DIY-(এসো নিজে করি) ||রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি বানানো|| ১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুর
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


আজঃ মঙ্গলবার
তারিখঃ ১০-কার্তিক-১৪২৮ বঙ্গাব্দ

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন।


আমি আজ রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি বানানোর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার আজকের DIY ইভেন্ট পোস্টটি আপনাদের ভালো লাগবে।


চলুন শুরু করি

প্রজাপতি বানানোর জন্য যেসকল উপকরণ লেগেছে সেগুলো হলোঃ
• রঙিন কাগজ
• কাঁচি
• আঠা

received_3099819386970228.jpeg



Device : Realme 7

• প্রথমে রঙিন পেপার নিতে হবে৷ এরপর ১০-৫ cm গোল করে কাটতে হবে। গোলটা যতো ভালো হবে তত ভালো প্রজাপতি বানাতে পারবেন।

received_401413798117812.jpeg


এরপর একটা গোল রঙিন কাগজ নিতে হবে। খুব ছোট করে এক ভাজ দিতে হবে। এবং ওই ভাজের বিপরিত পাটে ভাজ দিতে হবে। এরকম করে সম্পূর্ণটা ভাজ করে নিতে হবে। এবং ভালোভাবে দেখে নিতে হবে। কিরকম ভাজ হয়েছে।

received_601072071244370.jpeg


একটা ভাজ করে নেওয়ার পর। আর একটা ভাজ করতে হবে। এরপর একটা ভাজ করা কাগজ নিয়ে এরকম মাঝ বরাবর ভাজ দিতে হবে। ভাজ দেওয়ার পর ২ কোনা হবে। এক কোনা আর এক কোনা থেকে ছোট করে ভাজ দিতে হবে।এরকম করে পরেরটাও করে নিতে হবে৷

received_4737027436337026.jpeg


এরপর ২ পাট প্রজাপতির ডানা একসাথে আঠা দিয়ে লাগাতে হবে। ভালোভাবে লাগাতে হবে৷

received_926550361596785.jpeg


এরপর এক সিএম কাগজ লম্বা বরাবর কাটতে হবে। এবং মাঝ বরাবর আবার এটাকে ভাজ দিতে হবে।

received_271360951661148.jpeg


ভাজ দেওয়ার পর কিছুর সাহায্যে এইটাকে হালকা বাকা করে ভাজ দিতে হবে।

received_835364960478580.jpeg


received_3099819386970228.jpeg


এই স্টেপ গুলো ফলো করলে আপনি এরকম সহজ পদ্ধতিতে প্রজাপতি বানাতে পারবেন। আশা আজকে পোস্টটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনার বানানো প্রজাপতির চিত্রটি অনেক সুন্দর লাগছে। প্রজাপতির রং বেশ সুন্দর ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

ওয়াও অসাধারণ প্রতিভা আপনার।অনেক সুন্দর হয়েছে আপনার প্রজাতি টা।

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর হয়েছে আপনার এই প্রজাপতিটা। আপনাদের প্রজাপতিটা আমার খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রজাপতি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে আপনি খুব দক্ষতার সাথে নিপুণভাবে প্রজাপতিটি বানিয়েছেন দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা থাকলো

  ·  3 years ago (edited)

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে

রঙিন পেপার দিয়ে আপনি একটি অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আরো সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। তাই সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ভাইয়া ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ

খুব সুন্দর হয়েছে আপনার এই প্রজাপতিটা। আপনার প্রজাপতিটা আমার খুবই ভালো লেগেছে।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

একটু রং করে দিলে মনে হয় আরো যোশ লাগতো। যাক তারপরও খারাপ হয়নি। আপনার প্রতিভা দেখে আমি অবাক। এত সুন্দর একটি প্রজাপতি বানানোর জন্য আমাদের শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাইয়া,সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। হলুদ রঙের প্রজাপতি সবাই খুব পছন্দ করে। রঙিন কাগজ দিয়ে হলুদ রঙের প্রজাপতি তৈরি দেখে আমার খুব ভাল লাগেছে। প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন।খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনার প্রজাপতিটা অসাধারণ সুন্দর হয়েছে। আপনার বর্ণনার চমৎকার। আপনার ফটোগুলো দেখতে খুব ভালো দেখাচ্ছে৷ এক কথায় আপনার হাতের কাজ অতুলনীয়। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ

সত্যি ভাই আপনার প্রশংসা করতেই হয় রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। নিজের দক্ষতা খাটিয়ে এত সুন্দর একটি ইউনিক জিনিস আমাদের মাঝে পরিবেশন করেছেন। দেখার মত ছিল। আপনার প্রতি শুভকামনা রইল। অনেক অনেক ভাল ছিল

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

খুব ইউনিক ছিল ভাইয়া👌। এত্ত সুন্দর হয়েছে কাগজের প্রজাপতি টি। জাস্ট ওয়াও! অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনি খুব সহজে এবং সুন্দর ভাবে একটি প্রজাপতি তৈরি করেছেন। আপনার প্রজাপতি টি আমার কাছে খুব ভালো লেগেছে।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

রঙ্গিন কাগজ দিয়ে আপনি সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন।যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার এই প্রজাপতিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

দেখে খুবই ভালো লাগলো ভাই। আপনি রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর করে একটা প্রজাপতি তৈরি করেছেন। আসলে আপনার আইডিয়াটা বেশ দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এমন একটা সুন্দর প্রজাপতি তৈরি দেখানোর জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

আরে সুন্দর প্রজাপতি। হলুদ রঙের কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন ভাই। অসাধারণ হয়েছে। শুভকামনা রইলো

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে