হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দিন কাল কেমন যাচ্ছে আপনাদের? আবহাওয়া যেহেতু ঠান্ডা সেহেতু আমিও ঠান্ডা। আর এখন তো ঠান্ডা থাকবেই৷ কারন আমি এখন গরম এর জন্য মিনি ফ্যান কিনেছি না? আজ সে ঘটনাটাই শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে অনেক৷
প্রকৃতির তাপমাত্রা অনেক বেশি থাকে। সম্প্রতি অনেকদিন ধরে গরম আর গরম। গরম যেনো সহ্য করা দায়। স্পেশালি আমার ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো আমি ভাই গরম কে ঘৃণা করি। একদমই সহ্য করতে পারিনা এই গরম। গরম আবহাওয়া খুবই বিরক্ত লাগে আমার কাছে। আমি গরমে প্রচন্ড ঘামি। এই গরমের দিনে আমি ঘামতে ঘামতেই দুর্বল হয়ে যাই। আর এ বছর জেনো আমি আরো বেশি পরিমানে ঘামতেছি। ডাক্তার দেখাবো ভাবতেছি। তবে সময় এর জন্য হয়ে উঠে না। আমার বেশি খারাপ লাগে বিদ্যুৎ চলে গেলে। যেখানে অফিস এ মাথার উপর ফ্যান তবুও ঘামি৷ সেখানে বিদ্যুৎ চলে গেলে আমার কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। গরমে তো কষ্ট হয় সাথে ঘেমেও একাকার। আরো বেশি অবস্থা খারাপ হয়। বাসে বসে বা দাঁড়িয়ে যেভাবেই থাকিনা কেনো গরমে অবস্থা খারাপ হবেই। আরো বেশি কষ্ট লাগে জ্যাম এ পরলে। একদম শেষ করে দেয়। এই গরমের জন্য অনেকদিন ধরেই ভাবতেছি যে মিনি রিচার্জেবল ফ্যান কিনবো৷ তবে মনের মতন মডেল পাচ্ছিলাম না।
এই তীব্র গরম সহ্য করতে না পেরে এবার সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে এবার কিনতেই হবে৷ কষ্ট করা সম্ভব না। একটু আরাম এর ও দরকার আছে।৷ অনেক গুলো রিভিউ দেখলাম। এরপর আমার পছন্দ হলো JisuLife এর F2B মডেল এর ফ্যানটি। ফ্যানটির দাম ১৩০০-১৪০০ টাকার মধ্যে ছিলো। আমি প্রথমেই ফেসবুক এর মার্কেট প্লেস এ সার্চ করি। সেখান থেকে অর্ডার ও করি। ৫ দিন হওয়ার পর ও ফ্যান বুঝে পাইনা। এদিকে গরমে তো আমি শেষ। যোগাযোগ করার পর শুনি যে দিতে পারবেনা। খুব রাগ হয়। দিতে পারবেনা ভালো আমাকে জানাবে তো? তাইলে আমি নতুন করে অর্ডার করতে পারতাম। তবে ওনার ও দোষ ছিলোনা। উনি একটা shop এর রেফারেন্স এ করেছিলো। সে শপ থেকে দেয়নি। কি আর করা। আমি নেট ঘাটতেছিলাম। এরপর রকমারি তে পেয়ে গেলাম। সাথে সাথে অর্ডার মেরে দেই। দেড়ি করিনি। কারন শুধুমাত্র ১ পিছ স্টক ছিলো। এটি হাত ছাড়া হলে লস আমার। আরো অপেক্ষা করতে হবে।
আমি অর্ডার করার কিছুক্ষণ পরই ওরা অ্যাপ্রুভ করে দেয়। তারপর আমার অপেক্ষার পালা। ইতিমধ্যে আমি ওদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে জানাই যে আমার এই প্রোডাক্টটা যেন খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। তারা আমাকে বলল যে হ্যাঁ তাড়াতাড়ি পাঠাবে। তারপর আমি ওয়েট করতে ছিলাম। তো পরের দিন দেখলাম আমার প্রোডাক্ট রেডি করে ওদের কুরিয়ার এর কাছে হ্যান্ডওভার করে দিয়েছে। এর পরের দিন আমি আবার ওদের সাথে যোগাযোগ করে বললাম যে আমার প্রোডাক্ট এর জন্য আজকের মধ্যেই ডেলিভারি দেওয়া হয় কারণ আমি অফিসে থাকব না। এরপর একটা সময় কুরিয়ারের লোক এসে আমাকে ডেলিভারি দিয়ে গেল আমি তাকে টাকা পেয়ে করে দিলাম। তারপর সবকিছু দেখেশুনে ঠিকঠাক মতো নিয়ে নিলাম। এই ফ্যানটি আমার নেওয়ার অনেক কারণ রয়েছে এই বাজেটে আমি অন্যান্য ফ্যান দুই তিনটা পেতাম। কিন্তু এটা বাছাই করার কারণ হচ্ছে এটা অনেকক্ষণ চলে। প্রথমে স্পিডে যদি এটা চালাই তাহলে প্রায় ১২ ঘন্টা থেকে ১৬ ঘণ্টা চলবে এ কারণেই নেওয়া। বাসে বসে এখন আর কষ্ট পেতে হবে না। বাতাস খেতে পারব ছোট এই ফ্যান দিয়ে।
তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেননা। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন এক পোস্ট এ।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ফ্যান কিনেছেন বলেই হয়তো আবহাওয়া ঠান্ডা হয়েছে 😅😅। তবে গত দুইদিন থেকে আমাদের অঞ্চলে অনেক গরম ও অনেক রোদ। আপনার ফ্যানটা পার্সেল করে আমাদের এদিকে পাঠিয়ে দিন। তাহলে আমরাও একটু ঠান্ডা আবহাওয়া পাবো। এই ছোট ফ্যানগুলো এই গরমে সত্যিই অনেক প্রয়োজনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম।কিন্তু এর সুফল পাচ্ছি এখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit