হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
স্বাগতম আপনাদের আমার BMW তে। হেহে নিশ্চই আপনারা টাইটেল পড়ে আর পোস্ট কভার দেখে আবাক হয়ে গিয়েছিলে। হি হি। অবাক হওয়ার মতই বিষয়। তবে আমি কিন্তু টাইটেলই ক্লু দিয়ে দিয়েছিলাম। ভালো মতন খেয়াল করলে বুঝতে পারবেন। আসলে আমি BMW ছাতা কিনেছি। হাহা ঠিক শুনেছেন। BMW এর ছাতা। এই ছাতা কেনার দুইটি কারণ। প্রথমত আমার আগের ছাতাটি নষ্ট হয়ে গিয়েছিলো। আর ২য় কথা হচ্ছে এই ছাতা নিয়ে ফেসবুক এ অনেক মিমস দেখেছি। তাই ভাবলাম আমিও কিনে নেই। অনেক দিন থেকেই কেনার প্ল্যান করতেছিলাম। তবে ভালো মানের পাচ্ছিলাম না। এই নাম দিয়েই অনেক গুলো লো কোয়ালিটির ছাতা বের হয়েছে। যেহেতু একটু দাম দিয়েই কিনবো তাই কিছু দিন অপেক্ষা করাই ভালো মনে করলাম। তবে মাঝে মাঝেই অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে খোজ নিচ্ছিলাম। আমার পরিচিত এক অনলাইন শপ এ ছিলো। কিন্তু শেষ হয়ে গিয়েছে। যাক কি আর করা। আমি অপেক্ষা করতে থাকলাম। আর অত বেশি ও প্রয়োজন ছিলোনা হিসেবে। তবে হলেও খারাপ কি। সেদিন একটা অনলাইন প্ল্যাটফর্মে খোজ করতে যেয়ে খুজে পেলাম। ছাতাটি ছিলো ১২ শিক এর। আর BMW এর ছাতা। অরিজিনাল না যদিও। তবে মজা করা যাবে। তবে ঠকাও যাবেনা। তাই ভালো মতন ছাতার খোজ নিতে থাকলাম। রিভিউ গুলা খুললাম। সবাই দেখলাম ভালো রিভিউ দিয়েছে। কেউ কিনেছে ২ টা কেউ বা ১ টা। তবে কিছু খারাপ রিভিউ দেখলাম। তাই আর অর্ডার করিনি।
কিছু দিন পর আবার সেই বিজ্ঞাপন দেখলাম। তখন আবার সব কিছু দেখতে লাগলাম। এবার ভাবলাম নীল রঙ এর টা নিবো। তো আমি ঠিক ভাবে অর্ডার প্লেস করে দিলাম। সাথে ভাউচার থাকার কারণে ছাড় পেয়েছি কিছু। অফিস এর ঠিকানা দিলাম পিক করার জন্য। এতে সুবিধা হয়। যেহেতু অফিস এ থাকি তাই সুবিধা হয়। দেখে শুনে নিতে পারবো। অর্ডার করার সাথে সাথে সেলার কে মেসেজ দিয়ে বলে দিলাম যেনো নীল রঙ এর টা দেয়। এরপর ফেসবুক এ অন্য রঙ এর টা দেখে আবার ভালো লেগে যায়। তখন সেলার কে আবার মেসেজ দিয়ে জানালাম যে ভাই আমার এই রঙ এর টা লাগবে। এই রঙ এর নাম কি দিবো জানিনা। তাই ছবি তেই দেখেছেন হয়তো। যাক রঙ টা সুন্দর লাগে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। শপটা ছিলো চট্টগ্রাম এর। তাই অর্ডার পৌঁছাতে সময় লাগবে ৪-৫ দিন। কিন্তু আমার ভাগ্য ভালো যেদিন অর্ডার করেছি সেদিনই চট্টগ্রাম থেকে গাড়ি ছেড়েছিলো। তাই আমার ছাতাও পাঠিয়ে দেয় তারা। বুধবার রাতে অর্ডার করেছিলাম। আর সেটা পেলাম আজ শনিবার সকালে। তবে পাওয়ার কথা ছিলো সোমবার। অর্ডার করার পর এতো দিন কি অপেক্ষা করতে মন চায় বলেন। আমার হিসেবে যেদিন অর্ডার করবো তার পরের দিন পাওয়া উচিৎ। যদিও এটা সম্ভব হতে আরো অনেক সময় লাগবে। তবে ঢাকার ভিতর অর্ডার করলে মাঝে মাঝে ১ দিনে পাওয়া যায়।
