ব্যর্থ প্রেম- সুনীল গঙ্গোপাধ্যায় || কবিতা আবৃত্তি || @rayhan111📔//🌹[10% shy-fox]💗

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ব্যর্থ প্রেম কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পর্কে📔
আমাদের সবার প্রিয় @blacks দাদা গত সপ্তাহের মতো এর সপ্তাহেও সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ-প্রেম কবিতাটি আবৃত্তি করার প্রতিযোগিতার আয়োজন করেছে। আসলে গত সপ্তাহেও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল, কিন্তু আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব করব বলে সাহস হয়ে ওঠেনি। কিন্তু এবার সাহস করে অংশগ্রহণ করলাম।জানিনা আমার আবৃতি আপনাদের কেমন লাগবে। তবে আমি আমার সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আসলে ব্যাকগ্রাউন্ড নানারকম সাউন্ড এর কারণে অনেকবার রেকর্ড করতে গিয়েও ব্যর্থ হয়েছি। তবুও হাল ছাড়িনি। বার বার চেষ্টা করেও অবশেষে রেকর্ড করতে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আমার কবিতা আবৃত্তি আপনাদের একটু হলেও ভালো লাগবে।


IMG_20220425_111503.jpg

ব্যর্থ প্রেম – কবিতা আবৃত্তি

ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

আবৃত্তি কভার : @rayhan111🎶ব্যাকগ্রাউন্ড মিউজিক: সংগৃহীত🎶🎙️ছবি গুলো pixabay থেকে নিয়ে XRecorder apps দিয়ে Edit করে নিয়েছি
কবিতার মূল ভাব🎙️📔
ভালোবাসা মহামূল্যবান। ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার অনুপ্রেরণা পাওয়া যায়। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার যে শান্তি এই শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তো ভালোবাসার মানুষকে ঘিরে হাজার চাওয়া, পাওয়া থাকে। ভালবাসার মানুষকে নিয়ে শুধু যুগ যুগ ধরে বেঁচে থাকতে ইচ্ছা করে। মরণের পরেও ভালোবাসার মানুষ হৃদয়ে সারাজীবন রয়ে যায়। আর সেই ভালোবাসার যদি ব্যর্থ হয় তাহলে মানুষের কষ্টের সীমা থাকে না। আসলে মানুষ হৃদয় দিয়ে ভালবাসে, কোন দৈহিক সৌন্দর্য দিয়ে নয়। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা হয়। আর এই ভালোবাসা এমনি এসনি তৈরি হয় না।প্রিয়ও মানুষ প্রতি গভীর মায়া এবং প্রেম থেকেই ভালবাসার জন্ম হয়। ভালোবাসা সবার প্রতি জন্মায় না। শুধু প্রিয় মানুষটিকে ঘিরেই এই ভালবাসার জন্ম হয়।


প্রিয় মানুষটির জন্য হৃদয়ের গভীর থেকে ভালবাসার জন্ম হয়। আর সেই প্রিয় মানুষটি যখন স্বার্থের জন্য ভালোবাসে, যখন তাঁর মধ্যে ভালবাসার প্রতি স্বার্থ লুকিয়ে থাকে। তখন সেই ভালোবাসা খুবই কষ্ট দেয়। আসলে সার্থক মানুষেরা শুধু নিজেরটাই ভাবে, নিজের স্বার্থের জন্য অন্যের ভালবাসার প্রতি কোনো মূল্য দেয় না।ব্যর্থ প্রেম খুবই কষ্টের, প্রিয় মানুষটিকে হারিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। তারপরেও ব্যর্থ প্রেম আমাদের অনেক কিছুর শিক্ষা দিয়ে থাকে। নতুন করে জীবন পরিচালনা করার শিক্ষা পেয়ে থাকি, আসলে প্রতিটি ব্যর্থ প্রেমই আমাদের নতুন কিছুর শিক্ষা দিয়ে যায়।


যখন প্রিয় মানুষটি স্বার্থের কারণে ছেড়ে চলে যায়, তখন পৃথিবীর অন্য সকলকে আপন মনে হয়।হাসির ছলে কষ্ট গুলো বুকের মধ্যে চাপিয়ে রাখতে হয়, কারণ জীবনের পথ এখানেই থেমে থাকবে না। আগামী পথগুলো চলতে হবে, তাই অন্য কাউকে কষ্ট না দেওয়া এবং নিজের কষ্ট নিজের মধ্যে চাপিয়ে রেখে আগামী পথগুলো চলতে হবে।আসলে ব্যর্থ প্রেম কবিকে প্রথম দিকে অনেক কষ্টের কারণে হতাশা করেছিল, কিন্তু আস্তে আস্তে এই হতাশা কাটিয়ে আগামী পথ চলার অনুপ্রেরণা যুগিয়েছে। আসলে ব্যর্থ-প্রেম এরকমই। ব্যর্থ-প্রেম আমাদের নতুন কিছু শিক্ষা দেয়। আর সেই ব্যর্থ প্রেম কষ্ট কাটিয়ে আগামী পথ চলার অনুপ্রেরণা তৈরি করতে হবে।

banner-abbVD-2.png

আসলে মতামত ছিল নিজস্ব, তাই ভুল, ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,🙏🙏🙏

