অপ্রত্যাশিত সফরের আনন্দ

in hive-129948 •  6 months ago 

বরগুনার পথে ময়মনসিংহ

সপ্তাহান্তে বরগুনা যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরিবারের আকর্ষণীয় প্রস্তাবের কারণে যাত্রাপথে কিছু পরিবর্তন ঘটলো। বড় বোন আর দুলাভাই কয়েকদিন ধরে ময়মনসিংহ আসার জন্য জোরাজুরি করছিলেন। তাদের কয়েক মাস আগে ঢাকায় ট্রান্সফার হয়ে ময়মনসিংহে এসেছে। আমার সেমিস্টারও শেষ হয়েছে, তাই বাসায় যাওয়ার জন্য উন্মুখ ছিলাম। মা-ও খুব করে বলছিলেন ময়মনসিংহ যাওয়ার জন্য। অবশেষে সিদ্ধান্ত নিলাম, বরগুনার পথে ময়মনসিংহ ঘুরে যাবো।

গতকাল সকালে ময়মনসিংহ পৌঁছালাম। দীর্ঘ যাত্রা শেষে শহরের হালকা বাতাস আর সবুজ পরিবেশে মনটা বেশ ভালো লাগছিল। একটু রেস্ট নিয়ে ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। ময়মনসিংহ শহরটা বেশ সুন্দর, শহরের প্রতিটি কোণায় যেন এক নতুনত্বের ছোঁয়া।

গ্রিন অরন্য পার্কের অভিজ্ঞতা

ময়মনসিংহ শহরটা ঘুরে দেখার পর ময়মনসিংহের ভালুকা উপজেলার গ্রিন অরন্য পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পার্কটি একটি ১০০% ফ্যামিলি পার্ক হিসেবে পরিচিত। পার্কের পরিবেশ বেশ সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারপাশে গাছপালা, সবুজ ঘাসের মেঠো পথ, আর নির্মল বাতাসের সাথে কিছু সময় কাটানো সত্যিই মনোমুগ্ধকর। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনের ক্লান্তি দূর হয়ে গেল।

IMG_20240707_162114_626.jpg

পার্কে ঘুরে বেড়ানোর সময় আমরা বিভিন্ন প্রজাতির গাছপালা এবং ফুলের সৌন্দর্য উপভোগ করলাম। পার্কে শিশুদের খেলার জন্য বেশ কিছু আকর্ষণীয় ব্যবস্থা ছিল। বাচ্চারা সেখানে খেলাধুলায় মেতে উঠেছিল, যা দেখে মনটা বেশ আনন্দিত হয়ে উঠেছিল। পার্কের একপাশে ছিল একটি ছোট্ট লেক, যেখানে নৌকায় চড়ার ব্যবস্থা ছিল। আমরা নৌকায় চড়ে লেকের চারপাশে ঘুরে বেড়ালাম এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম।

IMG_20240707_162348_314.jpg

IMG_20240707_164156_409.jpg

IMG_20240707_163714_074.jpg

IMG_20240707_165137_992.jpg

সন্ধ্যাবেলার আলোচনা

পার্ক থেকে ফিরে সন্ধ্যায় ভাবলাম বরগুনার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু বড় বোন আর দুলাভাই সোজাসাপটা বললেন, “কালকে যাবি।” সারাদিনের জার্নি শেষে, আরেকবার রাতে যাত্রা করা ঠিক হবে না বলেই মনে হলো। তাই মন থেকে সিদ্ধান্ত নিলাম, বরগুনা যাত্রা একটু পিছিয়ে দেই। রাতটা বড় বোন আর দুলাভাইয়ের সাথে কাটালাম। সবাই মিলে গল্প করলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। বড় বোনের নতুন কর্মজীবন, দুলাভাইয়ের অফিসের কাজকর্ম, সবকিছু নিয়েই কিছুক্ষণ কথা হলো। এই সময়টা বেশ উপভোগ্য ছিল, কারণ দীর্ঘদিন পর আমরা একসাথে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম।

IMG_20240707_205147_791.jpg

আজকের অবসর

আজ সকালে একটু ফ্রি টাইম কাটালাম। মনটা বেশ ফুরফুরে ছিল, কারণ শহরটা ঘুরে দেখা, পরিবারের সাথে সময় কাটানো, সবকিছু মিলে বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম এই সুন্দর সময়টা নিয়ে কিছু লিখে ফেলি। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের অনেক কিছু শেখায়। আমাদের প্রতিদিনের জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে, আর এই পরিবর্তনগুলোই আমাদের জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

IMG_20240707_170738_047.jpg

ময়মনসিংহের শহর

জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের পরিকল্পনাকে বদলে দেয়। তবে সেই পরিবর্তনগুলোই আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয়। ময়মনসিংহ সফর সেই ধরনের এক অভিজ্ঞতা ছিল, যা আমার মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। বরগুনা যাত্রার আগে ময়মনসিংহ ঘোরার অভিজ্ঞতা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। পরিবারের সান্নিধ্য, নতুন শহর ঘোরা, এই সবকিছুই আমাদের মনকে প্রশান্তি দেয়।

আশা করি, ভবিষ্যতে আরও এমন সুন্দর মুহূর্তের সম্মুখীন হতে পারবো। বরগুনা যাত্রার আগে ময়মনসিংহ ঘোরার এই সফর আমার জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা ছিল। জীবন সবসময় ক্ষণস্থায়ী, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7678.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ময়মনসিংহের‌ মধ্যে বেশ কয়েকটি সুন্দর সুন্দর পার্ক রয়েছে।আর সেই পার্ক গুলোর মধ্যে অন্যতম পার্ক হচ্ছে গ্রিন অরন্য পার্ক।আর আপনি গতকাল গ্রিন অরন্য পার্কের মধ্যে ঘোরাঘুরি করেছেন এবং সেই পার্কের সুন্দর সুন্দর জায়গা আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। আবার, সেই সাথে বলছি তোমার যাত্রা শুভ হোক।

ময়মনসিংহের গ্রিন অরন্য পার্ক সত্যিই সুন্দর একটি জায়গা। আপনার শুভকামনার জন্য কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে আরও এমন সুন্দর জায়গার অভিজ্ঞতা শেয়ার করতে পারব।

ময়মনসিংহে যে এত সুন্দর একটি পার্ক আছে আগে শুনিনি। আপনি ময়মনসিংহে গ্রীন অরণ্য পার্ক ঘুরতে গিয়ে অনেক সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে না চাইতেও যদি কোন জায়গায় বেড়াতে যাওয়া হয়ে যায় তাহলে সত্যি ভীষণ মজা হয়। আর এর আনন্দটা যে কতটা বেশি সেটা মুখে বলে অথবা লিখে প্রকাশ করা যায় না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার অপ্রত্যাশিত সফরের আনন্দ সম্পর্কে পড়ে।

অনেক ধন্যবাদ আপু! ময়মনসিংহের গ্রিন অরণ্য পার্কে সময় কাটানো সত্যিই অসাধারণ ছিল। হঠাৎ বেড়াতে যাওয়া অভিজ্ঞতা সবসময়ই বিশেষ হয়। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।"