৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম #7|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  2 years ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।


IMG_20220718_190811-COLLAGE.jpg



সবাইকে শুবেচ্ছা। আপনারা নিয়মিত যারা আমার পোস্ট পড়েন তারা অবশ্যই জানেন যে আমি ছবির পোকা। কোথাও ছবি দেখলেই ফোন বের করে তুলে ফেলি। খুব ভালো লাগে আমার এই কাজ টা করতে। যাক কি অবস্থা সবার। বৃষ্টি এসেও যেনো আসেনা। কেমন ভেপসা একটা গরম পরতেছে কয়দিন ধরে। কবে যে একটা ঢালা বৃষ্টি এসে পরিবেশ টাকে ঠান্ডা করে দিয়ে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না। আজ আপনাদের সাথে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি ভালো লাগবে অনেক ।


#১

IMG_20220718_190811.jpg

https://w3w.co/hillsides.reclaim.cooks

এই ছবিটা সত্যি রেনডম ভাবেই তুলেছিলাম । সেদিন একবার বনরুপা ঘুরতে গিয়েছিলাম। সেদিন বলতে শেষ বার যে সোহান এর সাথে গিয়েছিলাম সেটা না। তারো আগে। সন্ধ্যা বেলায় বাসায় ফেরার সময় ভাবলাম একটা নাইটস্কেপ ফটোতুলি রেনডম ভাবে। ছবি তুলে দেখলাম ভালোই সুন্দর হয়েছে। তাই রেখে দিলাম আপনাদের দেখাবো বলে।


#২

IMG_20220723_175837.jpg

https://w3w.co/warping.mysteries.librarian

বিকেল বেলা আমার বন্ধুর সাথে হাটতে বের হয়ে ছিলাম। তো হাটতে হাটতে সামনে যাওয়ার সময় এই গাছ টা সামনে পরলো। দেখতে অনেক টা কাশ ফুল এর আদলে। শুধু সাদা যে ফুলের মতন থাকে সেগুলা নাই। আমি অবশ্য আকাশ এর ছবি তুলছিলাম। তো হঠাৎ ফোকাস হলো এই গাছে। দেখলাম ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়াতে ছবিটি ভালোই হয়েছে।


#৩

IMG_20220723_180608.jpg

https://w3w.co/icebergs.arranges.hurls

এটি স্ক্যাবেটর মেশিন। দেখতে এখানে অনে ছোট হলেও এটা ছিলো বিশাল। সামনে থেকে পুরো ক্যামেরার ফ্রেমে হচ্ছিলোনা। তাই অনেক পিছন দিক যেয়ে ছবিটি তুলতে হয়েছে। যদিও ওখানে কিছু মানুষ ছিলো। অনেক্ষন অপেক্ষা করে বিরক্ত হয়ে তারপর মানুষ বাচ্চা সহই তুলে নিয়েছিলাম।


#৪

IMG_20220723_180040.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

এই ধরনের ফুল গাছ গুলো খুবই ভালো লাগে। নার্সারির পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পেয়েছিলাম। দৌড়ে কাছে চলে গেলাম এর সৌন্দর্যতা উপভোগ করার জন্য। সত্যি মুগ্ধ না হয়ে যেনো পারাই যায়না। কাছে গিয়েই অনেক গুলো ছবি তুলে নিলাম। সেগুলোর মধ্যে সব থেকে বেশি সুন্দর যেটা হয়েছে সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটির নাম উচ্চারণ করতে কষ্ট আছে মনে হয় নাম - বৌগাইনভিলিয়া গ্লাব্রা।


#৫

IMG_20220723_180402.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

এটি ফুলের কলি ছিলো। এখানে ব্যাকগ্রাউন্ড এ যে অনেক গাছ দেখতে পাচ্ছেন সবুজ সবুজ সেখানে গোলাপি রঙ এর এক ধরনের ফুল জন্মে। সেই ফুলের করি। এবার ফুল ছিলোনা। তাই দেখাতেও পারলাম না। সামনে কোনোদিন গিয়ে ফুল দেখলে আবার আপনাদের দেখাবো। আজ শুধু ফুলের কলি ই দেখেন সবাই।


#৬

IMG_20220723_175746.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

আকাশ বরাবরই আমাকে ডাকে তার ছবি তোলার জন্য। আমার খুবই ভালো লাগে আকাশের ছবি তুলতে। যদিও সেদিন এই যায়গায় গিয়েছিলাম এই পানির ছবি তোলার জন্য। এগুলো বৃষ্টিতে জমে থাকা পানি। পরে দেখলাম আকাশ এর ভিউটাও সুন্দর পাওয়া যাচ্ছে। তাই দেড়ি না করে তুলেই ফেললাম।


#৭

IMG_20220730_191436.jpg

https://w3w.co/waters.movements.hurricane

সন্ধায় ঘুরতে বের হয়েছিলাম বন্ধুদের সাথে। গিয়েছিলাম ভাসমান এক রেস্তোরার কাছে। গিয়েই সবাই মিলে চায়ের আড্ডায় মেতে উঠলাম। ভালো লাগছিলো। চায়ের কাপ হাতে নিয়ে ব্যাকগ্রাউন্ড এ ভাসমান রেস্তোরার ডেকরেশন এর লাইট। সব মিলিয়ে পরিবেশ দারুন ছিলো ছবিটি তোলার। তুলে ফেললাম।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড, ম্যাক্রো
ফটোগ্রাফি এরিয়াঢাকা