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা ব্যর্থ-প্রেম কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে খুবই ভালো লাগছে। আপনার কন্ঠটা খুবই মিষ্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতাটি আবৃতি করে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে আমার কবিতা আবৃত্তি ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগছে এবং আপনি খুবই সুন্দরভাবে আমাকে উৎসাহিত করেছেন। আমার কণ্ঠটি আপনার কাছে ভাল লেগেছে জেনে, আমার খুবই ভালো লাগছে।

  ·  3 years ago (edited)

কবিতাটিতে অংশগ্রহণ করলাম না। আপনি তো দেখি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেকেরই দেখলাম সুন্দর সুন্দর হয়েছে কবিতাটি পাঠ করে ভিডিও বানিয়ে ছেড়েছে। যাইহোক আপনার কন্ঠ খুব সুন্দর হয়েছে।

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏

  ·  3 years ago (edited)

ভাইয়া অসাধারন ভাবে কবিতা আবৃত্তি করেছেন আপনি। আপনার কবিতা আবৃত্তি শুনে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার মূলভাবটি ও আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আসলে আপু কবিতা আবৃত্তি প্রথম চেষ্টা করলাম।আমার আবৃত্তি আপনার শুনে ভালো লেগেছে জেনে আমার খুবি ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ।

ভাই আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন শুনে খুবই আনন্দিত হলাম। অসাধারণ কণ্ঠ ভাইয়া আপনার। আর এই অসাধারণ কণ্ঠ দিয়ে অসাধারন একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার কাছে আমার কন্ঠ ভালো লেগেছে জেনে আমি খুবি খুশি। আসলে ভাই কবিতা আবৃত্তি প্রথম করলাম,আপনাদের ভালো লেগেছে জেনে সার্থক মনে হচ্ছে নিজেকে।

ভাই আপনার কন্ঠে কবিতাটা শুনতে খুবই অসাধারণ লেগেছে। আপনি যে এত সুন্দর কবিতা আবৃতি করতে পারেন তা আমার আগে জানা ছিল না। এভাবে মাঝে মাঝে বিভিন্ন কবিতা আমাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ‌‌এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো

আসলে ভাইয়া কবিতা আবৃত্তি খুব খুব একটা করা হয় না। তবে আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। পরবর্তীতে আরো আবৃত্তি করবে ইনশাল্লাহ।

অসাধারন আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো হয়েছে আপনার আবৃত্তি। আশা করি ব্ল্যাকস দাদা অনেক পছন্দ করবেন। বেষ্ট হয়েছে । মূলভাব অনেক সুন্দর করে লিখেছেন আপনি।

আসলে ভাইয়া আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি।মূল ভাবটি আমার নিজের মতামত দিয়েছি, যাইহোক আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট দাদার আয়োজিত এবারের কবিতা আবৃত্তির টপিক এর মূলভাব টা বেশ দারুণভাবে উপস্থাপন করেছেন ভাই। আর সত্যিই সাউন্ড এর কারণে আবৃত্তি রেকর্ডিং এ একটু ঝামেলায় পরতে হয়। তবে আপনার আবৃত্তি খুবই ভালো ছিলো ভাই।
শুভকামনা রইলো আপনার জন্য।

আসলে ভাইয়া সাউন্ড এর কারণে আবৃত্তি করতে অনেক সমস্যা হয়। আর আমার কবিতা আবৃত্তির মূল ভাবটি আপনার কাছে বেশি ভাল লেগেছে জেনে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনিতো খুব সুন্দর ভাবে ব্ল্যাকস দাদার আয়োজিত কবিতাটা আবৃত্তি করে ফেললেন। আমি তো আপনার কবিতাটা শুনলাম। দেখছি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। সাউন্ড এর কারনে ঝামেলায় পড়লে ও শেষমেশ হাল ছাড়েননি দেখে ভালো লাগলো। এভাবে সব কাজ কে জয় করতে হবে। কবিতার মূলভাব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে আপু আমার চেষ্টা ছিল, যে আমি সফল হব তাই হয়তোবা শেষমেষ সাউন্ডের সমস্যা কাটিয়ে কবিতাটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। কবিতাটির মূলভাব আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই অসাধারণ খুব সুন্দর হয়েছে। আপনার কন্ঠ অনেক সুন্দর।আপনি খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন ।আমার ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি।আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে কবিতা আবৃত্তি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আমার কন্ঠে কবিতা আবৃত্তি আপনার ভালো লাগেছে জেনে খুবি ভালো লাগছে। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু🌹

