*আজ ডিজিটাল আর্ট তবে একটি ভিন্ন রকম ভাবে। ভাবলাম নতুন কিছু করি। সেদিন আমার ছাত্রকে পড়ানোর সময় দেখলাম ওর বই এ কিছু স্টিকার লাগানো আছে। যেগুলো পোকেমন কার্টুন এর। পোকেমন গুলারে দেখে সেই ভালো লাগলো। ভাবলাম এগুলার ছবি আকবো। তাই ছবি তুলে নিলাম। অনেক ৭ টা পোকেমন আছে। তাহলে আমার ৭ পর্ব কাভার হবে। তবে হ্যা আমি পর পর দিবোনা। মাঝে মধ্যে ১ পর্ব করে পাবলিশ করবো। এর ধারাবাহিকতায় আজ আঁকবো চার্মেন্ডার। *
আমার তৈরি আর্ট
![work1.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSBCZjDegBfxJDZkKJtSAjNpMjFEYfwJ7Z6oa1QzBGBLM/work1.png)
আজ আমি এই পোকেমন এর আর্ট করে দেখাবো আপনাদের।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
প্রথমে আমি আমার তোলা সেই ছবিটি ফটোশপ এ ইম্পোর্ট করি। তারপর যে আর্ট টি করবো সেটির আউটলাইন টানার জন্য সেটিকে বড় করে মাঝ বরাবর রেখে অপাসিটি কমিয়ে দেই। যেনো হালকা বুঝা যায়। এতে আউট লাইন টানতে সুবিধা হবে।
এবার নতুন একটি লেয়ার খুলি। তারপর লিগাসি ব্রাশ টুল থেকে হার্ড রাউন্ড ব্রাশ নেই যার সাইজ ৫ পিক্সেল। তারপর পেন টুল দিয়ে আউট লাইন ড্র শুরু করি। প্রথমে চার্মেন্ডার এর শরীর এঁকে ফেলি।
এবার বাকি এক হাত এবং পায়ের নখ গুলো এঁকে নেই।
এবার চার্মেন্ডার এর কিউট চোখ দুটি এঁকে দেই। এই কিউট চার্মেন্ডার কিন্তু বড় হলে ড্রাগন হয়ে যায়। যারা পিকাচু দেখেছেন তারা হয়তো জানেন বিষয়টা ।
এবার আমি নতুন একটি লেয়ার খুলে সেটিতে চার্মেন্ডার এর লেজ এঁকে দেই।
এবার লাল রঙ সিলেক্ট করে সেটি দিয়ে লেজ এর উপর আঁকি। এগুলো হবে আগুন। কারণ চার্মেন্ডার এর লেজ এ আগুন জ্বলে।
এবার প্রথমে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করি। তারপর রঙ সিলেকশন করি। গাঢ় কমলা রঙ বাছাই করি যেহেতু চার্মেন্ডার এই রঙ এর হয়। তারপর পুরো শরির রঙ করি।
একই ভাবে শরীর এর বাকি অংশ গুলোকে রঙ করে দেই।
এবার প্রথমে ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। তারপর নিচে আমার নাম লিখে ড্রইং এর কাজ সমাপ্ত করি।
![86 dragon mini.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmaXxvixcrUNzQfFqRYeETwkXP6rZvnHen9E2ByunxsM9K/86%20dragon%20mini.png)
চার্মেন্ডার এর দৃশ্য।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় এই অভ্যাসটি আমার খুবই বেশি পরিমাণে ছিল, চুইংগাম খেয়ে যে ধরনের স্টিকার পেতাম তা লাগাতাম আমার বইয়ের পাতায়।
আপনার ছাত্রের বইয়ের স্টিকার এর খুবই সুন্দর একটা ডিজিটাল আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আমি সবসময়ই আপনার অংকন করার ডিজিটাল আর্ট গুলো দেখে মুগ্ধ হই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একই ভাই। আমিও এরকম করতাম ছোট বেলায়। ১ টাকা করে চুইংগাম পাওয়া যেতো । তার ভেতর স্টিকার থাকতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপমার 'আমার ছাত্রের বই এর স্টিকার হতে চিত্র অঙ্কন পর্ব-১' এর স্টিকার টি অতিরিক্ত কিউট, হাহা। খুব সুন্দর ভাবে স্টিকারটির ডিজিটাল আর্ট করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাইয়া। চার্মেন্ডার দেখতে খুবই কিউট হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit