হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। গত কাল থেকেই কিঞ্চিৎ ব্যস্ত রয়েছি। আসলে মাসের শুরু তো। আগের মাসের অনেক বিল তৈরি করা বাকি ছিলো। সেগুলো আজ কমপ্লিট করলাম। সাথে এক স্যার এসাইনমেন্ট দিয়েছে সেগুলো শেষ করলাম। এখন দেখি পোস্ট এর সময় নাই। কি করা যায়। ভাবলাম অনেকদিন হলো কবিতা আবৃত্তি করা হচ্ছেনা। তাই একটা কবিতা আবৃত্তি করে ফেললাম।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে "অন্য কিছু" । কবিতাটি আমার কাছে নতুন। আগে কখনো পড়া হয়নি। তাই আমি চেষ্টা করেছি নিজের মতন করে আবৃত্তি করার। । তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
আমার তিনটি শার্ট চাই আপাতত, এক জোড়া
ট্রাউজার, দুটি গেঞ্জি আর তিন জোড়া জুতো।
আন্ডারওয়ার অবশ্যই, রবিন পাখির মতো কয়েকটি
রুমালও জরুরি। চাই কিছু গ্রন্থাবলি; চাই, চাইবীমার কিস্তির টাকা, চাই মাগ্যিভাতা, রেস্ত রোজ।
শুধু কি এসবই চাই? অন্য কিছু নয়?
খবর কাগজ ওড়ে হাওয়ায়, যেন ওরা
পরীর পোশাক মিহি ঝলমলে, কিঞ্চিৎ রহস্যময় বটে,
বহুরূপী মেঘের নানান স্তরে ভাসমান দেখি।
সেলুনে মুণ্ডিত হতে দেখি রোজ
কিছু মাথা, রকমারি ছাঁট কী বাহারি চুলে
দেখি মঞ্চে বিদূষক নায়কের কানে
কী যেন কী বলতে গিয়ে হেসে লুটোপুটি,
দুটি শালিখের দিকে একজন বুড়োসুড়ো লোক
ছুঁড়ে দেন বাসি রুটি, গলির ধুলোয়
বালক বানায় দূর্গ, জুয়াড়ী পয়সা গোঁজে ট্যাঁকে।
শুধু কি এসবই দেখি? অন্য কিছু নয়?
কখনো গলির মোড়ে অস্পষ্ট সংলাপ শুনি দু’টি
মানুষের, কখনোবা কর্কশ বচসা, চৌরাস্তায়
পুলিশের বাঁশি বাজে, মধ্যরাতে ক্ষিপ্র কুকুরের
পদশব্দ; ফেরি-অলা ডেকে যায় মধ্যবিত্ত কিশোরীকে আর
মহিলাকে সচকিত ক’রে; প্রায়শই গৃহিনীর
অসুস্থ বিলাপ শুনি, রেডিওতে শস্তা গান বাজে
একটানা, অকস্মাৎ মেঘের গর্জন শুনি চৈত্রের আকাশে।
শুধু কি এসবই শুনি? অন্য কিছু নয়?
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব ব্যস্ততা শেষ করে গভীর রাতে আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। শামসুর রাহমানের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। যদিও এই কবিতা এর আগে শুনা হয়নি। তবে আপনার কণ্ঠে এত সুন্দর আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। অনেক দিন পরে আপনি আবারও খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু আসলে চেষ্টা করি আপনাদের মাঝে ফিরে আসতে বার বার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শামসুর রহমান এর অনেক সুন্দর একটা কবিতা আবৃতি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে খুবই ভালো লাগে। আজকের কবিতাটি ও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওনার কবিতা আমার কাছে ভালো লাগে অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কে বলেছে ভাইয়া আপনি সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন না। আজকে খুবই সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আর আশা করছি আবারো আপনি এরকম সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু। অতটা সুন্দর হয়না কিন্তু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শামসুর রাহমান একজন জনপ্রিয় কবি। তার কবিতা গুলো অসাধারণ, আপনি তার "অন্য কিছু" নামক কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আগামীতে এই ধরনের কবিতা আবৃত্তি আরো চাই। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই। শামসুর রহমান অনেক জনপ্রিয় একজন কবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শামসুর রহমানের এই কবিতাটা আগে কখনো পড়া হয়নি। আপনার মাধ্যমে আজকে প্রথম কবিতাটা শুনলাম। কবিতাটা ভীষণ সুন্দর। আর আপনিও চমৎকারভাবে কবিতা আবৃত্তি করেছেন। ভালো লাগলো আপনার আজকের কবিতা আবৃত্তি শুনে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও এবারই প্রথমবার পড়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শামসুর রাহমান এর অন্য কিছু কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আপনি ধৈর্য এবং সাহস নিয়ে খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। কিছু কিছু কবিতা আবৃত্তি আছে শুনলে মন জুড়িয়ে যায়। আপনার কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো ।তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আবৃত্তি করতে যথেষ্ট ধৈর্য ও সাহস প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবি শামসুর রহমানের স্যারের চমৎকার একটি কবিতা আপনি আবৃত্তি করেছেন ভাইয়া। কবিতা আবৃত্তি শুনতে আমার খুবই ভালো লাগে। আর আপনি অনেক দক্ষতার সাথে কবিতা আবৃতি করেছেন। বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু। কবিতা আবৃত্তি শুনতে আমারো অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit