হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। সবাই ভেবেছেন ভুলে গেছি আপনাদের? না আপনাদের ভুলিনি। আমার বাংলা ব্লগের কাওরে ভোলাও যায়না। আসলে কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিলো। তাই আর একটিভ হতে পারিনি। অফিসে প্যারা ছিলো। যেহেতু বছর শেষ তাই অফিসে অনেক কাজ। অফিসের কম্পিউটার দিয়ে যে কাজ করবো সে সুযোগ হয়ে উঠেনি। আর মোবাইলে আমি খুব ভালো পারিনা। তাই অফ রেখে ছিলাম। আজ পিসি ঠিক করে এ পোস্ট করতেছি।
কপাল যদি খারাপ থাকে তাহলে সব দিক থেকেই খারাপ থাকে। কিছু দিন আগে আমার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিলো। নষ্ট বলতে আমি প্রতিদিন বাসায় এসেই কম্পিউটার নিয়ে বসি। তো সেদিন এসে পাওয়ার অন করার পরই ভিতর থেকে মনে হলো কি যেনো ফুটে গেলো। তখন ভেবেছি পাওয়ার ক্যাবলটা গেলো। তো আমি পাওয়ার ক্যাবল ঠিক আছে কিনা চেক করার জন্য সব লাইন খুললাম। এরপর দেখলাম ঠিক আছে। তাও ভালো মত নিশ্চিত হওয়ার জন্য মনিটর এর পাওয়ার ক্যাবল খুলে পিসিতে লাগিয়ে চেক করলাম। কিন্তু কোনো রেসপন্স নাই। পাওয়ার লাইট গুলো জলছে না। এবার সাইড প্যানেল খুলে ফেললাম। এরপর দেখি কুলিং ফ্যান ঘুরেনা। পাওয়ার সাপ্লাই এর কুলিং ফ্যান ও ঘুরেনা। তখন ভাবলাম মনে হয় পাওয়ার সাপ্লাই চলে গেছে। তো সেদিন আমাদের বারবিকিউ পার্টির সব গোছানোর জন্য আর পারিনি কম্পিউটার রিপেয়ার এর দোকানে নিতে। পরেরদিন তো আমাদের পার্টি ছিলো তাই সেদিন ও পারিনি। এরপরের দিন সকালে ঠিক করাতে দিয়ে আসি। তো শুনি আমার পাওয়ার সাপ্লাই আর প্রসেসর দুইটাই চলে গেছে।
শুনে আমি আকাশ থেকে পরলাম। এমনিতেই বাইক কিনে আমার অবস্তা খুবই খারাপ। খারাপ মানে অনেক খারাপ। টাকা পয়সা নাই। শুধু কার্ডে কিছু টাকা রেখেছিলাম। এবার সেটা নিয়েই চলে গেলাম প্রসেসর আর পাওয়ার সাপ্লাই আনতে। চলে গেলাম সুবাস্তু আইসিটি সেন্টারে। আমার বাইক নিয়েই গেলাম। এবার তেল ভরতে চলে গেলো ৫০০। যাক অনেক জ্যাম ঠেলে চলে গেলাম। সেখানে যেহেতু আমরা আরেক বন্ধুর মাধ্যমে গিয়েছি তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলো। কিন্তু শুনি প্রসেসর স্টক শেষ। কিন্তু ওনারা অন্য এক দোকান থেকে এনে দিয়ে বললো ২০০ টাকা বেশি লেগেছে। যাক কি আর করা। নিয়ে নিলাম। core i5 7th gen এর প্রসেসর। আগের টা ছিলো core i3 6th gen এর প্রসেসর। ভাবলাম একটু আপডেট করে নেই। সাথে পাওয়ার সাপ্লাই ও নিলাম। সব মিলিয়ে দাম আসলো ৬৫০০ টাকা। সেটা নিয়ে আবার বাইকে করে রউনা দিলাম। বাসায় এসে নিয়ে গেলাম সেই আগের দোকানে। উনি লাগাই দেখলো মনিটর এ কিছু আসেনা। মানে হয়তো প্রসেসর নষ্ট। উনি জিজ্ঞেস করতেছিলেন যে চেক করে এনেছি কিনা। কিন্তু এইদিকেই ভুল টা করেছি। চেক করতে মনে নাই।
অনেক চেষ্টার পরো কোনো ভাবেই পাওয়ার আসলো না। আমার র্যাম দুইটা খুলে পরিষ্কার করে লাগালেন। তাও কাজ হলোনা। এবার উনি নতুন একটি র্যাম লাগালেন। তাও কাজ হলোনা। এরপর উনি ওনার একটা প্রসেসর লাগালেন সেটা দিয়ে পাওয়ার আসলো। তাই ধরে নিলাম প্রসেসর এ সমস্যা। এবার আমার বন্ধুর কাছে দেই। ও নাকি চেক করবে। এরপর ও ব্যার্থ হলো। যেহেতু পরের দিন বন্ধ তাই ঠিক করলাম বুধ বারে নিয়ে যাবো। কিন্তু বুধবার বাসায় এসে যেতে যেতে অনেক দেড়ি হয়ে গিয়েছিলো। রাস্তায় ৮ টা বেজে যায়। আর যেতে পারিনি। আর কি করা বাসায় ফিরে আসি। কারণ আর শুক্রবার ছাড়া যেতে পারতাম না। আজ এ পর্যন্তই। এরপর প্রসেসর আনার গল্প শেয়ার করবো।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে তো হচ্ছে বেশ জটিলতায় পড়েছেন কম্পিউটার নিয়ে। আসলে ঠিক বলেছেন ভাগ্য সহায় না হলে এমনই হয়। সব কাজ গুলো এলোমেলো হয়ে যায়। এখন কথা হলো যে আপনি যে প্রসেসর চেক করে আনলেন না, এখন কি আর এটা ফেরত দিতে পারবেন? দোয়া রইল আপনার জন্য আপনার সকল ঝামেলা শেষ হয়ে যাক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠিন এক জটিলতায় পরেছিলাম আপু। খুব প্যারা দিয়েছে আমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ করেই কম্পিউটারের এমন দশায় মন খারাপ হওয়া স্বাভাবিক তারপর যেহেতু বাইক কেনার পরে হাতের অবস্থা একটু নরমাল হয়েছে তারপরে আবার এরকম বাড়তি কিছু টাকা গুনতে গেলে আসলেই খুব খারাপ লাগে। কিছু করার নেই ভাই সবই ভাগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম বাজে অবস্থায় পরেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এমন হাত শূন্য অবস্থায় আপনার কম্পিউটারের এমন অবস্থা খুব দুঃখজনক। ঠিক বলেছেন ভ্যাগ যখন সহায় থাকে না তখন চারপাশে বিপদ চলে আসে।শুক্রবার আবার যাবেন সেই দিনের পোস্টে বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু৷ খুবই বাজে অবস্থায় পরেছিলাম কম্পিউটার নষ্ট হওয়াতে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit