বানভাসি মানুষের পাশে আমাদের ভালোবাসার হাত

in hive-129948 •  4 months ago 

গত কয়েকদিন ধরে আমাদের দেশের অনেক অঞ্চলে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, খাদ্য, পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে আমরা যারা সামর্থ্যবান, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকেই আমরা একটি দল নিয়ে শুরু করি আমাদের উদ্যোগ—বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। যে বিষয়টি নিয়ে আমি গত একটা পোস্ট করেছিলাম। আগের পোস্ট

1724989611843.jpg

আমরা কয়েকজন মিলে এই উদ্যোগ শুরু করি, পরি ধীরে ধীরে তা এলাকাবাসী এবং এলাকার মর্যাদা সম্পন্য লোকদের নজর কাটে এবং তারাও এগিয়ে আসে। পরে শহর থেকে ত্রাণ সংগ্রহ, মালামাল সংগ্রহ করা এবং তা সঠিকভাবে প্যাক করার কাজগুলো আমরা নিজেরাই শুরু করি। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুমহল, আত্মীয়স্বজন, প্রতিবেশী, এবং সহপাঠীরা যোগ দেয়। সকলের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পোশাক, পানির বোতল, এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে সক্ষম হই।

IMG_20240829_171937_206.jpg

IMG_20240829_111342_993.jpg

আমাদের উদ্যোগকে সফল করতে আমরা এই কয়েকদিন কঠোর পরিশ্রম করেছি। প্রতিটি দিনই ছিল নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। এমন অনেক রাত কেটেছে যেখানে ঠিকমতো ঘুমানো হয়নি। কিন্তু আমাদের মনের মধ্যে ছিল একটি অনুভূতি—যে কোনো মূল্যে আমাদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের এই কঠিন সময়ে একটু সহানুভূতি, ভালোবাসা, এবং সহায়তা তাদের মুখে হাসি ফোটাতে পারে, তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।

IMG_20240829_111428_033.jpg

IMG_20240829_124443_527.jpg

গতকাল আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত মালামাল প্যাক করে একটি ট্রাক ভাড়া করে বন্যাকবলিত এলাকায় পাঠাতে পেরেছি, ভিডিওটি দেখতে। সেই মুহূর্তটি ছিল আমাদের সবার জন্য একটি আবেগময় মুহূর্ত। ট্রাকটি যখন রওনা হয়, তখন আমরা সবাই মিলে প্রার্থনা করেছি যেন ত্রাণগুলি সঠিকভাবে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেয়। আমরা জানি, এই সহায়তা খুবই নগণ্য, কিন্তু এটা আমাদের সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ। আমাদের মনে রাখতে হবে, একা আমরা হয়তো সবকিছু করতে পারব না, কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক কিছু করতে পারি।

IMG_20240829_164140_666.jpg

IMG_20240829_171928_833.jpg

IMG_20240829_212247_275.jpg

এই পুরো সময়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ লেখা বা অন্য কোনো কাজ করার সময় পাইনি। অবশেষে আজ একটু ফ্রি হয়ে ভাবলাম একটি ব্লগ লিখি। কারণ আমি জানি, আমাদের কাজের গল্প অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে, তাদেরকেও এমন মানবিক কাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে।

IMG_20240829_222155_288.jpg

আমাদের এই উদ্যোগে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাদের সহযোগিতা ও দোয়ার জন্যই আমাদের এই কাজ সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের ছোট ছোট উদ্যোগ ও ভালোবাসার ছোঁয়া দিয়ে আমরা একদিন এই পৃথিবীকে আরও সুন্দর, আরও মানবিক করে তুলতে পারব। তাই আসুন, আমরা সবাই মিলেই এগিয়ে আসি, যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদেরকে আরও বেশি মানবিক ও উদার বানান।

মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া—এটাই আমাদের আসল পরিচয় হওয়া উচিত। যেকোনো বিপর্যয়ে আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরকে ভালোবাসবো—এই প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের কাজে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG-20231210-WA0005.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!