হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। দেখতে দেখতে আজ আমরা ২০ তম রমজান এ এসে পৌঁছেছি। তো গত শুক্রবারে আমার সেমিস্টার ফাইনাল এ দুইটা বিষয়ে পরীক্ষা ছিলো। সেদিন বাইরেই ইফতারি করতে হয়েছিলো বন্ধুদের সাথে । আজ তা নিয়েই লিখবো।
এইতো গত শুক্রবার। যেহেতু আমি ফ্রাইডে ব্যাচ এর শিক্ষার্থী সেহেতু আমার পরীক্ষা গুলো ও শুক্রবারেই হয়ে থাকে। আসলে শুক্রবারে পরীক্ষা হলে সুবিধা হয়। অফিস থেকে আলাদা ছুটি নিতে হয়না। তবে এই শুক্রবারে আমার ২ টা পরীক্ষা ছিলো। আর দুইটা বিষয়ই অনেক কঠিন ছিলো। বিষয় গুলো হলো - Machine Design - 1, Fluid Mechanics। বিষয় গুলো আসলেই খুব কঠিন। এর জন্য আমার অফিস থেকে একদিন ছুটিও নিতে হয়েছিলো। তবুও আমি পড়ে শেষ করতে পারিনি। অনেক রাত পর্যন্ত পড়তে হয়েছিল তবুও কি করা, পড়তে তো হবেই। সেদিন প্রথম পড়েছিলাম রাত দুইটা পর্যন্ত। এরপর সেহরি খেয়ে আবার পড়েছি। এরপর আবার সকালে উঠে ও পড়েছিলাম। অন্যবারের মতো এবার লেট করিনি। একটু দ্রুতই বাইক নিয়ে ভার্সিটি চলে যাই।। অন্য ক্যাম্পাসে পরীক্ষা। তাই ক্যাম্পাস খুঁজে বার করতে হলে আমার একটু আগে যেতেই হবে। আর বন্ধুদের সাথে একসাথে বসে পরীক্ষা দিতে হলে একটু আগেই যেতে হয়। পরীক্ষার বিশ মিনিট আগে আমরা সবাই একসাথে হই যদিও আমি একটু চিন্তিত যে বাইক কোথায় রাখবো। দেখলাম সবাই ক্যামপাসের সামনেই বাইক রাখতেছে। এরপর বাইক রেখে আমি ও আমার বন্ধুরা সবাই মিলে পরীক্ষার হল রুমে চলে যাই। সেখানে আমরা এক সাইডে সবাই সিরিয়ালে বসি।
এভাবে প্রথম পরীক্ষা শেষ হয়ে যায়। এরপর আমি বাসায় চলে আসি। যেহেতু পরের পরীক্ষা ইফতারির পর। বাসায় এসে নামাজ পড়ে আবার কিছুক্ষণ পড়াশোনা করি। এরপর আর ভালো লাগে না দেখলে আবার বাইক নিয়ে ভার্সিটি চলে যাই। ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল যেহেতু ইফতারি একটু আগেই আমি গিয়েছি। আর ওদের সাথে ইফতারি করবো বলে বাসা থেকে আগে বের হয়েছি। বুদ্ধি করে বাসা থেকে শরবত নিয়ে এসেছিলাম। পরে আমরা ইফতারির খোজে বের হলাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কি খাব। কেউ বলে তো কাচ্চি খাবে। তো কেউ বলে খিচুড়ি খাবে। আমার পছন্দ লিস্টে খিচুড়ি ছিল। তখন আমরা এক সাথে খিচুড়ি অর্ডার করি। খাসির মাংস ছিল চুই ঝালের। আর দেড়শ টাকা হলেও পরিমাণে বেশ ভালোই দিয়েছিল। যেহেতু সাথে শরবত ছিল সেহেতু আমরা পানি বেশি নেইনি। শুধুমাত্র ২ লিটার পানি নিয়েছিলাম। এবার আমরা চলে গেলাম একটি মসজিদের মাঠে। এখানে সচরাচর নামাজ পড়া হয়। জুম্মার নামাজের সময় অনেক ভিড় হয়। তো এই মাঠে পাটির মতন বিছিয়ে নামাজ পড়া হয়।
আমরা মাঠে পৌঁছানোর পর দেখি সেখানে ভালোই ভিড় রয়েছে। অন্য ছাত্রছাত্রীরা সেখানে অপেক্ষা করছে ইফতারি করার জন্য। তো আমরা একটা গাছের নিচে দেখলাম জায়গা আছে। সেখানে বসে ফেললাম সবাই। এরপর যে যার মত অজু করে আসলাম। খুবই ভালো লাগছিল। আশেপাশে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এরকম অভিজ্ঞতা প্রথম। আমি কিছু ফটোগ্রাফি করলাম বন্ধুসহ। বন্ধুরাও কিছু ছবি তুলল। আমাদের একই ক্লাসের আরো অন্যান্য ছেলেপেলে ছিল ওরা দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিল। তখন আমিও কিছু ছবি সেন্ড করলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে৷ এরপর ইফতার শেষ করে আমরা সেই জায়গাতেই নামাজ আদায় করে নিলাম। যেহেতু কিছুক্ষণ পরেই পরীক্ষা। জামায়াতে নামাজ পড়লে হয়তো পরীক্ষায় দেরি হয়ে যাবে। এজন্য আমরা নিজেরাই জামায়াত করে নামাজ আদায় করে নিলাম। তারপর আমরা পরীক্ষা দিতে চলে যাই। এভাবেই আমার একদিনে দুটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা হলো। এবং সাথে ইফতারি করা হলো বন্ধুদের সাথে। খুব দারুণ একটি অভিজ্ঞতা ছিল এটি।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে যে কোন কাজ করতে ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে রোজা গুলো চলে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন রোজা শুরু হয়েছিল। মাঠে বসে সবাই মিলে এক সাথে ইফতার করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এধরনের মুহূর্ত গুলো স্মৃতি হয়ে থাকবে। আপনাদের জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম বাস্তব কথা ভাই। বন্ধুদের সাথে যেকোনো কাজ জমে যায় সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিনে দুইটা পরীক্ষা ছিল যার জন্য তো দেখছি আপনি বেশ রাত জেগেই পড়াশোনা করেছিলেন। যাইহোক আপনারা প্রথম পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে নামাজ পড়লেন এবং এরপর বন্ধুদের সাথে একসাথে ইফতার করলেন যেন ভালো লাগলো। আসলে বন্ধুদের সাথে যে কোন কাজ করতেই অনেক ভালো লাগে। শেষে আবার সময় স্বল্পতার কারণে নিজেরাই জামাত করে নামাজ পড়েছেন যেন ভালো লাগলো। যাই হোক আশা করি পরীক্ষার চাপের মধ্যে দিয়ে গেলেও দিনটা আপনার ভালোই কেটেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই। ঝামেলা হয়ে যায় একদিনে দুইটা পরীক্ষা থাকলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit