♥Target December Power Up ♥️টার্গেট ডিসেম্বর সিজন -2 এ পাওয়ার বৃদ্ধি♥️আমার অংশগ্রহণ 🌼 Week--৬ ✨১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

Picsart_22-03-02_13-11-48-649.jpg

আজ ২৮০০ এর কাছাকাছি🤲🤲🤲🤲

  • অবশেষে ২৯০০ সম্পন্ন করে ফেললাম ।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।সুমন ভাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি পথ আমাদের দেখিয়ে দেয়ার জন্য। ইচ্ছা থাকলেও পাওয়ার আপ করার জন্য মানসিকভাবে একটু সাপোর্ট দরকার এবং এটি আমাদের অবস্থান শক্ত করতে সহায়তা করবে তো চলুন শুরু করা যাক।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt3EPramMUk3WJ2pqw2yTh1N4L9UFyX9r5R4C9e1Wo7jxabEF5WeGZWBbrihvydVG5mMCnNJCQvjEVHwKN4N.png

প্রথম সপ্তাহলিংক
২য় সপ্তাহলিংক
৩য় সপ্তাহলিংক
৪র্থ সপ্তাহলিংক
৫ম সপ্তাহলিংক

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt3EPramMUk3WJ2pqw2yTh1N4L9UFyX9r5R4C9e1Wo7jxabEF5WeGZWBbrihvydVG5mMCnNJCQvjEVHwKN4N.png

প্রথম ধাপ

Picsart_22-03-02_13-06-57-153.jpg

২য় ধাপ

Picsart_22-03-02_13-07-32-671.jpg

৩য় ধাপ

Picsart_22-03-02_13-07-55-002.jpg

চতুর্থ ধাপ

Picsart_22-03-02_13-08-21-828.jpg

অবশেষে আমি ২৯০১,৬০২ স্টিম সম্পূর্ণ করতে সক্ষম হলাম

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.pngPB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.pngPB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

আসলে কোন পরিকল্পনা ছাড়াই কখনোই কোনো কাজ হয় না। আমরা প্রতি সপ্তাহে যে হালকা হালকা এমাউন্টের পাওয়ার আপ করি। এইটি একটা সময় অনেক বড় একাউন্টে পরিণত হবে♥আপনারা বেশি বেশি পাওয়ার আপ করবেন।নিজের অবস্থান শক্ত করা ও আমাদের উচিত নিজেও পাওয়ার আপ করা অন্যকেও উৎসাহিত করা।

Amar_Bangla_Blog_logo.jpg

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিয়মিত পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুন এটাই প্রত্যাশা করছি। সেই সাথে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো এই দোয়াই করি♥♥

হ্যাঁ দোয়া করবেন। আমি যেন আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি ♥️

আপনিতো দেখছি একটু একটু করে অনেক পাওয়ার বৃদ্ধি করছেন। নিজের পাওয়ার বৃদ্ধি করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে একটু একটু করে পাওয়ার অফ করলে তা পরবর্তীতে আমাদের অনেক বড় কাজে লাগবে। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। তাই আমাদের উচিত বেশি বেশি করে পাওয়ার আপ করা।

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভাল লেগেছে। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি আপনার লক্ষ্যে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য

দোয়া করবেন ভাই যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনার জন্য শুভকামনা রইল। দারুন মন্তব্য করেছেন।

আপনাকে অনেক অভিনন্দন যে আপনি ২৯০০ এসপি করে ফেললেন। পাওয়ার আপের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই আসতে পারতাম না। আপনি যেন ডিসেম্বর সিজন টু সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন এই কামনাই করি। সেজন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

অভিনন্দন জানানোর জন্য আমার কাছ থেকে প্রাণঢালা লাল গোলাপের শুভেচ্ছা রইল ভাইয়া। অনেক ভালো লাগলো। আপনার মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

আপনার নতুন পাওয়ার আপ এর জন্য অভিনন্দন ভাইয়া। ধারাবাহিক পাওয়ার আপ এর মাধ্যমে আপনি বেশ বড় একটি এমাউন্টের অধিকারী হয়ে গিয়েছেন। এভাবে এগিয়ে যান । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আসলে আমাদের উচিত ধারাবাহিকভাবে পাওয়ার আপ করা যাতে করে। আমরা একটা নির্দিষ্ট সময়ে ভালো একটা এমাউন্টের পাওয়ার আপ গঠন করতে পারি। ধন্যবাদ ভাইয়া।

আপনার পাওয়ার অপ পোষ্ট দেখে আমার খুবই ভালো লাগলো। পাওয়ার অপ করার মাধ্যমে নিজের একাউন্টে সক্রিয়তা বৃদ্ধি পাবে। আপনি অনেক সুন্দর ভাবে ৩০ স্টিম পাওয়ার অপ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে পাওয়ার অপ পোষ্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টে স্বক্রিয়তা বৃদ্ধি পাবে। আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ

আমার বাংলা কমিউনিটির মেম্বারদের মধ্যে দিন দিন পাওয়ার আপ করার প্রবণতা বাড়ছে। এটা খুবই ভালো দিক একটা কমিউনিটির জন্য৷ আপনার পাওয়ার আপ দেখে অনেক খুশি হলাম। এগিয়ে যান এভাবেই। ❣️

ঠিক বলেছেন। এটি খুবই ভালো আমাদের কমিউনিটির জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

পাওয়ার আপ সাধারণত আমরা সবাই ভালবাসি । পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি । আর আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার পাওয়ার আপ এর পোস্ট দেখে খুবই ভালো লাগলো। যার যত বেশি পাওয়ায় তার তত বেশি সক্ষমতা। আপনি খুব সুন্দর ভাবে পাওয়ার আপ এর ধাপ সমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ,ভালো থাকবেন ভাই।

আপনি দারুন মন্তব্য করেছেন। আপনার মন্তব্যের জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

সাধুবাদ জানাই আপনার এই পাওয়ার আপকে। আসলে সবার এরকম পাওয়ার আপ করা দেখলে নিজের মধ্যে একটা ইচ্ছে থাকে। আর আপনি এভাবেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলুন সামনের দিকে শুভকামনা রইল।

দারুন উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

পাওয়ার আপ দেখলেই ভাল লাগে একাধারে অনুপ্রানিত হই বার বার। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে পাওয়ার আপ এর মাধ্যমে। নিজের শক্তি যত বৃদ্ধি করবেন তত নিজেকে আবিস্কার করবেন নতুন ভাবে। শুভ কামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

যত বেশি পাওয়ার বৃদ্ধি ততো বেশি ক্ষমতা অর্জন প্রতি সপ্তাহে দেখতে পাচ্ছি আপনি খুব দ্রুত পাওয়ার বৃদ্ধি করে নিজের ক্ষমতা অর্জন করছেন ভবিষ্যতে স্টিমিট প্ল্যাটফর্মের টিকে থাকার জন্য শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

একাউন্টঃ @razuan12
পাওয়ার বৃদ্ধিঃ =1.04493%