হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো সুলতান'স ডাইনে বন্ধুরা মিলে কাচ্চি খাওয়ার গল্প। সাথে সুলতান'স ডাইন এর খাসির কাচ্চির একটা ছোট রিভিউ দিবো।
https://w3w.co/arming.sunshine.acquaint
সুলতান'স ডাইনে যাওয়ার প্ল্যান বলতে গেলে আমাদের অনেক আগের থেকেই। বলতে গেলে গত ১ বছর ধরে প্ল্যান করে আসতেছি আর টাকা জমাই আসতেছি গ্রুপ ফান্ড এ। মানে আমরা বড় কোনো যায়গায় খাইতে গেলে একটু একটু করে আমাদের ফ্রেন্ড দের এক জন এর কাছে টাকা জমাই আরকি। যেহেতু আমরা অনেক গুলা বন্ধু মিলে যাই। তাই অনেক টাকার দরকার। তাই আরকি ধীরে ধীরে জমাই সবাই মিলে। এভাবেই প্ল্যান করতে করতে আমাদের ১ বছর লেগে যায়। একটা সময় এসে ঠিক করে ফেলি যে এবার যেতেই হবে। আমাদের কয়েক জন এর খুব কাচ্চি খাইতে ইচ্ছে করছিলো আরকি। এই জন্য সবাই মিলে ঠিক করেই ফেললাম যে শুক্রবারে যাবো।
Source
https://w3w.co/arming.sunshine.acquaint
দেখতে দেখতে শুক্রবার এসে পরে। সবাই সবাইরে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নেয় যাবে কিনা সবাই। কয়েকজন বাদে সবাই আসবে বলে। আমরাও ঠিক করে তাইলে যাওয়া যায় আজকেই। তো কথা হলো সন্ধ্যা বেলায় যাবো আড্ডা দিয়ে সেখানে ডিনার করে তারপর বাসায় ফিরবো। বিকালে সবাই আমাদের এইদিকের চায়ের দোকানে আসে তারপর এখান থেকে আমরা রওনা দেই। বাজার থেকে তুরাগ বাসে করে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে নামি। তারপর সেখান থেকে হেটে চলে যাই সুলতান'স ডাইন এর বসুন্ধারা শাখায়। এটা যমুনা ফিউচার পার্ক এর পাশেই অবস্থিত। ম্যাপ এ দেখতে পারবেন।
https://w3w.co/arming.sunshine.acquaint
সেখানে উঠে দেখি অনেক ভির। আমরা প্রথমে যায়গা পাচ্ছিলাম না। একটু পর খালি হলে আমরা সবাই এক সাথে বসি। তখন ভালো লাগে। তারপর আমরা খাবার অর্ডার করি। আমরা মানুষ ছিলাম ৬ জন। তাই আমরা ২ টা প্ল্যাটার অর্ডার করি। সাথে ড্রিংক হিসেবে বোরহানি অর্ডার করি। তারপর গল্প করা শুরু করি সবাই মিলে। বাংলাদেশের খেলা চলতেছিলো তখন যতদূর মনে পরে। উইনিং মোমেন্ট এ ছিলাম টান টান উত্তেজনা। এমনকি আমরা জিতেও যাই।
https://w3w.co/arming.sunshine.acquaint
গল্প চলতে থাকে আমাদের। এক পর্যায় খাবার এসে পরে আমাদের। যিনি খাবার দিয়ে যান তাকেই বলে সার্ভ করে দিতে কারন আমরা মাপ পাচ্ছিলাম না। উনি সুন্দর মত সার্ভ করে দিলেন। মুখে নিতেই যেনো অসাধারন এক টেস্ট। পাগল হয়ে গেলাম মনে হলো। এত্তো স্বাদ। চলুন খাবার গুলো সম্পর্কে কিছু বলি-
খাসির কাচ্চিঃ-
সুলতান'স ডাউন এর খাসির কাচ্চি এক কথায় অসাধারন। স্বাদে যেমন মানেও তেমন। আমার কাছে অনেক মজা লেগেছে। খাইতে খাইতে অনেক গুলা খেয়েছি। নিচে কিছু ছবি দিলাম। খাসির গোশত খুবই নরম ছিলো আর আলু টাও আমার কাছে অসাধারন লেগেছে।
বোরহানি এবং সালাদঃ-
কাচ্চির মত এখানের বোরহানি টাও অসাধারন হয়েছিলো। আর সালাদ সম্পর্কে তেমন কিছু বলার দরকার নাই আশা করি। সালাদ ছিলো ভালোই।
https://w3w.co/arming.sunshine.acquaint
খাওয়া দাওয়া শেষে কিছুক্ষন আড্ডা দিয়ে আমরা সেখান থেকে চলে আসি। ভালোই লাগে। অনেক মজা করেছি আজকে। আর খাবার গুলো এক কথায় অসাধারন ছিলো।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
সত্যি বলেছেন ভাইয়া কাচ্চি বিরানী কেন সবগুলো বিরানি অসাধারণ এবং অসম্ভব সুন্দর আর বিরানি মানে অন্যরকম একটা ভালোবাসা বাঙ্গালীদের জন্য। আরো অনেক সুন্দর মুহূর্ত কাটে আছেন আপনি। আর বিরানি দেখে তো লোভ লেগে গেলো। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন খেয়ে আসতে পারেন। অসাধারন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাচ্চি আমার অন্যতম পছন্দের একটি খাবার। সেটা যদি হয় আরো বন্ধুবান্ধব সবার সাথে মিলে তাহলে তো কোন কথাই নেই। কাচ্চি টা দেখে অনেক ডিলিসিয়াস মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই অনেক স্বাদের ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ ছিল ফুড রিভিউ টা ভাই। এর আগে সুলতান ডাইন এর কাচ্চি নিয়ে একজনের রিভিউ দেখেছিলাম বেশ আকর্ষণীয় ছিল। এবং আজকে আপনার পোস্টে ভালো একটা ধারণা পেলাম। এবং বন্ধুরা টাকা জমিয়ে একসঙ্গে যাওয়া বিষয়টি খুব ভালো লেগেছে আমার কাছে। এবং কাচ্চির ছবিগুলো তো খুবই লোভনীয় ছিল। ভালো ছিল রিভিউ টা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই খেয়ে দেখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই। একদিন ট্রাই মারেন। মজা পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুলতান ডাইন এর কাচ্চি খুবই অসাধারণ। আমি কয়েকবার খেয়েছি আমার কাছে সুলতান ডাইন এর কাচ্চি খুবই ভাল লাগে এবং অনেক ফেভারিট।তাহলে বন্ধুরা মিলে খুব মজা করে কাচ্চি খেয়েছেন দেখে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই ওদের কাচ্চি অনেক স্বাদের হয়। আমার ও আবার যেতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ ভাই খাসির কাচ্চি খেতে খুবই দারুণ লাগে। এটা আমার পছন্দের একটা রেসিপি। ছবি দেখে মনে হচ্ছে খুব মজা হবে। দেখতে এমনিতেই লোভনীয় লাগছে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই অনেক মজা ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করা খাসির কাচ্চি রেসিপি টগ দেখে তো আমার জিভে জল চলে এসেছে । এই রেসিপিটি আমি খুবই ভালোবাসি কিছুদিন আগেই রেসিপিটি খেলাম খেতে বেশ মজাদার ছিল । আপনার তৈরি করা রেসিপিটিও মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া৷ যদিও আমি রেসিপি শেয়ার করিনি। একটু পোস্ট পড়ে নিয়েন। বন্ধুদের সাথে খাইতে গেছিলাম আরকি৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই,, লোভনীয় একটি পোস্ট দিলেন।ছবি দেখেই খেতে ইচ্ছে করছে।😋।কাচ্চি আমার অনেক ভালো লাগে।ছবি দেখে মনে হচ্ছে, সুলতান'স ডাইন এর সব গুলা খাবার অনেক মজা।ধন্যবাদ,লোকেশন শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেয়ে আসুন আপু। মজা আছে। ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাচ্চি আমার খুবই পছন্দের ভাই। আপনার পোস্ট থেকে কাচ্চির রিভিউ পড়ে তো লোভ লেগে গেল। আপনি যেই সুন্দর রিভিউ দিলেন তাতে তো সুলতান ডাইনস ভাইরাল হয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি-ও খেয়ে আসুন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুলতানস ডাইন এর কাচ্চি সত্যি অসাধারণ স্বাদ। আমি কিছুদিন আগে খেয়েছিলাম। খুবই ভালো লেগেছিল । এর খাবারের মান খুবই ভালো ।একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ।আপনারা বন্ধুরা মিলে এক বছর ধরে প্ল্যান করে অবশেষে যেতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো ।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। আসলে এই প্রোগ্রাম টা হয় একটু একটু টাকা জমিয়ে। তাই দেরি হয় আরকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাচ্চি আমার খুব পছন্দের একটি খাবার।তবে এটি খাওয়ার আয়োজন ছিল খুব ভিন্নভাবে যা খুবই ভাল লেগেছে।ধন্যবাদ,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আমি একটি দাওয়াতে গিয়ে খাসির কাচ্চি বিরিয়ানি খেয়েছি। চমৎকার ছিল তার স্বাদ। খাওয়ার পর মনে হয়েছে আসলে রেস্টুরেন্টের রান্নার থেকে এই অনুষ্ঠানের রান্না গুলি অনেক মজা হয়। মাংসটা খুবই সফট হয়েছিল। অনেক মজা করে খেয়েছি। যদিও গরু খাসি খাওয়া আমার জন্য প্রায় নিষেধ। সুলতান'স ডাইন আমার একটি প্রিয় রেস্টুরেন্ট। সেখানের কাচ্চি ও আমার কাছে ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই৷ খাসির কাচ্চি বরাবরই মজার হয়। তবে দাম টা একটু বেশি হয়ে যায় আরকি। সুলতান'স ডাইন এর খাসির কাচ্চি আসলেও সেরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া লোভনীয় একটা খাবারের পোস্ট দিলেন তো।ছবি দেখেই আমার খুদা বেড়ে গেছে খেতে ইচ্ছে করছে এখন দেন।ছবি দেখে মনে হচ্ছে সুলতানা,স ডাইন এর কাচ্চি বিরিয়ানি অনেক মজাদার। বন্ধুদের সাথে খাওয়ার জমজমাট আড্ডার ফাঁকে খাবার এর ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু। অনেক মজার। ট্রাই করে দেখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit