[প্রসঙ্গঃ বন্ধুদের সাথে চিকেন বিরিয়ানি খাওয়ার আনন্দতা // ১০% পে-আউট @shy-fox]

in hive-129948 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, বন্ধুদের সাথে চিকেন বিরিয়ানি খাওয়ার আনন্দতা। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220224_000636.jpg


IMG20220221181243.jpg

আজকের দিনটা আমার কাছে অনেক আনন্দের দিন কারণ, আজ আমার এক বন্ধুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে বাইরে কোথাও খাওয়ার কথা চিন্তা করলাম । সকলে মিলে বুদ্ধি পরামর্শ করে ঠিক করলাম যে সবাই মিলে চিকেন বিরিয়ানি খেতে যাব। আমরা গেলাম দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা বিরিয়ানী হাউস এ। সেখানে গিয়ে সকলে মিলে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি। এর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে এলো গরম ও সুস্বাদু চিকেন বিরিয়ানি।

IMG20220221175052.jpg

IMG20220221174900.jpg

এরপর আমরা সকলে মিলে অনেক তৃপ্তি সহকারে চিকেন বিরিয়ানির স্বাদ গ্রহণ করলাম। সকলে মিলে মন ভরে বিরিয়ানি খেলাম। এরপর আমরা খেলাম চা খেতে। চা খেতে গেলাম পাশের একটি চায়ের দোকানে। চায়ের দোকান টি কেবলমাত্র সুস্বাদু রং চা দুধ চা এর জন্য বিখ্যাত। সকলে মিলে তৃপ্তি সহকারে চা খেলাম। এরপর সকলে মিলে একটু ঘোরাঘুরি করলাম। অনেকদিন পর সকলে মিলে বাইরে কোথাও একসাথে জড়ো হয়ে গল্প-আড্ডা হাসি ঠাট্টা করলাম। এতে করে সকলের সাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করলাম।

IMG20220221181231.jpg

IMG20220221175007.jpg

অনেকদিন তেমন বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়া হয় না। এরই সুবাদে সকলের সাথে অনেকদিন পর দেখা হল। আজকাল আমরা সবাই অনলাইনে গল্পগুজব আড্ডা দিতে বেশি স্বস্তি বোধ করি। বাইরে বেরোনোর সময় কার কোথায়। এরই মাঝে সকলের সাথে সময় কাটাতে পেরে মন অনেক ভাল হয়ে গেল এবং সকলের সাথে সময়টাও অনেক ভালো কাটলো। ‌

IMG20220221174743.jpg

IMG20220221174816.jpg

আমাদের বাইরে ঘোরাঘুরি করা শরীর ও মনের জন্য খুবই উপকারী। কারণ বাসায় শুয়ে বসে থাকলে শরীর খারাপ হতে শুরু করে এর জন্য মাঝে মাঝে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা গল্পগুজব সময় কাটানোর বিকল্প নেই। জ্ঞানী মনীষীদের ভাষায় বলা রয়েছে একটা ভালো বন্ধু একটা পুরো লাইব্রেরির সমান। বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতে পেরে অনেক ভালো লাগছে। সকালের এই আমাদের উচিত কৃত্রিম জীবন যাপন বাদ দিয়ে বন্ধু-বান্ধবদের সাথে বেশি বেশি সময় কাটানো গল্পগুজব করা আনন্দ-উল্লাস করা এ ভাবেই সম্ভব সমাজ ও নিজের ভালো থাকা।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে এক সাথে বিরানি খাওয়ার আনন্দই অন্যরকম। বন্ধুবান্ধবের সাথে খুব আনন্দের সাথে জন্মদিন পালন করেছেন। আসলে বন্ধুদের সাথে থাকলে সমায় যে কোথা থেকে যায় বুঝাই যায় না
যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

বন্ধু মানেই তো একসাথে খাওয়া ঘোরাঘুরি উল্লাস। বন্ধু একসাথে থাকলে আর কি লাগে।কিভাবে যে সময় কেটে টের পাওয়া যায় না।ভালো লাগলো আপনার বন্ধুর জন্মদিন কাটানোর কথাগুলো পরতে।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন।

বন্ধুদের সাথে কাটানো মুহুর্তগুলো দারুন রোমাঞ্চকর হয়ে থাকে।জন্মদিনের এমন আয়োজন ছিলো দারুন উপভোগের।চিকেন বিরিয়ানি অনেক মজাদার হয় তবে এটি সচারাচর আমার খাওয়া হয়ে উঠে না।খাসির কাচ্চি আমার প্রিয়। মাঝেমধ্যেই ট্রিটের ব্যাপার হলে খান্দানীভাবেই এটা খাওয়া হয়। তবে,চিকেন বিরিয়ানি থেকে শুরু করে রুমে যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আপনি অসম্ভব সুন্দর সময় কাটিয়েছেন।এমন আনন্দঘন মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আমন্ত্রণ ও ভালবাসা রইলো।

দীর্ঘদিন পোস্ট বন্ধ রাখার কারণে আপনার আইডি থেকে নিউ মেম্বার ট্যাগ তুলে নেওয়া হয়েছে। যদি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে চান তাহলে টিকেট কেটে আপনার সমস্যার কথা উল্লেখ করবেন। ধন্যবাদ আপনাকে।