DIY- এসো নিজে করি|| রঙিন কাগজ দিয়ে গিপ্ট বক্স বানানো|| (10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুর
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


আজ - ১৪কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার |হেমন্তকাল|

  • আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন।
  • *আমি আজ রঙিন কাগজ দিয়ে একটি একটি গিপ্ট বক্সঙ বানানোর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার আজকের DIY ইভেন্ট পোস্টটি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করি

received_616628142672112.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/magnify.triviality.assign

• গিফট বক্স বানানোর জন্য যেসকল উপকরণ লেগেছে সেগুলো হলোঃ
• কাঁচি
• আঠা
• রঙিন পেপার
• কলম
• স্কেল

received_563219011412679.jpeg

received_310876850510390.jpeg

• পেপারটি ২১/২১cm কাটতে হবে৷ এরপর ছবিটির মতো এক এক খপ বানাতে হবে। খপের মাপ হবে ৭cm

  • **ধাপ-২ঃ

received_409506747423287.jpeg

এরপর এই পাশের এক খোপ ও ওপর পাশের এক খোপ কাটতে হবে৷

  • **ধাপ-৩ঃ
    received_4406200562841505.jpeg

এরপর একপাশে খপে আঠা দিয়ে লাগাতে হবে।

  • **ধাপ-৪ঃ
    received_1002089647020786.jpeg

এইভাবে করে চারটিই এইভাবে করতে হবে। ঠিক এই ছবিটার মতো করতে হবে।

  • **ধাপ-৫ঃ।
    received_931328247511031.jpeg

এরপর একটা সবুজ কাগজের চার কোনা এই ছবিটার মতো কাটতে হবে।

  • **ধাপ-৬ঃ ।

received_438472171036402.jpeg

এবং আগের খপের মতো এই টাও সেইম ভাবে করতে হবে।

  • **ধাপ-৭ঃ ।

received_932537510694551.jpeg

চারকোনা ঠিক এই ছবিটার মতো করতে হবে।

  • **ধাপ-৮ঃ ।
    received_623290582446379.jpeg

এরপর বক্সের মুখ ঢাকাটার উপর কলম দিয়ে সমান ভাবে দাগ দিতে হবে৷

  • **ধাপ-৯ঃ

received_617556152736151.jpeg

এরপর দাগ বরাবর আঠা দিতে হবে৷

  • **ধাপ-১০ঃ

received_611642209974432.jpeg

এবং কালো কাগজ আঠার উপর লাগাতে হবে। ঠিক এই ছবিটার মতো।**

  • **ধাপ-১১ঃ ।

received_890852431546686.jpeg

এরপর আর একটা সবুজ কাগজ নিতে হবে। এবং এই ছবিটার মতো দাগাতে হবে।

  • **ধাপ-১২ঃ একটি রঙিন কালো পেপার নিতে হবে।
    received_346176943973275.jpeg

এরপর কাঁচি দিয়ে দাগ বরাবর কাটতে হবে।

  • **ধাপ-১৩ঃ

received_1105704633591479.jpeg

এরপর একটার সাথে আর একটা লাগাতে হবে।

  • **ধাপ-১৪ঃ ।
    received_173315115001478.jpeg

এরপর ছোট একটা কাগজে আঠা দিয়ে আগের ছবিটার দেখানো ফুলটির উপর ভালোভাবে পেচিয়ে দিতে হবে।

  • **ধাপ-১৫ঃ

received_466280311449316.jpeg

এরপর সবগুলো আঠা দিয়ে লাগাতে হবে।

  • **ধাপ-১৬ঃ একটি রঙিন কালো পেপার নিতে হবে।

received_616628142672112.jpeg

এতোগুলো স্টেপ সম্পূর্ণ করার পর আমাদের গীফট বক্সটি হয়ে গেলো৷ আজকের মতো এই পযন্ত। আবার আগামী কোনো এক পোস্টে দেখা হবে

ধন্যবাদ
@razzak00

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দারুন পোস্ট করেন।এর আগে ঘর তৈরির পোস্ট দেখেছি অনেক সুন্দর ছিল। প্রতিবারের ন্যায় এবারের গিফ্টস বক্স বেশ সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন ।এভাবে তৈরি করতে পারলে আর কেনার প্রয়োজন হবে না ।আমার কাছে আপনার গিফ্ট বক্সটি খুবই ভালো লেগেছে ।ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন বুঝতে খুব সুবিধা হয়েছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ আপনাকে

আপনার এই হ্যান্ডক্রাফটটি সত্যি খুব চমৎকার হয়েছে
অনেক সহজভাবে ধাপে ধাপে পদ্ধতিগুলো বর্ণনা করেছেন
আমার সহধর্মিণীও আমাকে একবার এরকম গিফট বক্স বানিয়ে আমাকে উপহার করেছিলো 🥰🥰🥰🥰

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

গিফট বক্স বানানোর ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল,কিন্তু আমি ভাবতাম যে কঠিন বানানো, কিন্তু আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখন দেখে মনে হচ্ছে এবার বানাতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।