হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। আমি ভালো আছি। তবে ভয়েও আছি। কালকের এক পোস্ট এ জানিয়েছিলাম আজ থেকে আমার মিডটার্ম পরীক্ষা। গত সেমিস্টারে বলেছিলাম যে এই সেমিস্টার থেকে ভালো করে পড়াশুনা করবো। কিন্তু তা আর হলো কই। তাই তো ভয়ে আছি এখনো। যাই হোক আজ আগে ভাগেচ অলে যেতে হবে ভার্সিটি। তাই এখনই পোস্ট করে ফেললাম। আমি ইভিনিং শিফট এ পড়ি। তাই পরীক্ষাও সন্ধ্যার পর হয়। যাক আজ হয়তো হ্যাং আউট মিস হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আরো একটি সংগ্রহশালা পোস্ট।
#১
মা দিবস উপলক্ষ্যে ডিজিটাল শুভেচ্ছা কার্ড অঙ্কন || ডিজিটাল আর্ট #58
সেদিন মা দিবস ছিলো। আর স্পেশাল ডে গুলোতে আমি স্পেশাল ছবি আকার চেস্টা করি। সেদিন ও তেমন চেস্টাই ছিলো আমার। তবে আমি মনে করি মা দিবস প্রতিটি দিন। শুধু একটা বিশেষ দিনের জন্যই যে থাকবে তা নয়। অনেক ভাবতে ভাবতে নেট থেকে ছবি দেখে ধারনা নিয়ে এই ছবিটি এঁকেছিলাম। মুরগি ও মুরগির বাচ্চাকে কেন্দ্র করে ছবিটি আঁকা। সাথে কিছু লাভ এর সাইন এঁকে দিয়েছিলাম।
#২
ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন || ডিজিটাল আর্ট #59
ডিস্কোর্ড এ আমার বাংলা ব্লগ এর সার্ভারের জেনারেল চ্যাট এ প্রায়ই একটি লাজুক খ্যাঁক এর এনিমেশন দেখা যায়। যেখানে সে মাথা নাড়ায়। তখন ভাবলাম এনিমেশন এর মতন করে একটা ছবি আঁকি। তারপর সে ভাবনা থেকেই এই ছবি খানা আঁকা। বসে ছিলাম ফটোশপ নিয়ে। তারপর ফটোশপ এর টুল গুল চালিয়ে তৈরি করে ফেললাম। সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে।
#৩
চাঁদনী রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #60
চাঁদনী রাতের দৃশ্য কার না ভালো লাগে। আমার ও প্রচন্ড ভালো লাগে এই দৃশ্য গুলো দেখলে। আমি মাঝে মধ্যেই চাঁদনী রাতের দৃশ্য আঁকি। সেদিন ও একটি থিম সেট করে নিয়েছিলাম মাথার মধ্যে। একটি মাটির টিলা থাকবে। যার উপর দিলাম ছোট ছোট ঘাস। পিছনে পুকুর এঁকে দিলাম। তাই দুইটি নারিকেল গাছ এঁকে দিলাম। আর পিছনের দিকে ছোট ছোট কিছু পাহাড় এঁকে দিয়েছিলাম। নীল রঙ এর থিম হওয়াতে ভালোই লাগছিলো।
#৪
পাহাড় ও সূর্যের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #61
আপনারা থর এর মুভি লাভ এন্ড থান্ডার দেখেছেন না? মার্ভেল এর মুভি ছিলো। সেখানে একটি দৃশ্যে থর এমন একটি যায়গায় বসেছিলো। তেমন করেই এই দৃশ্যটি বানানোর চেস্টা। একদম হুবহু বানাতে না পারলেও আমি সেই বাস্তব দৃশ্যের সাথে আমার আর্ট এর মধ্যে ৯০% ফুটিয়ে তুলেছিলাম।
#৫
ডিস্কোর্ড এনিমেশন এর আরো একটি লাজুক খ্যাঁক এর ছবি অঙ্কন || ডিজিটাল আর্ট #62
এটিও ডিস্কোর্ড এনিমেশন থেকেই করা হয়েছিলো। ডিস্কোর্ড এ যারা একটিভ থাকেন আমার বাংলা ব্লগ এ। তারা চিনেন। আগে যখন টেলিগ্রাম ছিলোনা তখন বেশির ভাগ মানুষ ডিস্কোর্ড এই চ্যাট করতো। তখন এই এনিমেশন গুলা প্রায়ই দেখতে পেতাম। এমন না যে এখন দেখা যায়না। এখনো দেখা যায় ঠিক মাঝে মধ্যে। তবে আগে একটু বেশি দেখা যেতো। তাই আমিও এঁকে ফেলেছিলাম। যথাসাধ্য চেস্টা করেছি তেমন করেই আঁকার।
তো এই ছিলো আমার আজকের সংগ্রহশালার ছবি। পরবর্তী কোনো এক পোস্ট এ আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন সবাই ।
পূর্ববর্তী পর্ব গুলো- পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৬, পর্ব-৮, পর্ব-৯,পর্ব-১০, পর্ব-১১।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
![New Project.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmcy6xrfUw52NFXmxqn8Q2TtwwGZHB9pwZUJZQcRrkJbZT/New%20Project.gif)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া ভাইয়া, বিশেষ করে ডিসকোডের লাজুক খ্যাকের চিত্র আর রাত্রিবেলার চিত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন সুন্দর ডিজিটাল আর্ট গুলো এক পোষ্টের মাধ্যমে আমাদেরকে দেখার ব্যবস্থা করে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিস্কোর্ড এর লাজুক খ্যাঁক কে দেখতে আমারো খুবই ভালো লাগে। তাই এঁকেছিলাম সেদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডিজিটাল অংকনগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দরভাবে ডিজিটাল অংকনগুলো আপনি করেছেন যা কিনা একটি দক্ষ হাত ছাড়া সম্ভব নয়।
পাহাড় আর সূর্যের দৃশ্য এবং চাঁদনী রাতের দৃশ্য গুলোর কথা আর কি বলবো এক কথায় অপূর্ব।ধন্যবাদ ভাই সুন্দর এই অংক গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবই আপনাদের দোয়াতে আপু। ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে পেরেছি আপনাদের সাপোর্ট এই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই দীর্ঘদিন স্টিমিটের বাইরে থাকায় আপনার পূর্বের আর্টগুলো দেখার সুযোগ হয়নি। এই রিভিউ পোস্ট এর মাধ্যমে আপনার বেশ কিছু ডিজিটাল আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা আর্টই অসাধারণ ছিল। এ ধরনের আর্ট গুলো যতই দেখি ততই চোখ ফেরানো যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিভিউ পোস্টের মাধ্যমে আপনার পূর্বের আর্ট গুলোকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit