হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। জীবন যেনো কিভাবে কেটে যাচ্ছে। ব্যস্ততা, দায়িত্ব সব কিছু মিলিয়ে যাচ্ছে তাই এক অবস্থা। একটু বিশ্রাম নেওয়ার জন্য যেনো সময়ই পাইনা। জীবনটা কেমন যেনো একটা এক ঘেয়েমি ধরনের হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ডিউটি। ডিউটি থেকে এসে আবার ঘুম। আবার ঘুম থেকে উঠে ডিউটি। এভাবেই চলে যাচ্ছে জীবন আমার। তো যাই হোক আজ একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম আবার। আশা করি ভালো লাগবে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। আপনাদের মাঝে অনেকেই কবিতা শুনতে চান। কিন্তু বাস্তবে সময় করে উঠতে পারিনা। অফিস আর ভার্সিটি মিলিয়ে আমার জন্য খুব কঠিন হয়ে যায় স্টিমিটে সময় দেওয়ার। তবুও চেষ্টা করি যেটুক সময় পাই আপনাদের সাথে থাকতে। তো আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে "ফিরিয়ে দাও অরণ্য আমার" এটি লিখেছেন কবি এ আর সিকদার। এই কবির ছদ্ম নামটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো। যা হলো মেঘদূত। কবিতাটি আগের দিনের সেই প্রকৃতি নিয়ে বলা হয়েছে। যা আমরা এখন আর সচারাচর দেখিনা। আজ সার্চ মেরে এটা সামনে পেলাম। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
শেষ কবে জোছনা দেখেছ মনে আছে?
মনে নেই জানি, আরও চারশো বছর আগে
জোছনাকে নির্মম ভাবে হত্যা করেছে নিয়ন আলো,
তাইতো আজ রাজপথে পথ হারায়না কোন বল্গা হরিণ!
সন্ধ্যা নামলেই সব বন্ধা গলিতে গাঁঢ় অন্ধকার,
সাপ আর সরীসৃপের পরিত্যাক্ত বর্ণীল খোলস
হিশশ হিশশ শব্দ তোলে খদ্দের দালালের দরদাম আপোষ
ভাড়ায় ভালোবাসা কেনে সুখি হয় শহরের সব অতৃপ্ত মানুষ!
প্রসাধন নকল করেছে গোলাপ চামেলি বকুল,
নিঃশ্বাসের বিষক্রিয়ায় ফুটেছে কি করুন ফুল,
শুধু মুখ গুঁজে নারী পুরুষের শরীরের ক্লান্তিকর ঘ্রান নয়-
শেষ কবে বুক ভরে তাজা ফুলের ঘ্রান নিয়েছ মনে আছে?
জোছনা রাতে হাস্নাহেনার মায়াময় ঘ্রান?
মনে নেই জানি, আরও চারশো বছর আগে
নাগরিক নর্দমার নালা বেয়ে চলে গিয়েছিল পূর্ণিমার চাঁদ
অতঃপর দুর্গন্ধময় জলাশয়ে ভেসে উঠেছিল গলিত লাশের মতো।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবিকার তাগিদে একটা সময় প্রতিটা মানুষের জীবন এক ঘেয়েমিতে পরিণত হয়ে যায়। একটা সময় নিজেকে খুব ক্লান্ত মনে হয়। তারপরও জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যাই হোক আপনি কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। আমার কাছে আপনার আবৃত্তি শুনতে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। যদিও এর আগে পড়া হয়নি তবে আপনার আবৃত্তি শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/razuahmed788/status/1866188347351474677
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। তবে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। কবিতা আবৃত্তি করতে ধৈর্য ও সাহস দুটোই লাগে।ফিরিয়ে দাও অরণ্য আমার কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit