কবিতা আবৃত্তিঃ- নদীর নিকট মিনতি || সিফাত আহমেদ

in hive-129948 •  27 days ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। শীত শীত আবহাওয়ায় দারুণ দিন কাটছে সবার জানি। আসলে এতো তীব্র গরমের পর শীত আমাদের জন্য আরাম নিয়ে এসেছে। তো অফিসে খুবই ব্যস্ত সময় পার করছি। আগে তো অফিসে বসে লিখতে পারতাম । এখন আর সেটা করার সময় পাইনা কোনো ভাবেই। অনেক দিন আবৃত্তি করা হয়না। তাই একটা কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম।



Photocentric Rain Quote Instagram Post (5).png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

নদীর নিকট মিনতি

আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। সুযোগ হয়ে উঠেনা কোনো ভাবেই। তাও আজ সুযোগ পেয়ে একটা কবিতা আবৃত্তি করে রেকর্ড করে ফেললাম।। আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে "নদীর নিকট মিনতি" কবিতায় কবি আমাদের জীবনে নদীর অবদান সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তো এবার আপনারা শুনুন-



আমার আবৃত্তি -





কবিতা-


প্রিয়! হে নদী তুমি সদা বহমান
তোমার বুকে নিত্য ছুটে চলে কতশত জলযান!
শুরু তোমার কোন সুদূরে...
ক্যাথে সাম্রাজ্যের সুউচ্চ পর্বতশৃঙ্গে ঢালে।
অতঃপর বয়ে চলেছ তুমি দেশ-দেশান্তরে অনন্ত- অনাদি- নিরবধি!
হে নদী! তোমার জল পান করেই যে বেঁচে আছে জগতের সব সৃষ্টি!
তোমারি ভরসায় রচিত হয়েছে কত সমৃদ্ধ জনপদ!
তোমার আগলে রাখা মৎসকুল আহরণ করছে মানুষ বেঁচে থাকার দুর্বার তাগিদে!
তোমার বুকে তরী ভাসিয়ে বাণিজ্যের বিস্তার হয়েছে সমগ্র বিশ্বজগতে!
হে নদী! তুমি পদ্মা, মেঘনা, যমুনা!
তুমি ব্রক্ষ্মপুত্র, বুড়িগঙ্গা, সুরমা!
তুমি কীর্তিনাশা, মহানন্দা, তীস্তা!
তুমি ধরলা, কাপ্তাই, কর্ণফুলী! তুমিই গঙ্গা,
তুমিই স্বরস্বতী! তুমিই শীতলক্ষ্যা!

শত নামে শত দেশে তোমার শত- সহস্র রূপ!
কিন্তু সবার সেরা তোমার ঐ স্নেহময়ী রূপ!
তোমার জলে স্নান করে কেউ হয় পরিশুদ্ধ,
কেউ বিশ্বাসে তোমার জলে ডুব দিয়ে হয় পাপমুক্ত!
তোমার উপরে বয়েই গন্তব্যে পাড়ি জমায় মানুষ পরম নির্ভরতায়!
দীর্ঘ অপেক্ষার প্রহর গুণে
তোমার বুকে রেখাপাত করে মানুষ ফিরে যায়
তার আপন ঠিকানায় একরাশ আনন্দ নিয়ে!
তোমার দৃষ্টিনন্দন রূপ কবিকে বিমোহিত করেছে যুগে যুগে!
তোমার দু'পাড়ের বৃক্ষরাজির ছায়ায় বসে,
কত পথিকের ক্লান্তি দূর হয়েছে তার হিসেব নেই কারো নিকট!
তোমার শান্ত রূপ সাধারণ মানুষকে দুর্বার আকর্ষণে টানে সবসময়!
ছুটে যেতে চায় কর্মক্লান্ত মানুষ তোমার পানে একটু নির্মল স্বস্তির আশায়!
তোমার জলে খোলা আকাশও যেনো তার নিজের প্রতিবিম্বকে দেখে নেয়!
তোমার জলে শেষ আলোকরশ্মিটি ফেলে সূর্য্যিমামা বিদায় নেয় সেদিনের মতো!
তোমার ঢেউয়ে স্পন্দন জাগে শিশুর চপল হৃদয়ে!
হে নদী! তুমি পাশে ছিলে বলেই আমরা ছিলাম হে নদী!
তুমি পাশে আছ বলে আজও আমরা আছি হে নদী!
তুমি থাকবে পাশে থাকবে যতদিন মোদের যতদিন তুমি তৃষ্ণা মেটাবে,
প্রয়োজন মেটাবে ঠিক ততদিন মোরা থাকবো ধরণীর বুকে!

তুমি নিরন্তর অকৃপণভাবে উজাড় করে যাচ্ছ তোমার অফুরন্ত ভান্ডার!
হে নদী! তথাপি আমরা হতে পারিনি তোমার প্রতি কৃতজ্ঞ!
বরং তোমার কূপা ভুলে গিয়ে তোমাকে কলুষিত করে হয়েছি চরম অকৃতজ্ঞ!
তবুও মিনতি রইলো তোমার নিকট
কখনও নিঃশেষ করোনা তোমার অপার করুণাধার!
তোমার স্নেহময়ী রূপ বজায় রেখো চিরদিন।

কবিতার সোর্স


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

কবিতা আবৃত্তি শুনে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন হয়েছে ভাইয়া। আপনার কন্ঠে কবিতার লাইনগুলো পূর্ণতা পেয়েছে। অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ আপু। অনেক দিন পর কবিতা আবৃত্তি চেষ্টা করলাম।

আপনি বেশ ভালো কবিতা আবৃত্তি করেন।
আর বিশেষ করে আপনার কবিতা সিলেকশন সবসময়ই দারুন। বেশ দরদ নিয়ে আবৃত্তি করেছেন তাই শুনতে দারুন লাগলো।
এগিয়ে যান, দোয়া রইল।

চেষ্টা করেছিলাম আরকি ভাই। যদিও খুব একটা ভালো পারিনা।

কবিতা টা বেশ দারুণ। কবিতার ভাষা টা বেশ ভালো লেগেছে। এবং আপনি বেশ দারুণ আবৃত্তি করেছেন ভাই কবিতা টা। শুনে বেশ ভালো লাগল। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে আবৃত্তি শেয়ার করে নেওয়ার জন্য।।

আসলে কবিতা আবৃত্তি তেমন একটা পারিনা ভাই। তবুও একটু চেষ্টা করে যাই।

আজকে আপনি চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন শুনে ভালো লাগলো ভাই। এই কবিতা অবশ্য এর আগে কখনো শোনা হয়নি এবারই প্রথম। অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমি আবৃত্তি খুব ভালো পারিনা ভাই।

ভাইয়া আপনি দেখতেছি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন।নদীর নিকট মিনতি কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটি লাগে। আপনি ধৈর্য ধরে এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি বারবার শুনতে মন চাইতেছে।

ধন্যবাদ আপু। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।