হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কয়েকদিন যাবত বৃষ্টি হওয়াতে পরিবেশ এখন অনেকটাই ঠান্ডা রয়েছে। আর এমন ঠান্ডা পরিবেশ সত্যি দারুণ হয়ে থাকে। আজ শুক্রবার ছিলো। বৃষ্টি হবে ভেবে ভার্সিটি যাইনি আর। তবে ভার্সিটি না যেয়ে তেমন একটা ভালো হয়না। সারাদিন বাসায়ই ছিলাম বলতে গেলে। শুধু বিকেল এর দিকে বের হয়েছিলাম একটু। তো আজ আবার হাজির হলাম কবিতা আবৃত্তি নিয়ে। অনেক অনেক দিন পর এই কবিতা আবৃত্তি। জানিনা কেমন লাগবে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। আসলে কোনো জিনিশ না পেরেও সেটা বার বার চেষ্টা করে যেতে কিন্তু দারুণই লাগে। আজ আপনাদের যে কবিটাটি শোনাবো সেটি একটু হাসিরই কবিতা বলা চলে। কবিতার নাম একুশে আইন। কবি সুকুমার রায় তার এই কবিতায় কোনো এক সময় এর কিছু গ্রাম্য আইন তুলে ধরেছেন। সেগুলো সত্য কিনা জানিনা। তবে শুনলে হাসি পাবে। কি আজব আজব আইন। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
শিবঠাকুরের আপন দেশে,
আইন কানুন সর্বনেশে!
কেউ যদি যায় পিছলে প'ড়ে,
প্যায়দা এসে পাক্ড়ে ধরে,
কাজির কাছে হয় বিচার-
একুশ টাকা দন্ড তার।।
সেথায় সন্ধে ছটার আগে
হাঁচতে হলে টিকিট লাগে
হাঁচলে পরে বিন্ টিকিটে
দম্দমাদম্ লাগায় পিঠে,
কোটাল এসে নস্যি ঝাড়ে-
একুশ দফা হাচিয়ে মারে।।
কারুর যদি দাতটি নড়ে,
চার্টি টাকা মাশুল ধরে ,
কারুর যদি গোঁফ গজায়,
একশো আনা ট্যাক্সো চায়-
খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,
সেলাম ঠোকায় একুশ বার।।
চলতে গিয়ে কেউ যদি চায়
এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,
রাজার কাছে খবর ছোটে,
পল্টনেরা লাফিয়ে ওঠে,
দুপুরে রোদে ঘামিয়ে তায়-
একুশ হাতা জল গেলায়।।
যে সব লোকে পদ্য লেখে,
তাদের ধরে খাঁচায় রেখে,
কানের কাছে নানান্ সুরে
নামতা শোনায় একশো উড়ে,
সামনে রেখে মুদীর খাতা-
হিসেব কষায় একুশ পাতা।।
হঠাৎ সেথায় রাত দুপুরে
নাক ডাকালে ঘুমের ঘোরে,
অম্নি তেড়ে মাথায় ঘষে,
গোবর গুলে বেলের কষে,
একুশটি পাক ঘুরিয়ে তাকে-
একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে।।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি সুকুমার রায়ের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি শুনে খুব ভালো লেগেছে। কবিতাটি যেমন সুন্দর তেমনি সুন্দর আপনার আবৃত্তি। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুকুমার রায়ের কবিতা গুলো ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুকুমার রায়ের সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন আপনি। কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন কবিদের কবিতা আমি পড়েছি আবৃত্তি করেছি। কবিতার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনুভূতি খুঁজে পাওয়া যায় অনেক ধারণা পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছেও কবিতা আবৃত্তি ভালো লাগে খুব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুকুমার রায়ের এই কবিতা টা আগে পড়িনি। যদিও উনার কবিতা গুলো সর্বদা বেশ হাস্যরসাত্মক হয়ে থাকে। আপনি বেশ ভালো
আবৃত্তি করেন ভাই। কবিতা টা বেশ চমৎকার আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগল কবিতা টা শুনে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও পড়িনি ভাই। সেদিই প্রথম পড়ে ছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একুশে আইন কবিতাটি খুবই অসাধারণ। আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা বেশ দারুণ। এতো অসাধারণ কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বাস্তব বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit