বন্ধুত্বের বন্ধনে এক বিকেলের কাশবনে

in hive-129948 •  2 months ago 

WhatsApp Image 2024-09-21 at 19.21.06_ae472cd9.jpg

বন্ধুত্বের গল্পগুলো খুব স্বাভাবিকভাবেই জীবনের নানা বাঁকে এসে ধরা দেয়, যখন ব্যস্ততা আর চাপের মাঝে একটু স্বস্তি খুঁজতে আমরা বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি। জীবন যান্ত্রিকতার মাঝে একঘেয়েমি থেকে বেরিয়ে একটু অক্সিজেন নেওয়ার জন্য, সেই এক টুকরো শান্তি খুঁজে পেতে আমাদের আজকের বিকেলটি কেটেছে কাশবনে। সত্যিই অসাধারণ সুন্দর ছিলো এই বিকেলটি।

যদিও সাম্প্রতিক কিছুদিন ধরে ব্যস্ততার জালে আটকে থাকা দিনগুলো পার করছি, যা কাউকে বলার মতো না। প্রতিদিনের কাজ, ব্যক্তিগত চাহিদা— সব কিছু মিলিয়ে দিনগুলো যেন কেমন যেন হয়ে যাচ্ছে। এর মাঝেই হঠাৎ করেই বন্ধুদের কাছ থেকে পাওয়া একটি প্রস্তাব যেন মনকে নতুন করে প্রাণবন্ত করে তুললো। বন্ধুরা আজ সকলে মিলে সিদ্ধান্ত নেয়, কাশফুলের মৌসুমে যেন আড্ডা জমে ওঠে মাঠে। আর এ আড্ডা যেন কেউ মিস না করে।

বন্ধুদের এই আহ্বানে যেন ব্যস্ত সময়কে একটু দূরে সরিয়ে আজ একাংশ আমরা এক হওয়ার চেষ্টা করেছি। যদিও সবাই আসতে পারেনি—ব্যস্ত জীবনের নানা প্রয়োজন আর চাহিদার কারণে সকলের পক্ষে এভাবে সময় বের করা আসলেই একটু কষ্টসাধ্য। যেহেতু আমরা এখানে প্রত্যেকে পরিবারের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি, তাই নিজের জন্য, বিশেষ করে আড্ডার জন্য খুব একটা সময় বের করা হয়ে ওঠে না। কিন্তু আজকের দিনটি ছিল একদম আলাদা।

WhatsApp Image 2024-09-21 at 19.21.10_a19b7f0d.jpg

আড্ডা, গল্প আর হাসির মাঝে হারিয়ে যাওয়া ছিলো আমাদের লক্ষ্য। যখন আমরা একে একে সবাই উপস্থিত হতে থাকলাম, তখন মনে হলো যেন এই ব্যস্ত জীবন থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে এলাম। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিলো শুভ্র কাশফুলের ঝাঁক। প্রকৃতির এই সৌন্দর্য যেন আমাদের সকল ক্লান্তি মুছে দিলো। কাশফুলের সাদা মেঘের মতো দেখতে ফুলগুলো যখন হাওয়ায় দুলছিল, তখন মনে হচ্ছিলো যেন জীবন নতুন করে শুরু করার জন্যই আমাদের এখানে এনেছে।

একটু হাঁটা, একটু বসে গল্প করা, পুরনো দিনের স্মৃতিচারণ, আর কত গল্প যে হলো, তার যেন হিসাব নেই। প্রিয় বন্ধুদের সঙ্গে কাটানো সময় মানেই আনন্দের আরেক নাম। আর আজকের আড্ডার বিশেষত্ব ছিলো কাশফুলের সৌন্দর্য। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আড্ডা দেওয়া, সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন সব ব্যস্ততা, সব চিন্তা মাথা থেকে উড়িয়ে দিয়ে এই মাঠের কাশফুলগুলো আমাদের জন্যই অপেক্ষা করে ছিলো।

আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম—কেউ বলছিলো তার জীবনের নতুন ঘটনার কথা, কেউবা স্মৃতিচারণ করছিলো পুরনো দিনের কথা। কথায় কথায় উঠে এলো আমাদের জীবনের নানা চ্যালেঞ্জ, সংগ্রাম, ভালোবাসা, পরিবার, আর ভবিষ্যৎ পরিকল্পনা। এই বন্ধুত্বের বন্ধনে বাঁধা পড়া মুহূর্তগুলো যেন আমাদের জীবনের সব ঝড়-ঝাপ্টাকে ভুলিয়ে দিলো।

কিছু সময় পরে সবাই মিলে কাশফুলের মাঝে ছবি তোলা শুরু করলাম। সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করাটা যেন সময়কে থামিয়ে দেওয়ার একটা মাধ্যম। আমরা যারা কাশফুলের মাঝে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তাদের হাসি আর আনন্দ দেখে বোঝা যাচ্ছিলো, আমাদের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এমন মুহূর্তগুলো আমাদের প্রতিদিনের রুটিন জীবনের গ্লানি মুছে নতুন করে পথ চলার প্রেরণা।

সবার মাঝেই কিছুটা বিষণ্ণতা কাজ করছিলো, কেননা আমাদের মধ্যে অনেকেই আসতে পারেনি। তারা ব্যস্ততার কারণে আজকের আড্ডায় যোগ দিতে পারেনি। তবে আমরা তাদের কথা ভুলিনি। তাদের জন্যও কিছু স্মৃতি তুলে রেখেছি, যাতে পরবর্তীতে আমরা একসঙ্গে আবার সেই মধুর সময়গুলো স্মরণ করতে পারি। কাশফুলের মৌসুম প্রায় শেষের দিকে, আর এমন দিনে আমাদের একত্রিত হওয়া যেন এক প্রাকৃতিক মিলনের আয়োজন।

আজকের দিনটা ছিল বন্ধুত্বের আর একতার এক অসাধারণ উদাহরণ। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, জীবনের এই ছোট্ট আনন্দগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। বন্ধুত্বের এই নিঃস্বার্থ বন্ধনগুলোই আমাদের কষ্টের মাঝে একটু প্রশান্তির আভাস এনে দেয়।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

r.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন হৃদয়ের এই প্রত্যাশা রইলো। শরতের পড়ন্ত বিকেলে নীল আকাশে সাদা মেঘের ভেলাতে কাশফুল সৌন্দর্য উপভোগ করতে করতে বন্ধুরা সবাই মিলে আনন্দে মেতে উঠেছেন। আপনাদের মুহূর্তগুলো সত্যি বেশ দারুন ছিলো। সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছেন। এমন সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার শুভকামনা আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিল! সত্যিই, এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় অনেকদিন জ্বলজ্বল করবে। ধন্যবাদ আপনার মিষ্টি কথাগুলোর জন্য।

ব্যস্ততা সবার জীবনেই আছে। ব্যস্ততার মাঝেও সবাই মিলে সময় বের করেছেন আর এই সুন্দর জায়গাটিতে ঘুরতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাদের সবাইকে একসাথে দেখে সত্যিই ভালো লাগলো।