আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব- ৩৩

in hive-129948 •  last year 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ মোটামুটি সকাল থেকেই অফিসে ব্যস্ত ছিলাম খুব। ব্যস্ত মানে অনেক ব্যস্ত। আমাদের অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আসবেন। তাই সব কিছু গোছ গাছ করা হচ্ছে। আর স্পেয়ার পার্টস সেকশন এর দায়িত্ব পরেছে আমার ঘারে। তাই পার্টস এর সকল কিছু রঙ করিয়েছি। তাই খুব ব্যস্ততা। তার উপর স্পেশাল হ্যাং আউট ছিলো তাই দ্রুতো কাজ শেষ করে বাইক নিয়ে বের হয়েছি। কিন্তু অবস্থা তো অনেক খারাপ। অনেক জ্যাম ছিলো রাস্তায়। এর কারণ হচ্ছে উত্তর বাড্ডায় এক বাসে আগুন দিয়েছে। তাই পুরো রাস্তা বন্ধ ছিলো। যাক অনেক কষ্টে জ্যাম ঠেলে বাসায় এসেছি স্পেশাল হ্যাং আউট এ থাকার জন্য। সময় তেমন নাই তাই ভাবলাম আপনাদের সাথে আমার ডিজিটাল আর্ট গুলোর আরেকটা সংগ্রহশালা শেয়ার করে ফেলি। আশা করি ভালো লাগবে।



collage (3).jpg

ক্যানভা প্রো দিয়ে বানানো।


আমার সংগ্রহশালা

#১


গোলাপি এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #171

গোলাপি এমন সন্ধ্যা যেনো কল্পনায় পাওয়া সম্ভব। বাস্তবে কি এর দেখা মেলে? আমি দেখিনি আমি দেখিনি আজো। তবে রক্তিম সন্ধ্যা দেখার সৌভাগ্য হয়েছে। তাইতো গোলাপি এই সন্ধ্যা আমি কল্পনা করে নিয়েছি। আর তা থেকেই তো করা এই ডিজিটাল আর্টটি। জানিনা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমার নিজের কাছে আর্টটা ভালো লেগেছে খুবই।


#২


বিকেল বেলার এক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #172

বিকেল বেলার এমন পাখি ফেরার দৃশ্য কিন্তু দেখতে বেশ লাগে। অন্তত আমার কাছে। জানিনা বাকি সবার কাছে কেমন লাগে বিষয়টা। পাখি গুলো তাদের ঘরে ফিরে যায়। পেছনে দুবন্ত সূর্য মামা। ঘাস গুলো যেনো বাতাসের জোড়ে বেকে চলেছে। দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। মাঝে মাঝেই দেখা যায় এমন পরিবেশ। তাকিয়ে থাকতে মন চায় যেনো সব সময়।

#৩


একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #173

গোলাপি নীল আকাশের এক প্রাকৃতিক দৃশ্য। দেখতেও কিন্তু বেশ লাগছে। অবশ্য লাগারই কথা। সুন্দর যে। তাই আরকি। মেঘের পেছনে ঢেকে থাকা এটা কি চাঁদ নাকি সূর্য? কি মনে হয় আপনাদের বলুন তো? তা যেটাই হোক। ছবিটা প্রাকৃতিক হয়েছে এটাই তো অনেক। অবশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।


#৪


সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #174

সন্ধ্যা বেলার পরিবেশ কেমন লাগে আপনাদের? আমার কাছে দারুন লাগে। শুধু ভাবুন সন্ধ্যার সে নিভু নিভু সূর্য মামা ঠিক যেনো আপনার সামনে দিয়ে অস্ত যাচ্ছে। দেখতে দেখতেই আলোকিত দিন যেনো রাতের আভায় মিলিয়ে গেলো। ঠিক আপনার সামনেই সন্ধ্যা নেমেছে খুব। অবাক হবেন না? শীতের সময় জিনিশটা বোঝা যায়। এই তো দিন দেখলাম। কিছু মিনিটেই সব পালটে গেলো।


#৫


রাতের এক নিস্তব্দ দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #175

নিস্তব্দ রাত মানে নিস্তব্দ কিছু কথা। মনের ভিতর জমে থাকা কিছু কথার ভার যেনো রাতের আকাশের ঐ চাঁদ এর দিকে তাকালেই বুঝতে পারা যায়। আমরা তো এমনই। মনের ভিতর অনেক কথা জমিয়ে রাখতে পারি। নিস্তব্দ রাতে আকাশ পানে চেয়ে হেসে দিতে পারি। ছবিটি মন খারাপ অবস্থায় একে ছিলাম। চাঁদটিকে সত্যি ভেবেই আকা।


তো এই ছিলো আমার আজকের সংগ্রহশালার ছবি। পরবর্তী কোনো এক পোস্ট এ আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন সবাই ।



পূর্ববর্তী পর্ব গুলো- পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৬, পর্ব-৮, পর্ব-৯,পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২,পর্ব-১৩,পর্ব-১৪,পর্ব-১৫,পর্ব-১৭পর্ব -১৮,পর্ব-১৯,পর্ব-২০,পর্ব-২১, পর্ব-২২,পর্ব-২৩,পর্ব-২৪,পর্ব-২৫,পর্ব-২৬,পর্ব-২৭, পর্ব-২৮,পর্ব-২৯পর্ব-৩০,পর্ব-৩১,পর্ব-৩২



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

আপনার ডিজিটাল আর্ট এর সংগ্রহশালা দেখে ভালো লাগলো। অনেক ব্যস্ত থাকায় সময় না পেয়ে সংগ্রহশালা পোস্ট করেছেন। সবগুলো ডিজিটাল আর্ট বেশ ভালো লাগছে দেখতে। গোলাপি নীল আকাশের প্রাকৃতিক দৃশ্য এবং নিস্তব্ধ রাতের দৃশ্য
এই আর্ট দুটি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

আপনার শেয়ার করা প্রতিটা ডিজিটাল আর্ট অসাধারণ সুন্দর লাগে বিশেষ করে প্রতিটা ডিজিটাল আর্টে যে গাছ থাকে সেটা সৌন্দর্যটা আরো বাড়িয়ে তোলে। যাইহোক আপনার সুন্দর কাজের দক্ষতাগুলো পুনরায় তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন। আজকে এই আর্টের সংগ্রহশালা শেয়ার করার মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিছু আর্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন৷ সবগুলো আর্ট দেখতে একদম অসাধারণ দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু আর্ট একসাথে শেয়ার করার জন্য৷ আপনার সবগুলো আর্টের দিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷

আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালার প্রত্যেকটি ডিজিটাল আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। একটিকে বাদ দিয়ে অন্যটিকে সেরা বলা খুবই কঠিন। বিকেল বেলার দৃশ্যের ডিজিটাল আর্ট এবং প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল আর্ট আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

কোন দায়িত্ব যদি নিজের কাঁধে আসে তখন ওই দায়িত্ব পালন করে কাজগুলো গুছিয়ে রাখা অনেক কষ্টকর। তবে আজকে আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্ট এরসংগ্রহশালা করেছেন। তবে আপনার কিছু ডিজিটাল আর্ট আমি আগে দেখেছিলাম। এখন একসাথে এতগুলো ডিজিটাল আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ডিজিটাল আর্ট এর সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ আপনিতো অনেক সুন্দর করেন ডিজিটাল আর্ট এর সংগ্রহশালা করেছেন । আপনার ডিজিটাল আর্ট আমি আগে অনেকগুলো দেখেছি এখন নতুন করে দেখে সত্যি অনেক ভালো লাগলো। ডিজিটাল আর্টের মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। ব্যস্ততার মাঝে এত সুন্দর করে ডিজিটাল আর্টের সংগ্রহশালা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমি জানি প্রায় মাঝেমধ্যে আপনি চমৎকারভাবে ডিজিটাল আর্ট করে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। ঠিক সেই সমস্ত ডিজিটাল আর্টের মধ্য থেকে বেশ কিছু একসাথে রিভিউ করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক অনেক খুশি হলাম। আপনার এই জাতীয় ডিজিটাল আর্ট গুলো আমার খুবই প্রিয়।