💔একটি অসমাপ্ত প্রেমের গল্প 💔 পর্ব -১||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12

in hive-129948 •  3 years ago  (edited)

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি অসমাপ্ত প্রেমের একটি কাহিনী তুলে ধরব। আপনারা সকলে দেখবেন

💔একটি অসমাপ্ত প্রেমের গল্প 💔

girl-gf6894475e_1920.jpg

sourch




সময়টি আজ থেকে 2 বছর আগের একই ব্যাচে একটি ছেলে এবং একটি মেয়ে পড়াশোনা করত।আসলে ভালো লাগে এমন একটা জিনিস কিভাবে যে হয়ে যায় নিজেও জানা যায় না। আসলে একটি ছেলে ও একটি মেয়ের ভিতরে ভীষণ ঝগড়া হতো অলটাইম তারা বিভিন্ন কাজে হিংসা করত মানে ওর কথা পেলে ওকে সব সময় মার খাওয়ানোর চেষ্টা করত। এভাবেই তাদের দিন চলে যেত। কিন্তু একটা সময় ছেলেটি তাকে ফলো করল যে মেয়েটি তার দিকে শুধু তাকিয়ে আছি অল টাইম।

crying-baby-g4de971813_1920.jpg

Sourch



মেয়েটি কিভাবে ছেলেটির নাম্বারটি পেল তারপর মেয়েটি ছেলের সাথে কথা বলার জন্য চেষ্টা করল। তারা এমনিতেই অলটাইম কেমন আছো কি এভাবে তাদের কথা চলতে থাকে। সাত দিন টাইম চলে গেল এভাবে কথা বলতে বলতে হঠাৎ একদিন সকাল বেলায় প্রাইভেট পড়তে গেছে ছেলেটি আর মেয়েটি সিড়িঁর মুখে দাঁড়িয়ে আছে। হঠাৎ মেয়েটি ছেলেটির হাতে সাদা গোলাপ দিল কিন্তু ছেলেটি চমকে গেল কেন তার ভিতরে কি কোন ভালোবাসা কাজ করছে।ছেলেটির বলতে পারেনা ও মেয়েটি ও বলতে পারেনা।এবং মেয়েটি একদিন ও প্রাইভেট মিস করেনা।কিন্ত মেয়েটি তার চোখ দিয়ে কিছু একটা বুঝাতে চাইতো কিন্তু ছেলেটি বুঝেও না বুঝার ভান করত। একদিন ছেলেটি প্রাইভেট পড়তে গেছে বিকাল চারটার সময় তারপরও মেয়েটিও আসলো মেয়েটিও ছেলেটিকে কিন্তু সেম ব্যাচ ।


দিয়ে প্রাইভেটের ভিতর ছেলেটি বসল । একটি কাজের জন্য বাইরে গেল দিয়ে তারা বইয়ের ভেতর একটি চিঠি মেয়েটির রেখে দিল কিন্তু ছেলেটি বুঝতে না পেরে জোরে জোরে বলছে আমার বইয়ের ভিতরে চিঠি রাখল কে😅 মেয়েটি বলল চুপ করেন করেন। আসলে তখন ছেলেটি হাঁসল।ওখানে লিখা ছিল

আমি তোমাকে ভালোবাসি

তারপর ছেলেটা ভীষণ টেনশনে পড়ে গেল তাকে কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। তারপর ছেলেটি একদিন চিঠির রিপ্লাই দিলো এবং সে চিঠি লিখে তার ব্যাগের ভেতর দিয়ে দিলো এভাবেই তাদের কথা হতো। তাদের মোবাইলে যোগাযোগ হতো না। তারা সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে কথা বলতে পারে না। একদম আদিম যুগের মনে হচ্ছে।এভাবে কথা বলতে বলতে একটা সময় তারা আরও গভীরভাবে মায়ায় আবদ্ধ হয়ে গেল তারপর দুর্ভাগ্যবশত মেয়েটির চিঠিগুলো তার বড় আপু দেখে ফেলেছিল দেখে ফেলার পর তাদের সম্পর্কের ভিতরে ভাঙ্গন ধরল। ছেলেদের সাথে কথা বলল কথা বলে বড় আপু বললো যে তোমরা এখন ছোট আছে তোমরা এখন এই সম্পর্ক বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও পরে দেখা যাবে।ছেলেটি সবকিছু মেনে নিল কিন্তু একটা সময়ে ছেলেটিকে সবকিছু থেকে ব্লক মারা হয় সোশ্যাল নেটওয়ার্ক থেকে মেয়েটির ফোন কেড়ে নিয়েছে আর ছেলেটির সাথে যোগাযোগ করতে দেয়না। এ ধারের ছেলেটি একদম ভেঙে পড়ছে। তিনমাস বাড়ির ভেতরে একা কাটিয়েছে।তারপর ছেলেটি কিছু না ভেবে তার ফ্যামিলিতে জানাই ফ্যামিলিতে জানানোর পর তার ফ্যামিলি তাকে বুঝে উঠতে পারেনি।ছেলেটি তখন একদম একা হয়ে যায়। ডিপ্রেশনের ভিতরে ঢুকে পড়ে সে কারো সাথে কথা বলতেও ইচ্ছা বোধ করেনা। সে এক কথায় ডিপ্রেশনের ভিতরে থাকে তারপর........


হঠাৎ একদিন মেয়েটি এসএমএস দিয়ে বলল যে কেমন আছো?

people-g3a2ce69b0_1920.jpg

Source

তারপর মেয়েটি ছেলেটিকে চাপ দিতে থাকে তার ফ্যামিলিকে জানানোর জন্য এবং বিয়ের চাপ দিতে থাকে অতঃপর ছেলেটির অনেক টেনশন এর ভেতর পড়ে গেল তারপর মেয়েটি ছেলেটিকে অনেক চাপ দিতে থাকলো তুমি আমাকে কোনদিনও ভালোবাসোনি এইসব দিয়ে ছেলেটি একপর্যায়ে একদম ভেঙ্গে পড়ল।


অতঃপর যা ঘটল বলার মত অবস্থা না ভয়ানক একটি অবস্থ।



চলবে



আজকের মতো আমি গল্পের। কিছু অংশ প্রথম পর্বে তুলে ধরলাম এবং পরে এর চেয়েও অনেক হতাশা ভয়ঙ্কর এবং অনেক কষ্টকর মুহূর্ত হতে যাচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম প্রেমের গল্প ভাই আমারও পড়তে খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে প্রেমের গল্প লিখি ও স্টিমিট আমারও কিছু প্রেমের গল্প আছে। অসাধারণ লিখেছেন ভাই। আপনার প্রেমের গল্পটির মধ্যে সবচেয়ে আকর্ষণ ছিল যখন মেয়েটি ছেলেটিকে ভালোবাসি বলে চিঠি দিয়েছিল এবং ছেলেটি যখন চিৎকার করছিল জেনেও। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

ওয়াও ভাইয়া আপনি তো দেখি multi-talented। অনেক সুন্দর ভাবি আজকের এই গল্পটি লিখেছেন। মনে হচ্ছে আপনি আপনার জীবন কাহিনী লিখেছেন। ্। খুব সুন্দর হয়েছে গল্পটি। আসলে বাস্তবে এরকম হাজার গল্প রয়েছে যখন ছেলে মেয়েদের প্রেম কেবল শুরু হয় তখনই সকল সমস্যার শুরু। তবে আশা করি ছেলেটি সকল ডিপ্রেশন কেটে উঠবে। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ভাই।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। অপেক্ষা করেন ভাইয়া ২য় পর্বের জন্য

অবশেষে আজকে গল্প লিখে ফেললেন। ঝগড়ার মাধ্যমে প্রেম গুলো শুরু হলে প্রেম গুলো অনেক সুন্দর হয়। এরকম গল্প বাস্তবে প্রায়ই হয়ে থাকে। মনে হচ্ছে গল্পের টুইস্ট এখনো অনেক বাকি রয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

হুম অনেক শুনলে অবাক হবেন ☹️🥺

ভাইয়া আপনি দারুন একটি গল্প লিখেছেন এবং আপনার গল্পের যে প্রতিপাদ্য তা আমাদের দৈনন্দিন জীবনের একটি ঘটনা। স্কুল আগে দেখতাম ছেলে মেয়ে প্রেম করত প্রাইভেট যেখানে পড়ত সেখান থেকেই ।তারপর তাদের ভেতর চিঠি আদান-প্রদান হয়তো একটা সময় ফ্যামিলির লোকজন জেনে যেত ।তারপর যা হয় আর কি । আমাদের সমাজে বাবা-মারা মনে করে প্রেম করা খারাপ ।যে ছেলে মেয়েরা প্রেম করে সবাই খারাপ কিন্তু আসলে তারা কখনো বুঝতে চেষ্টা করে না সন্তানেরা কি চাই। যদিও সন্তানের এই বয়সে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তবে আপনার গল্পের যে জিনিসটা ফুটে উঠেছে আমাদের ছেলেমেয়েদের ভেতরে যে হতাশা অর্থাৎ একটি ছেলে অল্প বয়সে প্রেমে পরে এবং তার পক্ষে কখনই ওই বয়সে বিয়ে করা সম্ভব হয় না। সে না পারবে প্রেমিকার বিরহ সহ্য করতে না পারে বাবা-মাকে বিয়ে করার কথা বলতে ।সব মিলে ভীষণ মানসিক যন্ত্রণায় দিন যাপন করে ।তার পক্ষে এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায় ।প্রেমিকার বিদায় ,বাবা মার স্বপ্ন পূরণ করতে না পারা এবং হতাশায় দিন পার করে ছেলেটি একদিন শেষ হয়ে যায়। তবে মেয়েটির জীবনে একটা সময় বিরহ থাকলেও স্বামীর ঘরে গিয়ে কিন্তু ভালই থাকে ।যদিও আমি মেয়ে আমি সত্যি কথাই বললাম এটাই বাস্তবতা ।আমাদের যে সময়ে পড়াশোনা করার সময়, যে সময়ের স্বপ্ন দেখার সময় ।পরিশ্রম করার সময় সে সময় আমরা ভুল পথে পা দেই । আমি বলব এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সর্বোপরি আপনার গল্পটা আমার বেশ ভাল লেগেছে এবং আপনি যে নতুন কিছু নতুন কোন মাত্রা যোগ করেছেন আপনার পোস্টে দেখে ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য ।

