হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। সামনেই পরীক্ষা শুরু। তাই খুব চিন্তায় আছি আমি। কোনো ভাবেই পড়তে পারছিনা। অফিসের কাজেই বেশির ভাগ ব্যস্ত থাকতে হয়। আসলে সব দিক থেকে সব দায়িত্বের ভারে চ্যাপ্টা হয়ে যাচ্ছি দিন দিন। তারপরো চেষ্টা একটু ভালো থাকার। ফ্রি সময় পেলেই চেষ্টা করি এবিবিতে কিছু করার। আজ একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। কবিতাটি পতাকার প্রতি ভালোবাসা নিয়ে আবৃত্তি করা। আশা করি ভালো লাগবে।
পতাকা কথা কয়
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। সম্প্রতি বাংলাদেশ ও ভারতে পতাকা নিয়ে অনেক উত্তেজনাকর পরিস্থিতি কাজ করছে। যেটা কোনো ভাবেই কাম্য নয়। কতিপয় খারাপ লোকেরাই পতাকা অবমাননার মতন ঘৃণ্য কাজ করতে পারে। তাই আজ পতাকা নিয়েই কবিতা আবৃত্তি করবো। কবিতাটি হলো পতাকা কথা কয়। এখানে কবি পতাকা ও এর ইতিহাস তুলে ধরেছেন। পতাকার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
তুমি শুধু পতাকা দেখো
আর আমি দেখি তার চেয়েও ঢের বেশি; সুগভীর তত্ত্ব
তুমি লাল–সবুজ রং দেখো; আয়তক্ষেত্র- বৃত্ত দেখো,
অথচ আমি দেখি পূর্বপুরুষের বুকের তাজা রক্ত-নদী
জমাট রক্তের কালচে সুতায় সেলাই করা সবুজ জমিন;
পতাকা- আমার মা-বোনের সম্ভ্রম লুট হওয়ার গল্প শোনায়।
তুমি শুধু পতাকা দেখো
অথচ আমি কেবল পতাকা দেখি না; একাত্তর দেখি
আমি ৭ই মার্চের জনসমুদ্র দেখি; একটা তর্জনী দেখি
আমি পতাকায় ইতিহাস পড়ি- পলাশী থেকে একাত্তর,
তীব্র দহন থেকে আমি উঠে দাঁড়াই; সটান মেরুদণ্ড
কান পেতে শুনি- পতাকার ভেতর ত্রিশ লক্ষ শহীদ
সমস্বরে চিৎকার করে বলছে- ‘জয় বাংলা’।
পতাকাকে আরও ঘন করে আমার বুকে জড়িয়ে ধরি
তারপর আমি হাসি, হাসতে হাসতে হাউমাউ করে কাঁদি।
তীব্র শপথে আমিও পূর্বপুরুষের মতো চিৎকার করে বলি-
‘জয় বাংলা’।
কবিতার সোর্স
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit