এইভাবে ছেলেটি মেয়েটিকে ছাড়া তিন মাস কেটে গেল অতঃপর যা ঘটল ভাষা হারিয়ে ফেললাম
আমরা এইখানে ছিলাম অতঃপর রাকিব এর বউ তালাক হওয়ার পর সে একদম একাকীত্ব বোধ করছিল তারপর আবার তাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার প্রস্তুত হল এবং হঠাৎ একদিন একটা মেয়ে দেখা হলো মেয়েটা গরিব মানুষের মেয়ে ছিল।তারপর রাকিবের পরিবারের সকলে মেয়েটাকে দেখতে গেল। দেখতে যেয়ে দেখলো মেয়েটা খুব সুন্দর ছিল রূপবতী। দেখে সবাই পছন্দ করে ফেলল আর কোন দিকে তাকালো না। সবারই পছন্দ হয়ে গেল বিয়ের তারিখ ঠিক হয়ে গেল এবং সকলে বিয়ের দাওয়াত খেল খুব আনন্দ করে।এভাবেই চলে যাচ্ছিল প্রথম সপ্তাহ। মুখে তুলে খাওয়ানো । |
---|
আসলে একটা কথা হচ্ছে কি প্রথম প্রথম সবকিছুই ভালো লাগে বোঝা যায়না তার ভেতরে কী আছে। আসলে মানুষের উপরের দিক দিয়ে আমরা বিচার করি তার রূপ গুণ কিন্তু রূপ-গুণের অধিকারী হলে যে মানুষের মনটা সুন্দর হবে এমন তো কথা না 🥺
তারপর মেয়ের বাবা একটু গরিব মানুষ ছিল তাই গোপনে কিছু মেয়ের শশুর আব্বার কাছে টাকা ধার নিয়েছিল। সঠিক সময় দিতে না পারায় প্রথম ঝামেলা সৃষ্টি হয় তাদের ফ্যামিলির মধ্যে তখন থেকেই তাদের জীবনে অশান্তির বয়ে আনে এটা খুবই কষ্টকর একটি মুহূর্ত । |
---|
আসলে টাকা এমন এক একটা জিনিসই এটি আত্মীয়র ভিতরে লেনদেন করলে আত্মীয়তা থাকেনা কিন্তু উপকার করা ভালো কিন্তু সঠিক সময় দিতে না পারলে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়।এটা বাস্তব একটি কথা আমার জানা মতে
তারপর বিয়ে হওয়ার পর রাকিবের আব্বু একটা দোকান দিয়ে দিয়েছিল এবং সে দোকান চালিয়ে সংসার করত কিন্তু দোকান চালানোর জন্য তাকে 3/4 লাখ টাকা দেয়া হয়েছিল কিন্তু সে অতিরিক্ত খরচ করত না। কোন হিসাবে রাখতো না যে যা বলতো তাই দিয়ে দিত এভাবে তার দোকানের সকল মালামাল ফুরায়ে গেল এবং অতিরিক্ত বাকি করতে লাগল তখন বাড়ির সকলের মানসম্মান এর ওপর হাত পরল আসলে তখন তাকে দেখলে মানুষ চেপে ধরত টাকা নেওয়ার জন্য তখন ওর আব্বু বাজারে গেলেই শুধু বলতো টাকা দেন আপনার ছেলে বাকি করছে। একটা সময় কি হলো সকল মালামাল বিক্রি করার সিদ্ধান্ত করল লাস্টে 40 হাজার টাকা নিয়ে চলে আসলো 5 লাখ টাকা খরচ করে দোকান দিয়ে তাহলে বোঝেন কি একটা অবস্থা🥺 । |
---|
আসলে একটা জিনিস সবার দ্বারা সবকিছু হয় না। ।আসলে ও কিন্তু ব্যবসা করত ব্যবসার প্রতি মনোযোগ ছিল কিন্তু তাকে দোকান দেওয়া হয়েছে আসলে সে কোন কিছুই বুঝে উঠতে পারে না। এজন্যই 5 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে যে 40 হাজার টাকা নিয়ে বাড়িতে আসলো।
তারপর কি আর করবে বাবা-মার হাতটা ধরে সে বলল আমি ব্যবসা করবো। তাকে ব্যবসায় ঢুকিয়ে দেয়া হলো এভাবেই তাদের সময় কেটে যাচ্ছিল তারপর তাদের ঘরে ছোট্ট একটা সন্তান হলো সন্তানটি খুবই সুন্দর এবং পরিবারের সকলে সন্তানকে দেখে খুব আনন্দ। সকল দুঃখ-কষ্ট ভুলে গেল তখনই ভাবতে লাগলাম যে ওদের ফ্যামিলিতে আবার শান্তি আসছে। সকলের মনে একটা প্রশান্তি কাজ করছে কারণ বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আর কোন কিছুই তাদের মাথায় কাজ করে না। এভাবে তিন থেকে চার মাস খুব সুন্দরভাবেই তাদের জীবনযাপন ভালই চলছিল তারপর । |
---|
আসলে একটা কথা কি সুখে থাকতে ভূতে কিলায় তাই কথা হজম করতে শেখা ভালো।।। চুপ থাকা অনেক ভালো চুপ থাকলে অনেক কোন কিছুই সম্মুখিন হতে হয়না।যে বকবে একটা সময়
বকতে বকতে একাই থেমে যাবে
তারপর একদিন হঠাৎ তাদের ফ্যামিলিতে অশান্তি বয়ে আনলো কি নিয়ে যেন।বৌমা শাশুড়ির ঝগড়া বেধে গেল। সাধারণত দেখবেন প্রতিটা ফ্যামিলিতেই বৌমা শাশুড়ির ঝগড়া হয়ে থাকে কিন্তু সব ক্ষেত্রে না |
---|
আসলে বয়স হয়ে গেলে কিন্তু বাবা-মা ছেলেমেয়েকে শাসন করতেই পারে কিন্তু হঠাৎ একদিন রাকিবের বউ হঠাৎ রেগে গেল। রেগে গিয়ে আর কোন মতেই থামছে না।কোন কথা শুনছে না। সে বলছে যে আমি আর থাকবো না আমি একা হয়ে থাকব।তারপর আর তার বাড়ি থেকে বাবা মা আসলো। এসে পাড়ার লোকজন এসে আলাদা করে দিল।কিন্তু রাকিব কোনমতেই আলাদা হবে না সে কান্নাকাটি করছে তাদের কাছে এসেও। সে একদম কান্নাকাটিতে ভরে গেল। |
---|
আসলে রাগের মাথায় বাপ মা যতই বলুক তার মা কান্না করছিল। যতই হোক আপন ছেলে। খুবই কষ্টকর একটি মুহূর্ত ছিল। এক পরিবারে থেকেও আলাদাভাবে সংসার করবে ।আসলেই অল্প বয়সেই
বিয়ে তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো
তারপর তারা আলাদা হয়ে সংসার করতে লাগল। নিজের রান্না নিজে করে খেতে লাগল। সব থেকে কষ্টের মুহূর্ত কোলে একটা বাচ্চা মেয়ে আছে জানিনা আল্লাহ তাদের কিভাবে রাখবে। আমি দোয়া করি তারা যেন সুখে থাকে।কিন্তু সে যদি সেই সময় কতগুলো হজম করতো আজকে এমন পরিস্থিতি হত না তারা এক ভাবে বসবাস করতে পারত। অতিরিক্ত রাগের কারণ ও জেদের কারণে আজকে এই অবস্থা |
---|
অতঃপর এভাবে চলতে থাকলো কয়েকদিন.................................... |
---|
গল্পের বিষয়ে যত্নশীল ছিলেন।ভাল ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit