[প্রসঙ্গঃ সন্ধ্যার নাস্তা হিসেবে মুড়ি মাখা তৈরির রেসিপি।//১০% পে-আউটShy-fox]

in hive-129948 •  3 years ago  (edited)

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, সন্ধ্যার নাস্তা হিসেবে মুড়ি মাখা তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG20220220214043.jpg



উপকরণ

IMG20220220210349.jpg

IMG20220220210153.jpg

IMG20220220210247.jpg

IMG20220220210313.jpg

IMG20220220210427.jpg
১. মুড়ি।
২. মরিচ, পেঁয়াজ, ধনেপাতা ও শসা।
৩. চানাচুর, ম্যাগি মসলা।
৪. সরিষার তেল।


ধাপ ০১

IMG20220220211147.jpg
প্রথমে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলাম।


ধাপ ০২

IMG20220220211444.jpg
এরপর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিলাম।


ধাপ ০৩

IMG20220220212048.jpg

এরপর শসা কুচি কুচি করে কেটে নিলাম।


ধাপ ০৪

IMG20220220212646.jpg

এরপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম।


ধাপ ০৫

IMG20220220212859.jpg
এরপর বাদাম নিলাম।


ধাপ ০৬

IMG20220220213037.jpg
এরপর এক প্যাকেট চানাচুর নিয়ে নিলাম।


ধাপ ০৭

IMG20220220213100.jpg
এরপর কেটে নেওয়া জিনিসগুলো একটি পাত্রে নিয়ে নিলাম।


ধাপ ০৮

IMG20220220213215.jpg
এরপর সবকিছুর উপর এক প্যাকেট ম্যাগি মসলা ছিটিয়ে দিলাম।


ধাপ ০৯

IMG20220220213445.jpg
এরপর সবকিছু সুন্দরভাবে মেখে নিলাম।


ধাপ ১০

IMG20220220213642.jpg
এরপর সেগুলোর উপর মুড়ি দিয়ে দিলাম।


ধাপ ১১

IMG20220220214034.jpg
এরপর মুড়ি গুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল সুস্বাদু সন্ধ্যার নাস্তা মুড়ি মাখা।


ধাপ ১২

IMG20220220214601.jpg
এরপর সব বন্ধুরা মিলে একটা সেলফি নিয়ে নিলাম এবং মজা করে সুস্বাদু মুরি মাখার প্রবাদ নিলাম।


আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগএর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!