বাহ্ ভাইয়া! ছোট দাদার আয়োজিত এবারের কবিতা আবৃত্তির টপিক এর মূলভাব আপনি খুবই সুন্দরভাবে আপনার কবিতা আবৃত্তিতে ফুটিয়ে তুলেছেন। আপনি খুবই সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন যেন মনে হচ্ছে কবিতাটি বারবার শুনে যায়। এছাড়াও কবিতার ব্যাকগ্রাউন্ড মিউজিক এ আপনি খুবই শান্ত একটি মিউজিক এড করেছেন যা কবিতার সাথে শুনতে খুবই ভালো লাগছে। এককথায় দুর্দান্ত হয়েছে ভাইয়া কবিতা আবৃতি। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে আমার কবিতা আবৃত্তি ভালোলেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত। আমাকে এখন সার্থক মনে হচ্ছে। আসলে কবিতার মূল ভাবটি আমি আমার নিজস্ব ভাবে প্রকাশ করেছি, যাইহোক আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

সত্যি ব্ল‍্যাকস দাদা এমন এমন কবিতা আমাদের মাঝে উপহার দিচ্ছে এককথায় অসাধারণ। সুনিল গঙ্গোপাধ্যায়ের এই কবিতা টা অসাধারণ।দারুন আবৃত্তি করেছেন। আশাকরি ভালো একটা অবস্থানে যাবেন। আপনার জন্য শুভকামনা।।

আমার কবিতা আবৃতি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আমি খুবই আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করার জন্য।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আবৃত্তি অনেক ভালো হয়েছে। কবিতার মূলভাব খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার মূল ভাবটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত এবং কবিতার মূল ভাবটি আপনার কাছে আরো বেশি ভালো লেগেছে জেনে সত্যি আমার অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।

সত্যিই অসাধারণ আবৃত্তি হয়েছে আপনার শুনে মুগ্ধ হলাম।তাছাড়া কবিতার মূলভাব খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন।যা আমার কাছে সত্যি ভাল লেগেছে।শুভকামনা আপনার জন্য♥♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার কবিতা আমার খুবই ভালো লাগে,আর কবিতা আবৃত্তিও। সেখান থেকে আমার ক্ষুদ্র চেষ্টা, যাক আমার আবৃতি আপনার ভালো লেগেছে জেনে আমি সার্থক মনে করছি এবং মূল ভাবটি আরো বেশি ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার যে শান্তি এই শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না।

আপনার এই কথাটি আমার খুব ভালো লেগেছে। আমি আপনার সাথে সহমত পোষণ করছি। ভালোবাসার মানুষ টিকে ছাড়া বেচে থাক খুব কষ্টের।

আপনার কন্ঠে এই কবিতা আবৃত্তি আমার কাছে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত। আসলে কবিতার মূল ভাবটি আমি আমার নিজস্ব ভাব প্রকাশ করেছি। প্রিয় মানুষটিকে নিয়ে বেঁচে থাকার মধ্যে অনেক শান্তি রয়েছে।আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এসব ব্যাপারে আমার ধারণা খুবই কম। তারপরও যতটুকু শুনলাম ভালই হয়েছে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ প্রেমের কবিতা টি কভার করেছেন। আপনার কন্ঠে এই কবিতাটি শুনে খুবই ভালো লাগলো আপনি যে এত সুন্দর কবিতা আবৃত্তি করেন সেটা আমি সত্যিই জানতাম না। চমৎকার উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার আবৃত্তি করা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত। আপনি খুবই সুন্দরভাবে আমাকে উৎসাহিত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার আবৃত্তি মনে হয় আজকেই প্রথম শুনলাম।খুব ভালো ছিল আবৃত্তি টি।সাবলীল উচ্চারণে আর আবেগী কন্ঠে খুব ভালো লাগছে আবৃত্তি টি শুনতে।

ব্যর্থ প্রেম কবিতাটি আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। সত্যি খুবই দুর্দান্ত ভাবে আমাদের মাঝে আবৃতি করেছেন। মিষ্টি কন্ঠে কবিতা টি শুনতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। এত অসাধারণ কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।