আপু আপনি আসলেই বাস্তবতা তুলে ধরেছেন। খুবই ভালো একটি মন্তব্য ছিল। আপনার জন্য শুভকামনা রইল

বাহ আপু মন্তব্য লিখতে গিয়ে আপনিও একটি প্রেমের গল্প লিখে ফেললেন। তবে আসলেই আপনি সম্পূর্ণ বাস্তব একটি চিত্র তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনার মন্তব্যটি আমার কাছে খুব ভালো লেগেছে বাস্তব সম্মত মন্তব্য ছিল।

আপনার গল্পটা বেশ ভালো লাগলো। কিন্তু এখনই রকম দেখা যায় না। ছেলের বাড়ি রাজি না হলে মেয়ে অন্য জায়গাই খুব সহজেই বিয়ে করে নেয়। এখন পযর্ন্ত যতদূর পড়েছি খুবই হৃদয়বিদারক ছিল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আপনাকে ধন্যবাদ।।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

আপনার প্রেমের রোমান্টিক গল্পটি অনেক ভাল লাগলো। শেষ এর ফলাফল কি হবে সেটা ভেবে আমি খুবই হতবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে অনেক কষ্ট হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

ভাইয়া অনেক কিছু আসতে যাচ্ছে অপেক্ষা করুন ☹️

গল্পটি পড়ে ভালো লাগলো। এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে এমন একটি ঘটনা আমার বন্ধুর সাথে ও ঘটেছে আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসতো কিন্তু মেয়ের পরিবারের জন্য সমস্যা হয় পরে ছেলেটির জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত গুলো শেষ হয়ে যায়। আপনার গল্প পরে অনেক ভালো লাগলো। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম

হুম ভাইয়া।☹️

ভাইয়া আমার কাছে ভালো লেগেছে গল্পটি।তবে অনেক কষ্ট লেগেছে যখন মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন আমার ছোট ভাইটি অনেক কষ্টে তিনটা মাস কাটিয়েছে 😥
কষ্ট পাওয়ার কিছু নেই ভাই এর চেয়ে ভালো কিছু আল্লাহ রেখেছে।

ভাই ২য় পর্বের জন্য অপেক্ষায় রইলাম 😥

ইনশাআল্লাহ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু 😍

ভাই,ভালোবাসা এমনই হয় ভালোবাসা বলে কয়ে কারো মনে আসেনা।কার জন্য কখন ভালবাসার জন্ম নেয় সেটা মনের অজান্তেই চলে আসে। ভাই,তোমার লেখা গল্পটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ভাই অল্প বয়সে সম্পর্কে জড়িয়ে পড়লে এটা একটি বড় ডিপ্রেশন হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ভাই, তোমার লেখা দ্বিতীয় পর্ব অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ

ভাই আপনার প্রেমের গল্পটি সত্যিই খুবই রোমান্টিক ছিল। প্রথম দিকে দেবের সম্পর্কটা অনেক রোমান্টিক ছিল খুবই ভালো লেগেছে। একপর্যায়ে সময়ের পরিপ্রেক্ষিতে গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছে দুজনের মধ্যে। যেহেতু হতাশা এবং কি ডিপরেশন নিয়ে বোগা হচ্ছে পরবর্তীতে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার যতটুকু মনে হয় এই অধ্যায়টি আপনার জীবনে ঘঠেছিল। যদি আপনার জীবনের কিছু অংশ হয়ে থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে প্রতিষ্ঠা করুন আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। আপনার আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।আমাদের সাথে এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম।

হুম অনেক ভাল কথা বলেছেন🥺

অসমাপ্ত প্রেমের গল্পটি পড়ে খুবই বিষন্ন হয়ে গেলাম। আসলে পরিবারের কারণে শেষ মুহূর্তে মেয়েদের থেমে যাওয়া লাগে। প্রথম অংশটি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ!!! একদম লেখকের স্টাইলে লিখে ফেলছেন দেখছি। গল্পটা পড়ে বেশ ভালো লেগেছে। রোমান্টিক এর ভিতরে বেদনার গন্ধ পাচ্ছি। আশা করি ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্যের জন্য। আশা করি পরবর্তী পর্ব পড়বেন আমি লিখেছি