DIY-(এসো নিজে করি) ||ফটো ফ্রেমের মাঝে গাছ ও ফুলের চিত্র অংকন|| (১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


১৮ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

বুধবার
হেমন্তকাল।

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো। ফটো ফ্রেমের মধ্যে কিভাবে পেন্সিল ও রঙিন কাগজ দিয়ে ফুলের চিত্র অংকন করতে হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

চলুন শুরু করি

IMG_20211102_155940-01.jpeg


Device : itel vision 1poro
What's 3 Word Location :https://w3w.co/sisterly.placed.locomotive

IMG_20211102_151605-01.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ
★রঙিন পেপার
★আঠা
★কাচি
★পেন্সিল
★রাবার
★a4 সাইজের পেপার

IMG_20211102_151749-01.jpeg

  • ধাপ-১ঃ প্রথমে একটি a4 সাইজের পেপার নিলাম।

IMG_20211101_153031-01.jpeg

  • ধাপ-২ঃ এখন লাল পেপার থেকে লম্বা দুইটা এবং চওড়া দুইটা চিকন করে কেটে নিলাম।

IMG_20211101_153902-01.jpeg

  • ধাপ-৩ঃ লাল কাটা পেপার গুলো ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20211101_154811-01.jpeg

IMG_20211101_160120.jpg

  • ধাপ-৪ঃ এবারে লাল কাগজ গুলো সাদা পেপারের চার সাইডে লাগিয়ে দিলাম।

IMG_20211101_160610-01.jpeg

  • ধাপ-৫ঃ এবারে কালো টপ a4 সাইজের পেপারের নিচে আঠা দিয়ে লাগালাম।

IMG_20211101_162838-01.jpeg

IMG_20211101_163554-01.jpeg

  • ধাপ-৬ঃ একটি ঢাল এঁকে নিলাম। তারপরে ঐ ঢাল থেকে ছোট ছোট ঢাল আঁকলাম।

IMG_20211101_164246-01.jpeg

IMG_20211101_165740-01.jpeg

  • ধাপ-৭ঃ দ্বিতীয় ঢাল এবং তার শাখা ঢাল গুলো আঁকলাম।

IMG_20211102_131409-01.jpeg

  • ধাপ-৮ঃলাল রঙের পেপার থেকে ছোট ছোট করে ছয়টি অংশ কেটে নিলাম।

IMG_20211102_131528-01.jpeg

IMG_20211102_132024-01.jpeg

  • ধাপ-৯ঃলাল পেপার গুলো ভাজ করে নিলাম।

IMG_20211102_132337-01.jpeg

  • ধাপ-১০ঃভাজ করা লাল পেপার কাঁচি দিয়ে গোল করে কাটলেই এই রকম ফুল হয়ে যাবে।

IMG_20211102_134313-01.jpeg

  • ধাপ-১১ঃ টপের একটু ওপরে ছোট একটা ঢাল এবং একটি পাতাও এঁকে নিলাম।

IMG_20211102_134427-01.jpeg

  • ধাপ-১২ঃপাতাটাকে পেন্সিল দিয়ে দাগিয়ে কালো করে দিলাম।

IMG_20211102_135649-01.jpeg

  • ধাপ-১৩ঃঢালে কয়েকটি পাতা আঁকছি এবং পেন্সিল দিয়ে দাগিয়ে কালো করে দিছি।

IMG_20211102_140147-01.jpeg

  • ধাপ-১৪ঃটপের ওপরে ছোট একটা ঢাল এবং একটি পাতা আঁকলাম।

IMG_20211102_142841-01.jpeg

  • ধাপ-১৫ঃকয়েকটি পাতা আঁকলাম এবং একটি ফুল আঠা দিয়ে লাগালাম।

IMG_20211102_143135-01.jpeg

  • ধাপ-১৬ঃপাতার উপরে আরো একটি ফুল আঠা দিয়ে লাগালাম।

IMG_20211102_143947-01.jpeg

  • ধাপ-১৭ঃআরো চারটি ফুল আঠা দিয়ে লাগালাম।

IMG_20211102_155940-01.jpeg

  • ধাপ-১৮ঃঢালের মাথায় কয়েকটি পাতা এঁকে দিছি। অতএব আজকের ডাইপ্রজেক্ট এখানেই শেষ।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

অসাধারণ আপনার চিন্তাধারার প্রশংসা করতে হয় আপনি খুব নিখুঁতভাবে ফটো ফ্রেম এর মাঝে একটি গাছ অংকন করেছেন। যা আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ্ কি সুন্দর ছবি অংকন করেছেন ভাইয়া।দেখতে অসাধারণ লাগছে।প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইলো ভাইয়া

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

আপনি তো খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন ফটোফ্রেমের মধ্যে ফুলটি সত্যিই অসাধারণ লাগছে। ফুলের কালার টি ও চমৎকার হয়েছে ।প্রতিটি ধাপের বর্ণনা দিয়েছেন খুবই সুন্দর ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই রকম অসাধারণ চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ

জাস্ট অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার ওয়ালমেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজে সবাই তৈরি করতে পারবে ওয়ালমেট। একটা সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনার ফটো ফ্রেম এর মধ্যে ফুলের আর্ট আইডিয়াটা খুব সুন্দর হয়েছে। আপনি ফুলদানি এঁকে নিয়েছেন এবং ফুলগুলি কাগজের তৈরি করেছেন যা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে অন্যরকম একটা ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  ·  3 years ago (edited)

আপনার ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ। অসম্ভব সুন্দর হয়েছে আপনার কাগজ তৈরি করা সুন্দর ফুলের ফটোগ্রাফি ফ্রেম।আপনার জন্য শুভকামনা রইল ভাই।

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে গাছে ফুলের চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ একদম স্পষ্ট ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গাছ ও ফুলের চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গঠণমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

ফটো ফ্রেমের মাঝে গাছ ও ফুলের চিত্র অংকন খুবই ভালো হয়েছে। যদিও দেখতে খুবই সাধারণ মনে হচ্ছে কিন্তু কাজটা অনেকটাই কঠিন একটা কাজ। আর আপনার ধাপে ধাপে উপস্থাপন করাটা খুবই ভালো হয়েছে। এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ফটো ফ্রেমের মাঝে গাছ ও ফুলের চিত্র অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

ফটো ফ্রেমের মাঝে গাছ ও ফুলের চিত্র খুব চমৎকার করে তৈরি করেছেন আমার অনেক ভালো লেগেছে শুভকামনা আপনার জন্য♥

আপনার ভালো লেগেছে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

বাহ কি দারুন ভাবে ফটো ফ্রেমের মাঝে গাছ ও ফুলের চিত্র অংক করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার আর্ট করার হাত অনেক ভালো। চেষ্টা করতে থাকুন আরো সুন্দর ভাবে আর্ট করার জন্য। শুভকামনা রইলো

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

সত্যি আজকে আপনার কাছ থেকে মুগ্ধ হলাম।। ফটো ফ্রেম এর মাঝে গাছে ফুলের ছবি অঙ্কন করেছেন। খু্বই দক্ষতার সাহায্যে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর হবে অঙ্কন করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভালো লাগলো

গঠন মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার পোস্ট অনেক ভালো লেগেছে। আপনার পোস্টে শুরুতে কাগজের ওপর ছবি অঙ্কন করেছেন তার পর ছবির ওপর রঙিন কাগজের তৈরি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে যার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

গঠণমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে