সেনা সদস্যের স্মৃতি

in hive-129948 •  2 months ago 

Capture.PNG

ভিডিও থেকে স্ক্রিনশট

বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য সম্প্রতি একটি ব্যাট হাতে তুলে নিয়ে শৈশবে ফিরে যাওয়ার একটি চমৎকার ভিডিও ভাইরাল হয়েছে। জীবনের বিভিন্ন বাঁকে, আমাদের শৈশবের স্মৃতিগুলো কখনও কখনও এমনভাবে আমাদের কাছে ফিরে আসে যে তা এক নতুন আনন্দের সঞ্চার করে। সেনা সদস্যটির এই স্মৃতি আমাদের প্রমাণ দেয় যে, বয়সের ভিন্নতা থাকলেও, শৈশবের আনন্দ ও অবিবেচনাপ্রসূত মুহূর্তগুলোকে ভুলে যাওয়া সম্ভব নয়।

2.PNG

ভিডিও থেকে স্ক্রিনশট
তিনি যখন ব্যাটটি হাতে নেন, তখন দেখেই বুঝা যায় তার মনে পড়ে যায় কৈশরের সেই দিনগুলোর কথা, যখন ক্রিকেট খেলায় বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করতেন। ব্যাটের প্রতি সেই আবেগ যেন তাকে সেই সময়ের অভিজ্ঞতা, খেলার চেতনা ও বিজয়ের আকাঙ্ক্ষায় ফিরিয়ে নিয়ে যায়। ব্যাটের মাধ্যমে তিনি শুধু একটি খেলনা নয়, বরং তার জীবনের অনেক মূল্যবান মুহূর্তকে আবারও স্পর্শ করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি।

সেনাবাহিনীতে কাজ করা মানে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, দেশের জন্য অঙ্গীকার করা এবং আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা। কিন্তু এর মাঝে, ব্যক্তিগত জীবনের ছোট ছোট আনন্দগুলো ভুলে যাওয়ার মতো কিছু নেই। ব্যাট হাতে নেওয়ার মাধ্যমে সেনা সদস্যটি বুঝতে পারেন, জীবনের ব্যস্ততার মাঝেও কিছু সময় নিজেকে সেই শৈশবের আনন্দে ডুবিয়ে দেওয়া দরকার।

এমন একটি মুহূর্তের মাধ্যমে, তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে শৈশবের আনন্দ কখনও মরে যায় না; বরং আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে। আমাদের উচিত সেই অনুভূতিগুলোকে জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করা।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7721.JPG

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই দৃশ্য টা গতকাল আমি দেখেছি। উনার ব‍্যাট ধরার ধরণ এবং আগ্রহ দেখে বোঝা যাচ্ছিল উনি ক্রিকেট বেশ পছন্দ করেন। একসময় হয়তো ক্রিকট খেলতেনও। কিন্তু প্রয়োজনের কাছে ইচ্ছাটা পূরণ হয়নি। অথচ এখনও এটার প্রতি উনার আবেগ ভালোবাসা ঠিকই আছে। চমৎকার লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনার মন্তব্যটা পড়ে ভালো লাগলো। সত্যি বলতে, এমন মানুষদের দেখলে নিজেরও অনেক কিছু শেখার থাকে। ধন্যবাদ আপনার সুন্দর কথার জন্য!