তো যাই হোক। আজ সকালে দারাজ থেকে কল আসলো। নাম্বার দেখেই বুঝেছি নিশ্চিত ছাতা এসেছে। উনি বললো আমার সার্ভিস সেন্টারে আসতে আর ১ মিনিট লাগবে। বাসা থেকে আগেই টাকা এনেছিলাম। সেটা নিয়ে সামনে চলে গেলাম। এরপর ছাতা রিসিভ করে টাকা পে করে দিলাম। এবার আমার পার্টস সেকশন এ নিয়ে আসলাম। এবার খোলার পালা। এন্টি কাটার নিয়ে খোলা শুরু করলাম। আর আমার এসিস্ট্যান্টকে দিলাম ভিডিও করতে যেনো ছাতায় কোনো সমস্যা থাকলে প্রুফ থাকে। প্রথমেই নিশ্চিত হলাম যে কালার চেয়েছি সে কালারই দিয়েছে। এরপর ছাতা খুলে সব কিছু ভালো ভাবে চেক করলাম। দেখলাম ছাতাও ১০০ তে ১০০। ভালো লেগেছে এটি অটো খোলা ও বন্ধ হবে। সব কিছু চেক করে ছবি তুলে রেখে দিলাম। এবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম সব। আশা করি আমার এই BMW আপনাদের পছন্দ হয়েছে। কে কে এই BMW রাইডে যেতে চান আমার সাথে তারা হাত তুলুন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টির দিন মানে ছাতার ছড়াছড়ি। কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম সেখানে ছাতা কিনতে গিয়ে দেখতে পাই bmw নামে ছাতাও আছে। একজন কাস্টমার bmw ছাতা কিনতে ছিল দোকান থেকে।দোকানদার ও বলেছিল bmw ছাতা নাকি ভালো । তখন আমিও তাকে বলি আমাকেও একটা দেন।দুর্ভাগ্যবশত দোকানদার আমাকে দিতে পারল না। কারণ একটাই ছিল অবশিষ্ট। আর সেটি ওই লোকটি আমার আগে নিয়ে গিয়েছে। যাইহোক পরে অন্য কোম্পানির ছাতা নিয়ে বাসায় ফিরলাম।কারণ হাঁটতে আর ভালো লাগছিল না । ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু ছাতার কোয়ালিটি দেখলাম ভালোই। ডাবল শিক এর ব্যাপারটা বেশি ভালো লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টের টাইটেল দেখে আমি একটু অবাক হয়েছিলাম ভেবেছিলাম bmw প্রাইভেট কিনেছেন নাকি। তারপরে দেখলাম না ছাতা কিনেছেন। আপনার প্রথম ছাতাটা নষ্ট হয়ে গিয়েছে তারপরে আপনি অনলাইন প্লাটফর্ম থেকে ছাতা কিনেছেন জেনে বেশ ভালো লাগলো। ১২ সিকের ছাতাটা দেখতে বেশ ভালো ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিহি চড়বেন নাকি আমার BMW তে? বৃষ্টিতে রাইড দেওয়া যাবে। হাহাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার টাইটেল দেখে তো প্রথমে মনে করেছিলাম যে আপনি bmw কার কিনেছেন ভাইয়া। পরে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম যে আপনি bmw ছাতা কিনেছেন। ভালোই তো তাহলে ভাউচার থাকার কারণে কিছুটা ছাড় ও পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেহেহে। একটু মজা করলাম আরকি। হ্যা ভাউচার থাকাতে সুবিধা হয়েছে। এক্ষেত্রে ডেলিভারি চার্জটা গায়ে লাগেনি আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ছাতা আপনি দারাজ থেকে কিনেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর সাতাটি দেখতে পেরে। আসলে আমিও এর আগে দারাজ থেকে অর্ডার করে বেশ কিছু জিনিস পেয়েছিলাম। অনেকেই বলে থাকে দারাজ থেকে ভালো পূর্ণ আসে না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি না আমি যা অর্ডার করেছি তাই ভালো কিছু দিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম। রিভিউ দেখে কিনেছিলাম। তাই ভালো পেয়েছি। মানুষ খেয়াল করে কিনে না ভাই। তাই ঠকে যায়। পণ্যে সমস্যা হলে সহজেই তা রিটার্ন করার ব্যবস্থা আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক বন্ধু অন্য বন্ধুকে ফোন দিয়ে জানায় তারতারি বাহিয়ে আয়,BMW নিয়ে বের হয়ছি। বন্ধু দৌড়ে গিয়ে দেখে BMW গাড়ি নয়, ছাতা,হা হা হা। তখন কেমনডা লাগে....।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেহেহেহে। অস্থির মজা ভাই। এ জন্যই আমিও কিনেছি। মজা করবো সবার সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit