হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দিন কাল কেমন যাচ্ছে আপনাদের। মাসের শেষের দিকে আমার উপর দিয়ে ভালোই প্যারা যায়। অনেক হিসেব নিকেশ করে অর্ডার প্লেস করতে হয়। বাজেট পূরণ করতে হয়। শেষে আমি চাপে চ্যাপটা হয়ে যাই বলতে গেলে। কাল আরো প্রেশার অপেক্ষা করছে আমার জন্য। আশা করি ঠিক হয়ে যাবে দুই তিন দিন এর মধ্যে।
ডিজিটাল এই যুগে সব কিছুই যেনো প্রোগ্রামিং নির্ভর। জীবনের প্রতিটা ধাপই যেনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর আয়ত্বে চলে গেছে। সবখানেই যেনো প্রোগ্রামিং আর প্রোগ্রামিং খেলা। প্রোগ্রাম করতে কিন্তু সেই মজা লাগে। আর প্রোগ্রামিং দেখতেও ভালো লাগে তবে নিজে যদি একটু প্রোগ্রামিং করতে পারি তাইলে যেনো আরো বেশি ভালো লাগে। আমি ছাত্র মেকানিক্যাল এর ছাত্র হলেও প্রোগ্রামিং আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমার থেকে হাজার গুনে বেশি ভালো অনেক প্রোগ্রামার আছে। সে তুলনায় আমি নস্যি। হেহেহে। তবে প্রোগ্রামিং আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হতাম। তাহলে হয়তো অনেক ভালো করতে পারতাম। তবে যাক ব্যাপার না। কপালে যা আছে তাই তো হবে।
দুই কি তিন সেমিস্টার আগে আমাদের একটা কোর্স ছিলো C++ নিয়ে। সেখানে আমি অনেক ধরনের প্রোগ্রামই আয়ত্ব করতে পেরেছিলাম। আপনাদের সাথে অনেক গুলো শেয়ার ও করেছিলাম। তবে দীর্ঘদিন প্র্যাকটিস না থাকায় এগুলো সব ভুলতে চলেছিলাম। তাই ভাবলাম এখন আবার মাঝে মাঝে কিছু চর্চা করবো। আর তার থেকে আপনাদের মাঝে শেয়ার করবো। এতে করে আমার মনে থাকবে। এখানে অনেক এক্সপার্ট আছেন। আমার ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার প্রোগ্রামের কোডিং-
#include <iostream>
int main() {
double num1, num2;
std::cout << "Enter the first number: ";
std::cin >> num1;
std::cout << "Enter the second number: ";
std::cin >> num2;
double result = num1 * num2;
std::cout << "The multiplication of " << num1 << " and " << num2 << " is: " << result << std::endl;
return 0;
এটি ছিলো আমার পুরো কোডিং৷ এবার আসুন ব্যাখ্যা করা যাক। শুধু মেইন বিষয় গুলো ব্যাখ্যা করলাম। -
double num1, num2;
প্রথমেই ইউজার এর কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য দুইটি সংখ্যার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম।
std::cout << "Enter the first number: "; std::cin >> num1;
এবার ইউজার থেকে একটি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য ইনপুট প্রোগ্রাম লিখলাম। যেটা প্রথম নাম্বার এর ভ্যারিয়েবল এ যুক্ত হবে।
std::cout << "Enter the second number: "; std::cin >> num2;
এবার একই ভাবে দ্বিতীয় সংখ্যাটিও ইনপুট নিলাম যেটি অন্য নাম্বার এর ভ্যারিয়েবল এ যুক্ত হবে।
double result = num1 * num2;
এবার গুণ এর কাজ সম্পন্ন হওয়ার জন্য প্রোগ্রাম লিখে দিলাম । যেটি রেজাল্ট নাম এ আসবে।
std::cout << "The multiplication of " << num1 << " and " << num2 << " is: " << result << std::endl;
এবার আউটপুট হিসেবে গুণফল দেখানোর প্রোগ্রাম লিখে দিলাম। যেটি রেজাল্ট থেকে আউটপুট দেখাবে।
চলুন এবার প্রোগ্রাম রান করে দেখা যাক হয়েছে কিনা? -
এই ছিলো সেই প্রোগ্রাম রান করার পর একটি স্ক্রিনশট৷
তো এই ছিলো আমার আজকের পোস্ট এর। আশা করি ভালো লাগবে। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন মিস করছি আমার যদি এই কোর্সটা থাকতো, যাই হোক কিছুটা ভালো লাগলো প্রোগ্রামিং গুলো দেখে, যদিও বেশিরভাগই মাথার উপর দিয়ে গেল। এটা ঠিক এখন সবকিছু প্রোগ্রামিং এর উপর নির্ভর করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম বন্ধু। সব কিছুই এখন অনেকটা প্রোগ্রাম নির্ভর হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit