হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দুইটা দিন খুব ব্যস্ত ছিলাম। পোস্ট করার সময় টুকুও পাইনি। আসলে আমাদের ট্রেনিং ছিলো। এর জন্য ডে লং ট্রেনিং এর আয়োজন করা হয়। তাই গতকাল ও পোস্ট করতে পারিনি। আজ ও অফিস থেকে আসতে ভালো দেড়ি হয়েছে। তাই ভাবলাম একটা আবৃত্তি করা যাক। মাঝে মাঝে আবৃত্তি করতে ভালো লাগে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। আসলে কবিতা আবৃত্তি করাটাও একটা দক্ষতার ব্যাপার। মাঝে মাঝে কিছু মানুষ এর কবিতা শুনতে শুনতে এতোই ভালো লাগে যে মনে হয় এর মাঝে হারিয়ে গিয়েছি। আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে জীবনানন্দ দাশ এর অনেক নদীর জল। কবিটা টি আমার কাছে ভালো লেগেছে। এবার দেখা যাক আপনাদের কাছে কেমন লাগে। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
অনেক নদীর জল উবে গেছে —
ঘরবাড়ি সাকো ভেঙে গেল;
সে-সব সময় ভেদ করে ফেলে আজ
কারা তবু কাছে চ'লে এলো।
যে সুর্য অয়নে নেই কোনো দিন,
— মনে তাকে দেখা যেত যদি —
যে নারী দেখে নি কেউ — ছ'সাতটি তারার তিমিরে
হৃদয়ে এসেছে সেই নদী।
তুমি কথা বল — আমি জীবন-মৃত্যুর শব্দ শুনি:
সকালে শিশির কণা যে-রকম ঘাসে
অচিরে মরণশীল হয়ে তবু সূর্যে আবার
মৃত্যু মুখে নিয়ে পরদিন ফিরে আসে।
জন্মতারকার ডাকে বার-বার পৃথিবীতে ফিরে এসে আমি
দেখেছি তোমার চোখে একই ছায়া পড়ে:
সে কি প্রেম? অন্ধকার? — ঘাস ঘুম মৃত্যু প্রকৃতির
অন্ধ চলাচলের ভিতরে।
স্থির হয়ে আছে মন; মনে হয় তবু
সে ধ্রুব গতির বেগে চলে,
মহা-মহা রজনীর ব্রহ্মান্ডকে ধরে;
সৃষ্টির গভীর গভীর হংসী প্রেম
নেমেছে — এসেছে আজ রক্তের ভিতরে।
'এখানে পৃথিবী আর নেই–'
ব’লে তারা পৃথিবীর জনকল্যাণেই
বিদায় নিয়েছে হিংসা ক্লান্তির পানে;
কল্যাণ, কল্যাণ; এই রাত্রির গভীরতর মানে।
শান্তি এই আজ;
এইখানে স্মৃতি;
এখানে বিস্মৃতি তবু; প্রেম
ক্রমায়াত আঁধারকে আলোকিত করার প্রমিতি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি জীবনানন্দ দাশের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই কবিতা পড়া হয়নি তবে আপনার আবৃত্তির মাধ্যমে শুনতে পেয়ে খুব ভালো লাগলো। আপনি সম্পূর্ণ কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনানন্দ দাশের কবিতা গুলো সব সময়ই দারুণ হয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনানন্দ আমার সবচাইতে পছন্দের কবি। তিনি যেমন প্রকৃতি নিয়ে লিখেছেন। পাশাপাশি তার কবিতায় দর্শন ব্যাপার টা ছিল একেবারে স্পষ্ট। চমৎকার লাগল আপনার কবিতা টা ভাই। দারুণ আবৃত্তি করেছেন। ধন্যবাদ আমাদের সাথে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওনার কবিতা গুলো আমার কাছেও খুব ভালো লাগে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ব্যস্ততার মাঝেও পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লাগলো ভাই। সত্যি বলেছেন কবিতা আবৃত্তি করা অনেক দক্ষতার কাজ। জীবনানন্দ দাশের কবিতা সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেছেন শুনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া। ইদানিং খুবই ব্যস্ত সময় কেটে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার বেশ পছন্দ। এই কবিতাটা একবার পড়েছিলাম। আপনার কন্ঠে আবৃত্তি টা শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আর কবিতাটাও খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু। জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার কাছেও খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit