি। বাবা মাথার উপর দিয়ে বৃষ্টি যাচ্ছে সে ভাবছে না। আমি বললাম আমার কথা ভাবতে হবে না আপনি তাড়াতাড়ি চলেন, সে আমাকে বলল যে না আমার কিছু হবে না। তুমি চলে যাও তাড়াতাড়ি চলে যাবে এই বলে তার মাথার গামছাটা খুলে আমার মাথার উপর দিয়ে বলল। বৃষ্টির পানি তোমার মাথার উপর পরছে,তুমি চলে যাও চলে যাও নিজের কথা চিন্তা করলো না। আমাকে নিয়ে ভাবনা,আমি চলে আসলাম,তবে বাবাকে নিয়ে আমি চলে আসলাম। কিন্তু এত সময়ের মধ্যে বাবা অনেক বৃষ্টিতে ভিজে গিয়েছিল।


hands-gb4373f7c0_1920.jpg

source

সারাদিন প্রচন্ড রোদে কাজ করেছে এবং বিকেল বেলা বৃষ্টির পানিতে ভিজেছে, আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো জ্বর আসবে, কিন্তু এই ভাবনাটা যে সত্যি হল। সেটা বুঝতেই পারলাম না, রাত থেকে প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর এবং কাশি এত জ্বর যা বলার মতো না। আমি ওষুধ দিলাম ওষুধ খেয়ে কমতে ছিল না। আমার চোখে আর ঘুম নেই।বাবার এতো জ্বর আগে আমি দেখিনি। আমি বাবার পাশে বসে থেকে ওষুধ দিলাম। রাত দুটার দিকে জ্বর একটু কমলো। তখন বাবা ঘুমিয়ে গেল। তখন আমার একটু ভালো লাগলো। সকালবেলা দেখি বাবার জ্বর একটু কমেছে। তবে মাথাব্যথা এবং শরীর খুবই দুর্বল মাথা। যেন বিছানা থেকে উঠতে পারছিল না। এদিকে আমাদের ফসলের জমিতে ধান গুলো বৃষ্টির কারণে রেখে দেয়া হয়েছে। এই ধানগুলো যদি আজকে না নেয়া হয়। তাহলে ধানগুলো একদম নষ্ট হয়ে যাবে।


বাবা বারবার চিন্তা করছিল যে ধানগুলো বাড়িকে আর নিয়ে আসা হলো না। টেনশন করতে ছিল।কিন্তু আমি বললাম বাবা আমি তো আছি আমি চেষ্টা করে দেখব আমি কিছু করতে পারি কিনা। বাবা বলল তুমি পারবা না। তারপরও আমি বললাম দেখি বাবা এত কষ্ট করে আমাদের জন্য আমরা তো এখন বড় হয়েছি দেখে আমি পারি কিনা। তাই আমি আরো দুজনকে নিয়ে ধানের জমিতে গেলাম। সেখানে গিয়ে আমি কাজ করতে লাগলাম। প্রচন্ড রোদে এত কষ্ট করে ধানের কাজ করতে হয়, সত্যিই আমি কখনোই বুঝতে পারিনি। আসলে নিজে যখন কষ্ট করা হয় তখন ঠিকই বোঝা যায় সে কাজের কতটা গুরুত্ব এবং কতটা পরিশ্রম। আজকে আমি মাত্র তিন ঘন্টা কাজ করে হাঁপিয়ে উঠেছি। আমি এই কাজ করতে পারছিনা। আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আর বাবা কি ভাবে দিনের পর দিন বছরের পর বছর এত কষ্ট করছে।এই ধানের ফসলের জমিতে কাজ করা এত কষ্ট, আজ আমি ঠিকই বুঝতে পারলাম। আসলে বাবা এত কষ্ট করে, কখনোই বলে না। যে বাবা তোর জন্য আমি এত কষ্ট করেছি। আজ কাজ করতে গিয়ে আমি বাবার কথা চিন্তা করলাম, আমার চোখ দিয়ে পানি পরতে লাগলো।বাবা এতটা বছর আমাদের জন্য এত কষ্ট করেছে আর আমরা সেই কষ্ট বুঝার চেষ্টা করিনি। আসলে প্রতিটা সন্তানের কাছে বাবা সুপারহিরো, শত কষ্ট করে শুধু সন্তানকে সুখে রাখার জন্য।

baby-g4e5859f7c_1920.jpg

source
শুধু আমার বাবা না, প্রত্যেক বাবাই তার প্রতিটা সন্তানের কাছে সুপারহিরো। কোন বাবা তার সন্তানকে কষ্ট দিতে চাইনা। তার সন্তানকে সুখে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আসলে বাবা মানে শত কষ্ট মাথায় রেখে সন্তানের সুখের কথা চিন্তা করা। আসলেই প্রতিটা মানুষের সুপারহিরো তার বাবা। আর বাবাকে প্রতিটা সন্তানের উচিত সম্মান করা।কখনই তাদেরকে ছোট করা যাবে না, আজকে আমি ঠিকই বুঝতে পেরেছি, আসলে আমাদের প্রত্যেকেরই উচিত বাবাকে সম্মান করা এবং ভালোবাসা। তাদের কাজের প্রতি সম্মান জানানোর। তাই আমি আপনাদের কাছে দোয়া চায়। আমার জীবনের সুপারহিরো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আমি যেন তাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।🙏🤲🙏।

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার গল্পটা পড়ে খুবই খারাপ লাগছে। এখানে অস্বীকার করার মতো কোনো শব্দ নেই। আসলে বাবার মতো চুপারহিরো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নেই। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য একটি বটগাছ। বটগাছ যেমন চারপাশ ছায়া দিয়ে রাখে তেমনি একজন বাবা তার সন্তানকে সব সময় আগলে রাখে। আপনার লেখনী পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি লেখনী উপস্থাপন করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি বাবায় একটি হিরো। তারা সিনেমার হিরোর না। তারা বাস্তবিক হিরো। আপনার পোষ্টটি পড়ে আমার চোখে পানি চলে আসছে। বাবারা অনেক কষ্ট সহ্য করে তারপরও সন্তানকে বুঝতে দেয় না। যে তারা অনেক কষ্টে আছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

আপনি ঠিকই বলেছেন বাবা মানে মাথার উপর ছায়া। বাবা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সুপার হিরো। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো কারণ আপনি তপ্ত রোদের মধ্যে মাঠে ফসল কেটেছেন এবং গড়ে তুলেছেন। এই ফসল কাটার মধ্য দিয়ে আপনি আপনার বাবার কষ্ট একটু হলেও বুঝতে পেরেছেন যে ফসল করতে ঘরে তুলতে তারা কত পরিশ্রম করে। এত সুন্দর ভাবে সমস্ত বিষয় গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশাকরছি বাবার প্রতি আপনার এই ভালোবাসা অব্যাহত থাকবে।

বাবাদের কোন তুলনা হয় না।আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

দারুন একটা পোস্ট করেছেন ভাই ♥️
আপনার পোস্টটি হৃদয় দিয়ে অনুভব করলাম।
বাবা মানে বটবৃক্ষ যা রোদ বৃষ্টি আর ঝড় সবকিছু থেকে আমাদের বাঁচিয়ে জীবনে সামনে এগিয়ে নেয়।
সত্যিই সুপার হিরো একমাত্র বাবা।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