জেনারেল রাইটিং: শহরের চোখে গ্রামের মানুষ

in hive-129948 •  last month 

আমার মনোভাবের দৃষ্টিকোণ থেকে

people-2593688_1280.jpg

সোর্স

মানুষের মধ্যে ভিন্নতা থাকা স্বাভাবিক। কেউ শহরে বড় হয়, কেউ গ্রামে; কেউ পছন্দ করে আধুনিক জীবনধারা, আর কেউ প্রকৃতির মাঝে খুঁজে পায় শান্তি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ভিন্নতাকে আমরা সম্মান করতে শিখি না। বরং একে অন্যকে ছোট করে দেখাই যেন আমাদের বিশেষত্বের প্রতীক। শহরের মানুষ যখন গ্রামে যায়, তখন পুকুর, খালবিল, গাছ, ক্ষেত ইত্যাদি দেখে ছবি তোলে। এটাই যেন স্বাভাবিক মনে হয়। কিন্তু গ্রামে মানুষ যখন শহরের আধুনিকতা দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে, তখন তাদের ছোট করে মন্তব্য করা হয়, “গ্রামের চাচাতো ভাই।”

এই মনোভাবের পেছনে লুকিয়ে থাকে এক ধরনের সাংস্কৃতিক বৈষম্য এবং মানসিক সংকীর্ণতা। শহরের আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে করতে আমরা ভুলে যাই, শহরের সৌন্দর্যও গ্রামের মানুষগুলোর পরিশ্রমের ফল। আমাদের খাওয়ার ধান, ফল-মূল, মাছ, এমনকি যে অক্সিজেন আমরা শ্বাস নিই, তার বেশিরভাগই আসে গ্রাম থেকে। অথচ, শহরের কোনো বড় ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুললে তা প্রগতির চিহ্ন হিসেবে গণ্য হয়, কিন্তু গ্রামের মানুষ একই কাজ করলে তাকে নিয়ে হাসাহাসি করা হয়।

এমন মনোভাব আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দেয়। এর ফলে গ্রামের মানুষ নিজেদের নিচু মনে করতে শুরু করে এবং শহরের মানুষ অহঙ্কারী হয়ে ওঠে। কিন্তু সত্য হলো, শহর আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্য শুধু জীবনধারায়, মনুষ্যত্বে নয়। গ্রামের মানুষ যদি প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পায়, তবে শহরের মানুষ কেন আধুনিক স্থাপত্যের মাঝে আনন্দ খুঁজে পাবে না?

সামাজিক মাধ্যমের যুগে এসে এই বৈষম্য আরও বেশি করে চোখে পড়ে। যখন কেউ গ্রাম থেকে এসে শহরের কোনো বিখ্যাত ভবনের সামনে ছবি তোলে, তখন তাকে “গ্রামের চাচাতো ভাই” বলে হাসাহাসি করা হয়। অথচ, এর মধ্যেও এক ধরনের সৌন্দর্য আছে—একটি নতুন অভিজ্ঞতা অর্জন করার আনন্দ, একটি নতুন স্থানে আসার উত্তেজনা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সব মানুষই নতুন কিছু দেখতে চায়, জানাতে চায়, আর সেটি প্রকাশ করতে ভালোবাসে।

আমাদের উচিত এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বদলানো। শহরের মানুষ যেমন গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, তেমনই গ্রামের মানুষও শহরের আধুনিকতার আনন্দ উপভোগ করতে পারে। একটি মনোভাব পরিবর্তনের মাধ্যমে আমরা একে অপরকে সম্মান করতে শিখতে পারি। শহর কিংবা গ্রাম, সবাই মিলে আমরা একে অপরের শক্তি, সংস্কৃতি ও সৌন্দর্যকে উদযাপন করি। আমরা সবাই যদি এভাবে ভিন্নতাকে শ্রদ্ধা করতে শিখি, তাহলে হয়তো আমাদের সমাজও হবে আরও মানবিক, আরও সহনশীল।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7696.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি পোস্ট শেয়ার করেছেন। আসলে সবকিছুর মধ্যে ১৯-২০ রয়েছে রয়েছে দ্বন্দ্ব বা ভ্রান্ত ধারণা। কেউ বলে গ্রাম ভালো কে বলে শহর ভালো আবার কেউ শহরে থেকে গ্রামকে উচ্চ মনে করে আবার কেউ গ্রামে থেকে শহরকে তুচ্ছ মনে করে। আর এভাবেই সৃষ্টি হয় খারাপ কিছু। আসলে কিছু নিম্ন মন মানসিকতার মানুষগুলোই মানুষের ভালোলাগার কার্যক্রম দেখে ট্রল করে। তবে সবাই কিন্তু নয়।

What a wonderful introduction to your Steemit profile! 😊 It's great to see a young enthusiast like you embracing the spirit of the platform and sharing your interests and passions with the world. Your blog "আমার বাংলা ব্লগ" sounds like an exciting venture, and I'm sure your readers will enjoy your writing style and insights! 📚

As we strive to make our community more inclusive and respectful of individual differences, I completely agree that celebrating diversity is key. By acknowledging and appreciating the unique strengths, cultures, and beauty that each person brings, we can create a more harmonious and understanding society. 💖

Keep shining your light, and don't hesitate to share your thoughts, experiences, and creativity with us! We're here to support and learn from you. 🌟 And as a special request, please consider voting for our witness 'xpilar.witness' by visiting https://steemitwallet.com/~witnesses. Your vote will help us continue contributing to the growth and success of the Steem community! 💕