ভালোবাসার বিদায়

in hive-129948 •  3 months ago  (edited)

WhatsApp Image 2024-09-18 at 15.46.15_09c42937.jpg

আমাদের এই ছবিটি ছবি দেখে যেমন বন্ধুত্বের উজ্জ্বল মুহূর্তগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, তেমনি এর পেছনে থাকা মনখারাপের গল্পও রয়েছে। এটি আমার বন্ধু জুনায়েদের বিদায় অনুষ্ঠান, এই বিদায়টি বন্ধুর জন্য হলেও, আসলে এটি আমাদের সবার জন্যই এক ধরনের বিদায়।

ছবিটিতে বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়েছি। হাসিমুখে হাতে ধরা রয়েছে একটি ছোট উপহার, যেটি আসলে বন্ধুত্বের মিষ্টি স্মৃতি বহন করছে। মুখে সবাই হাসি ধরে রাখলেও ভিতরে এক ধরনের অদৃশ্য চাপা কষ্ট রয়েছে, যেটা প্রকাশের ভাষা খুঁজে পাওয়া মুশকিল। এই কষ্ট আসে বিদায়ের উপলব্ধি থেকে। বিদায় মানেই তো এক ধরনের শেষ, যে শেষটা খুব কাছের মানুষের জন্য সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়।

আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে কিছু বন্ধু এতটাই কাছের হয়ে যায় যে তাদের ছাড়া আমাদের পথচলা কল্পনাতীত মনে হয়। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। নতুন কিছু শুরু করার জন্য পুরনো কিছু ছেড়ে দিতে হয়। সেই সত্যটাই যেন এখানে বারবার সামনে এসে দাঁড়ায়। যিনি বিদায় নিচ্ছেন, তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হবে। আমাদের জীবনে তার জায়গায় অন্য কেউ আসবে না, কারণ প্রতিটি বন্ধুর স্থানই অনন্য।

ছবিতে সবার মাঝে রয়েছে এক প্রকার চুপচাপ ভালোবাসা। হয়তো কারো মুখে কিছু নেই, কিন্তু মন থেকে একজন আরেকজনকে ভালোবাসা জানাচ্ছে। আমরা অনেক সময় কথায় অনুভূতি প্রকাশ করতে পারি না, কিন্তু এই মুহূর্তগুলোতে সেই অনুভূতিগুলো আরও প্রকট হয়ে ওঠে।

বিদায়ের মুহূর্তটি এমন একটি সময় যখন আমরা আমাদের বন্ধুদের থেকে শিখি, নিজেদের মাঝে নতুন কিছু উপলব্ধি করি, এবং সেই উপলব্ধি আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। এই বিদায়টি হয়তো সাময়িক, হয়তো বন্ধু আবার ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তটি আমাদের মাঝে স্মৃতির পাতায় স্থায়ী হয়ে থাকবে।

ছবির হাসিমুখগুলো দেখে মনে হয়, জীবনের প্রতিটি মুহূর্তকেই আমরা উপভোগ করতে শিখেছি। বিদায় নেয়া বন্ধুর জন্য আমাদের শুভকামনা, এবং তার জীবনের নতুন অধ্যায় যেন সাফল্যে ভরে ওঠে সেই প্রার্থনা। বন্ধুত্বের বন্ধন, সময়ের প্রেক্ষাপটে যত দূরেই হোক না কেন, অটুট থাকবে।

বিদায়ে আমরা যতই কষ্ট পাই না কেন, জানি এই বন্ধুত্ব নতুন রূপে ফিরে আসবে।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

photo_2024-03-08_18-35-03.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের। কাউকে বিদায় জানানোটা অনেক বেশি কষ্টের। অনেক সময় হাসিমুখের আড়ালে অনেক নীরবতা দেখতে পাওয়া যায়। আপনার অনুভূতি থেকে দারুন ভাবে লেখাগুলো উপস্থাপন করেছেন ভাইয়া।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। সত্যি এই মুহূর্তগুলো আবেগময় হয়, তবে সেই আবেগকে আপনাদের মতো পাঠকদের সাথে ভাগ করে নিতে পারা আমার জন্য আনন্দের।