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাতটি ফটোগ্রাফি নিয়ে খুবই সুন্দর একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। বিশেষ করে আপনার তোলা দুইনাম্বার ফটোগ্রাফিটা আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ ভাইয়া। আমার তোলা দুই নাম্বার ফটোগ্রাফি টি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

image.png

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। সত্যি অসাধারণ ফটো খুবই করেছেন। এক নাম্বার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

প্রান্ত বিকেলের ছবি সব সময় সুন্দর হয় এটিও বিকেল বেলার ছবি ছিল তাই অনেক সুন্দর হয়েছে।

ঠিক বলেছেন ভাই বৃষ্টি হচ্ছে না আর আকাশ মেঘলা এজন্য একটু ভাবসা গরম পড়ছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই সুন্দর ছিল। বিশেষ করে আমার কাছে ৪ নাম্বার ফটোগ্রাফি টা সত্যি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

যদি এখন একটু আকাশ মেঘলা মেঘলা লাগছে জানিনা বৃষ্টি হবে কিনা

আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি যে ফুলের ফটোগ্রাফি করার জন্য দৌড়ে ফুল গাছের কাছে চলে গিয়েছিলেন পরে আমার খুবই ভালো লাগবে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি এরকমই করি মাঝেমধ্যেই দূরে কোথাও যদি দেখি কোন অবজেক্ট সুন্দর লাগছে দৌড়ে চলে যায় ছবি তোলার জন্য।

বরাবরই আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে যায় আজও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর কিছু আলোকচিত্র ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই খুবই ভালো লেগেছে বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ নাম্বার ফটোশপ থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে

আসলে আকাশের ছবি সব সময় সুন্দর হয়।

আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে চমৎকার এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

জ্বি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এতো মূল্যবান মতামত প্রদান করার জন্য।

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দারুন লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। বিশেষ করে এক ও চার নাম্বার ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হুম । ৪ নাম্বার ছবিটা আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে আপু।

সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাইয়া।বিশেষ করে রেনডম ফটোগ্রাফি গুলো দেখার মাধ্যমে বিভিন্ন রকমের ছবি দেখে ভালোই লাগে। আর আপনি অনেক সুন্দর কিছু ছবি আমাদের মাঝে আজকে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হুম। রেনডম মানেই তো এক এক ছবি এক এক অরকম।

Let's take care of our mother 🌎🌍🌏 together.🤝

sure bro we have to do this together.

বৌগাইনভিলিয়া গ্লাব্রা।

এই ফুলের নাম উচ্চারণ করতে আমারই তো কষ্ট হচ্ছে ভাইয়া । 🤭 তবে আপনার রেনডম ফটোগ্রাফি গুলো ভালো ছিল । সন্ধ্যার পূর্বে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

হুম ভাই। দাত ভেংগে যাওয়ার মতন অবস্থা আরকি।

আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফুলের কলির ফটোগ্রাফি টা আমার কাছে বেশ ভালো লাগলো। তার সাথে চায়ের কাফের ফটোগ্রাফিটাও অসাধারণ হয়েছে। এইরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগে।

জ্বি আপু। আসলে যেসব জিনিশ এর ছবি তুলেছি সেগুলো সুন্দর। তাই এমন দেখায়।

আমি নিজেও ফটোগ্রাফি বেশ পছন্দ করি। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। তবে আপনার লেখাগুলো পড়ে আমার বেশি ভালো লাগছে। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা সবচাইতে ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

হুম ভাই। আমাদের বয়সের বেশিরভাগ মানুষ ফটোগ্রাফি পছন্দ করে।

ফটোগ্রাফিতে এই কমিউনিটিতে কেউ কারো চাইতে কম নয়। আপনার তোলা এক এবং ছয় নম্বর ছবিটি আমার কাছে খুবই ভালো লাগলো। দারুন ফটোগ্রাফি করেন আপনি ধন্যবাদ

ঠিক বলেছেন। অনেকেই দারুন দারুন সব ছবি উপহার দেয় আমাদের।

বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

জানিনা কতটা চমৎকার করতে পারি৷ তবে সর্বাত্মক চেষ্টা থাকে৷

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আসলে দক্ষ হাতে যা কিছু করা যায় সবকিছুই অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলে ফটোগ্রাফি করতে ভালোই লাগে। দক্ষতা আছে কিনা জানিনা।

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি। আপনার তোলা প্রত্যেকটি পোস্ট খুব অসাধারণ হয়েছে। বিশেষ করে শেষ বিকালের ছবিটা খুব ভাল লেগেছে আমার কাছে।

বিকালের ছবি গুলো সুন্দর হওয়ার কারন হচ্ছে সূর্যের অবস্থান।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া প্রতিটা ছবি একদম স্বচ্ছ পরিষ্কার যার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। প্রকৃতির মাঝে থেকে এমন সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই সচ্ছ ছবি তুলতে যেয়ে অনেক গুলো ক্লিক করতে হয় ভাই।

আপনার প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির মাঝে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। ৪ ও ৬ নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার।

সবই আপনাদের দোয়াতে ভাই। আমি চেস্টা করি বিষয় গুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য।