নতুন থিম সং এর - বিহাইন্ড দ্যা সিন।

in hive-129948 •  7 months ago  (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিভাবে যে তিনটি বছর কাটিয়ে ফেলেছি কমিউনিটিতে বুঝতেই পারিনি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। গত দুই বছরের বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করেছি। এবার চেষ্টা করেছি আরো নতুন মাত্রা যোগ করার।

IMG_20240608_000318_076.jpg

FB_IMG_1717782491769.jpg

এবার আমরা কমিউনিটির থিম সং এর সাথে একটি ভিডিও যোগ করেছি। এই প্ল্যানটা আমার মাথায় হঠাৎ করেই এসেছিল। আমাদের এডমিন মডারেটর প্যানেল থেকে এবার বর্ষপূর্তিতে এটি একটি বিশেষ উপহার। আমি গত ১০ দিন খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। কক্সবাজার থেকে এসেই গানের কাজ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলাম। ১ তারিখ থেকে কন্টাক্ট করছিলাম মডেলদের সাথে।

সিনেমাটোগ্রাফি এবং দুজন মডেল আলাদাভাবে নিয়ে কাজ করানোর ইচ্ছা ছিল প্রথমে। পরে চিন্তা করলাম এটার মধ্যে জটিলতা বাড়বে। সবচেয়ে ভালো হয় যদি একটা টিমকে দিয়ে কাজ করানো যায়। একটা টিমের মধ্যে অবশ্যই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে। যাইহোক সমস্ত কথাবার্তা ফাইনাল হওয়ার পর গত ৬ তারিখে শুটিংয়ের ডেট ছিল। গানের পুরো শুটিং হয়েছে যশোরে।

IMG_20240608_000427_114.jpg

Messenger_creation_984afd02-d617-421d-9c46-8f4dfd5a9b3c.jpeg

IMG_0088 - Copy.JPG
৬ তারিখ সারাদিনই শুটিং চলেছে। আসলে সময় খুবই অল্প ছিল হাতে। গান কমপ্লিট করে এডিট শেষ করে ৯ তারিখের মধ্যে যদি হাতে না পাই তাহলে বেশি টেনশনে পড়তে হবে। অনুষ্ঠানের দু-তিন দিন আগে গান কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এক ছোট ভাই আমাকে এই ব্যাপারে প্রচুর হেল্প করেছে।

যেহেতু আগামীকালকে গান রিলিজ হবে তাই আমি আগেই বিহাইন্ড দ্যা সিন ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে এলাম। এতে আপনাদের জানানো হলো এবার আমাদের বিশেষ একটি পার্ট থাকছে অনুষ্ঠানে।
IMG_0043 - Copy.JPG

IMG_0029 - Copy.JPG

শুটিং এর আগের দিন রাত্রে মডেলদের কিছুক্ষণ প্রাকটিস করতে হয়েছিল। শুধুমাত্র দু'ঘণ্টা মত প্র্যাকটিস করেই শুটিং শুরু করতে হয়েছে পরের দিন। এত অল্প সময়ে কোন কিছুই আসলে মন মত হয় না। হাতে যদি এক মাস মত সময় থাকতো তাহলে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করা যেত।

IMG_0017 - Copy.JPG

IMG_0026 - Copy.JPG

IMG_0025 - Copy.JPG

যাইহোক ৬ তারিখ সারাদিন শুটিংয়ের পর সন্ধ্যা সময় শুটিং শেষ হয়। চার-পাঁচটা লোকেশনে শুট নেওয়া হয়। কন্ডিশন রেখেছিলাম অবশ্যই শাড়ি এর পাঞ্জাবি পরে করতে হবে। ৬ তারিখে প্রচন্ড রকমের গরম ছিল সারাদিন। শুটিংয়ে বেশ বেগ পেতে হয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো বড় কোন জটিলতা ছাড়াই একদিনেই শুটিং এর সমস্ত কার্যক্রম সম্পন্ন করা গেছে।

IMG_0089 - Copy.JPG

IMG_0004 - Copy.JPG

IMG_0003 - Copy.JPG

৮ তারিখ সন্ধ্যা সময় গানের ডেমো ফাইল হাতে পাই। কিছু সমস্যা ছিল সেগুলো সল্ভ করতে পাঠাি আবারও। সেদিন রাতেই ফাইনাল ফাইলটা হাতে পেয়ে যাই। পরবর্তীতে আরো কিছু যুক্ত করার প্রয়োজন হয় কিন্তু এরপর আর তাদের সাথে আমি কন্টাক করিনি, এগুলো নিজেই করতে হবে। সামান্য কিছু ব্যাপার, এগুলো আমিই পারবো। যাই হোক আগামী কালকে আপনারা দেখতে পারবেন ফাইনাল আউটপুট।

গানের লেখক ও সুরকার: সেলিনা সাথী
কন্ঠে: হীরা বিশ্বাস ও হালিম বয়াতী
ডিরেক্টর: rex-sumon
ফান্ডিং: Abb Admin and Moderators

IMG_20240610_184108.jpg



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার শেয়ার করা এই পোস্ট দেখার পরে থেকেই আমি থিম সং শোনার জন্য অপেক্ষাতে ছিলাম। অবশেষে সেটা আজকে hangout এর মাধ্যমে শুনতে পেরেছি আর তারপরে কমেন্ট করার জন্য চলে আসলাম। আপনাদের দীর্ঘ এই কদিনের পরিশ্রম সার্থক হয়েছে সেটা আপনাদের ভিডিওটা দেখেই বুঝতে পারা যাচ্ছে।

বোঝাই যাচ্ছে বেশ চমক রয়েছে আমাদের জন্য।৩ বছরের সেলিব্রেশন টা এবার দারুন ভাবে জুমবে।অপেক্ষায় রইলাম ভাইয়া সেই সুন্দর মুহুর্তের জন্য।দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া অগ্রিম ভাবে জানানোর জন্য।

ধন্যবাদ।

বাহ তাহলে তো আগামীকাল নতুন একটি জিনিস দেখতে পাবো। অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। গানটা কেমন হয়েছে সেটা দেখার জন্য অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শর্ট টাইম এর মধ্যে এই কাজটি করতে গিয়ে অনেক কষ্ট আর টেনশন করেছেন।আশা করি সবাই অনেক খুশি হবে। ধন্যবাদ ভাইয়া।

সবাই খুশি হলেই আমরা খুশি।

অবশেষে আগামীকাল হতে যাচ্ছে আমাদের প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ" এর জন্মদিন। আপনি তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানের জন্য নতুন থিম সং এর বিহাইন্ড দ্যা সিন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এবারের আয়োজন সম্পূর্ন ভিন্ন রকম হবে তা বোঝা যাচ্ছে, তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গানের ভিডিও আমরা দেখতে পারবো। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে ও সবাইকে তৃতীয় বর্ষপূর্তির অগ্রিম শুভেচ্ছা।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

আশা করছি দারুন কোন চমক আছে আমাদের জন্য। বর্ষপূর্তি উপলক্ষে আপনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন বুঝতে পারছি ভাইয়া। আশা করছি আপনার সব প্লান সফল হবে এবং আপনার আয়োজনগুলো আমাদের সবার অনেক ভালো লাগবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাইয়া।

ধন্যবাদ ভাই।।

গতবারের মতো এবাবো আপনি আমাদের জন্য দারুন চমক রেখেছেন শুনে ভালো লাগলো ভাইয়া। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই হয়তো দেখতে পাবো। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন প্রায় চলেই এলো ভাইয়া।

এইতো আপু আজই সেই দিন।

আসলে আমি খুব এক্সাইটেড এই গানটি শোনার এবং দেখার জন্য। আসলে আপনার এত সুন্দর একটা কাজ করতে যাচ্ছেন তা জানতে পেরে আমার খুব ভালো লাগছে। আসলে আমরা সবাই অপেক্ষায় রইলাম এই গানটি দেখার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

অপেক্ষার প্রহর আজকেই শেষ হবে 🥳

বাহ তাহলে তো আমরা বেশ ভালো কিছু দেখতে পারবো আশা করি। যেহেতু তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি গান ভিডিও করা হলো।আপনি তো দেখছি বেশ সময় দিলেন এখানে ডিরেক্টরের ভূমিকা পালন করলেন। সত্যি শুনে ভালো লাগার কাজ করতেছে। না জানি দেখলে কত বেশি অনুভূতি কাজ করে। অপেক্ষায় রইলাম আগামী দিনের জন্য। সবার জন্য শুভকামনা রইল।

এইতো আপু, আজই অপেক্ষার শেষ।

তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানের জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে সময় চলে আসলো আগামীকাল হবে আমাদের প্রান প্রিয় কমিউনিটির জন্মদিন। দেখতে দেখতে তিনটি বছর চলে গেলো। এবারের আয়োজন সম্পুর্ন ভিন্ন রকম হবে তা বোঝা যাচ্ছে। গত বছরের মতো এ বছরেও সাথী আপু মনে হয় চমৎকার একটি গান লিখেছেন। গানটিকে ভিডিও আকারে দেখতে পাবো এজন্য ভীষণ ভালো লাগছে। সুমন ভাইয়া আপনি তো তাহলে অনেক ব্যস্ত সময় পার করেছেন। অবশেষে ভালোই ভালো মডেলদের কে নিয়ে কাজ সম্পুর্ন করতে পেরেছেন। আশাকরি গানের ভিডিও দেখে আমাদের সকলের পছন্দ হবে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অপেক্ষার প্রহর আজকেই শেষ হবে। 🤭

আপনাদের এলাকার একটা ছেলে আমার ফ্রেন্ড লিস্টে আছে। সম্ভবত ঐ ছেলেটাও আপনাদের সাথে গিয়েছিল। তার স্টোরিতে গতকাল এমন কিছু ছবি দেখেছিলাম তখনই ধারণা করেছিলাম বিশেষ কিছু আসছে। এখন আপনার পোস্ট থেকে মোটামুটি সেটাও ক্লিয়ার হয়ে গেল। যাইহোক ভাই অপেক্ষায় থাকলাম। একেবারে ভিন্ন ধারার একটা উদ‍্যোগ নিয়েছেন।।

এবারের বর্ষপূর্তি আয়োজনে এটা ছিলো সেরা কিছু, দারুণ কিছু তৈরী করেছেন যা সময়ের সাথে সাথে স্মৃতি পাতায় থাকবে উজ্জ্বল হয়ে ।

বিহাইন্ড দ্যা সিন দেখেই তো সারপ্রাইজড হয়ে গেলাম। দারুন জিনিস আসছে তাহলে আমাদের জন্য। মোমেন্ট গুলো দেখে খুবই ভালো লাগলো। আর কয়েক ঘণ্টা পরেই দেখতে পাবো পুরো টা। অপেক্ষায় রইলাম 🤍

বাহ এবারের বর্ষপূর্তি উপলক্ষে বিরাট আয়োজন বোঝা যাচ্ছে। আমার তো এখনই ভিডিওটা দেখতে ইচ্ছে করছে ।আর অল্প কয়েক ঘন্টা পরেই পুরো আয়োজনটা সবাই মিলে উপভোগ করতে পারব ভেবেই ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে গতবারের মতো এবারেও চমক রেখেছেন আমাদের জন্য তা শুনে অনেক ভালো লাগলো। বিরাট আয়োজন তা দেখেই বোঝা যাচ্ছে। অপেক্ষা সময় প্রায় শেষ হতে চলছে আর কয়েক ঘন্টার পর আমার বাংলা ব্লগের জন্মদিনের অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করতে পারব। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

নিঃসন্দেহে দারুণ চমক অপেক্ষা করছে সকলের জন্য!! তবে একদিনেই একাধিক স্পটে শুটিং শেষ করতে গিয়ে আপনাদের বেশ কষ্ট করতে হয়েছে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি সঠিক সময়ের! আশা করছি সকলেরই বেশ ভালো লাগবে ভিডিও গান টি।

সবমিলিয়ে তৃতীয় বর্ষপূর্তিতে একেবারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখছি। এতো অল্প সময়ে শুটিং ঠিকঠাক মতো সম্পন্ন করতে পেরেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। কারণ এটা খুব কঠিন একটি কাজ ছিলো। আশা করি ফাইনাল আউটপুট সবাই বেশ উপভোগ করবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।