হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বন্ধুর ভাই এর বিয়েতে যাওয়ার কারণে গত দুইদিন পোস্টই করতে পারিনি একদম। গতকাল রাতে বাসায় এসেছি রাত ১ টার দিকে। প্রায় ২৬০ কিমি রাস্তা বাইক রাইড করেছি তাও একদিনে। অবস্থা খুবই খারাপ। আজ সারাদিন ছুটি নিয়ে ঘুমিয়েছি। তাই রাতে এলাম কবিতা আবৃত্তি নিয়ে। অনেক অনেক দিন পর এই কবিতা আবৃত্তি। জানিনা কেমন লাগবে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। আপনাদের মাঝে অনেকেই কবিতা শুনতে চান। কিন্তু বাস্তবে সময় করে উঠতে পারিনা। আসলে আমার বর্তমানে অফিস আর ভার্সিটি জন্য সময় বের করা খুবই কষ্ট সাধ্য হয়ে উঠে। তবে আমি চেষ্টা করি সময় পেলেই স্টিমিট এ একটিভ হতে। যেটুক পারি আরকি। তো কাজি নজরুল ইসলাম এর এই কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু দারুন কবিতা আবৃত্তি করেন। আর অনেক সুন্দর করে কবিতার আবৃত্তি করে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করি আরকি। সুন্দর করে আবৃত্তি করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতার এই লাইনটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আহ কী চমৎকার কথা। কাজী নজরুল ইসলামের এই কবিতা টা আমার অনেক পছন্দের। শুনলে একেবারে গায়ের লোম দাঁড়িয়ে যায়। চমৎকার আবৃত্তি করেছেন কবিতা টা ভাই। খুবই চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই লাইনটা সত্যি দারুণ ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit