পাওয়ার আপ প্রতিযোগিতা -২ এর ফলাফল || প্রতিযোগিতাটি নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]

in hive-129948 •  3 years ago  (edited)

Polish_20211118_191333834.png

পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ১৪ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ২০ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।

কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
@faisalamin16.0171%300 STEEM
@rasel721.27585%29 STEEM
@oishi00143.75%84 STEEM
@beer7568.75%55 STEEM
@rex-sumon3.32143%400 STEEM
@monira99912.8535%50 STEEM
@mdsamad1.47378%33 STEEM
@rayhan1111.43609%30 STEEM
@neelandneel656.501%55 STEEM
১০@kabir2116.6667%350 STEEM
১১@alsarzilsiam5.08388%100 STEEM
১২@tangera5.14403%100 STEEM
১৩@haideremtiaz9.90262%60 STEEM
১৪@biplob25525%50 STEEM
১৫@simaroy12.9699%69 STEEM
১৬@mrahul403.18681%29 STEEM
১৭@engrsayful13.5699%260 STEEM
১৮@nusuranur11.9756%294 STEEM
১৯@swagata2192.1569%93 STEEM
২০@shopon7006.07867%51 STEEM
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ২৪৯২ স্টিম। চলমান কনটেস্টে দুই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩২৬,৩৬৭ স্টিম।

গত সপ্তাহে যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
@rasel721.27585%29 STEEM
@mdsamad1.47378%33 STEEM
@rayhan1111.43609%30 STEEM
@neelandneel656.501%55 STEEM
@biplob25525%50 STEEM
@mrahul403.18681%29 STEEM

পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৫০ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-

অবস্থাননামপাওয়ার বৃদ্ধিপুরস্কার এর পরিমান
@swagata2192.1569%১২ STEEM
@beer7568.75%১০ STEEM
@oishi00143.75%৮ STEEM
@kabir2116.6667%৬ STEEM
@faisalamin16.0171%৫ STEEM
@engrsayful13.5699%৪ STEEM
@simaroy12.9699%৩ STEEM
@monira99912.8535%২ STEEM

যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-

ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।

উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
Capture.PNG

এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।

কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-

  • পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।

  • সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।

  • পার্টিসিপেট করতে হলে নিজের একাউন্টে কমপক্ষে ৫০ স্টিম পাওয়ার থাকতে হবে।

  • আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)

  • কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
    Capture.PNG

কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই কনটেস্টে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগার কারণটি হচ্ছে আসলে এই কনটেস্টের মাধ্যমে, এই কনটেস্ট এর কারণে অনেকেই পাওয়ার আপ করাতে উৎসাহ পেয়েছে। আর যা আমরা নিজেরাই প্রমাণ পেলাম। সত্যিই ব্যাপারটা খুবই সুন্দর এবং খুবই ভালো ছিল।

সত্যিই আমরা পাওয়ার আপকে ভালোবাসি। সকলে জয়েন করেছে অনেক ভালো লাগছে। পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব কষ্ট করে যাচ্ছেন আমাদের জন্য। আপনার কারণে এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ হয়েছে। খুবই সফল ভাবে। অনেক ভালোলাগলো। সকল বিজয়ীদের শুভকামনা রইল অভিনন্দন।

2492 অনেক ভাল। আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি। নিজের নাম বিজয়ী লিস্টে দেখতে সবসময় ভালই লাগে।

পাওয়ার আপ করলে নিজের শক্তি বৃদ্ধি পায়। তাই পাওয়ার আপ করা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। নিজের শক্তি বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করতে হবে। আপনি পাওয়ার আপ এর খুব সুন্দরভাবে বিজয়ীদের নাম উল্লেখ করেছেন। পাওয়ার আপ প্রতিযোগীতা আমাদের মাঝে আবার ও চলমান রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

পাওয়ার যার বেশি তার ক্ষমতা ও বেশি ।তাই পাওয়ার বাড়ানো দরকার আমার বাংলাব্লগে নিজের স্থান করে নেওয়ার জন্য ।আমিও চেষ্টা করবো পাওয়ার আপ করার জন্য।ধন্যবাদ ভাই ।

পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এ বিষয়ে সকল বন্ধুদের কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এ সপ্তাহের পাওয়ার বৃদ্ধির কনটেস্ট খুবই জমজমাট হয়েছে। আমাদের সকলেরই উচিত নিজেদের অবস্থানকে শক্ত করার জন্য পাওয়ার বৃদ্ধি করা।

ইনশাআল্লাহ টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ এ অংশগ্রহণ করবো।

পাওয়ার আপ করা মানে ই আইডি সক্ষমতা বাড়ানো। নিজের আইডিকে ভারী করা💓💓💓💓

এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ২৪৯২ স্টিম। যা দেখতে আপনাদের কাছে সামান্য মনে হলেও আমাদের মত ইউজারদের কাছে একটু বেশি মনে হয়। যাই হোক আমি এই সপ্তাহে 16 এর মত পাওয়ার অফ করেছিলাম কিন্তু স্বাভাবিকভাবেই একটু ব্যস্ততার কারণে পোস্ট টি করতে পারেনি। যাই হোক সমস্যা নাই এই সপ্তাহে ইনশাল্লাহ আমি একটি বড় এ্যামাউন্ট পাওয়ার অফ করার চেষ্টা করব। আমার নিজের সবচেয়ে ভালো টুকু দিয়ে আমার বাংলা ব্লগ এর পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। অবশ্যই আমি চলমান এই কনটেস্টে অংশগ্রহণ করব। ধন্যবাদ

খুবই ভালো । আমিও পাওয়ার আপ ভালোবাসি। আমিও প্রতি সপ্তাহে পাওয়ার আপ করবো। দাদার জন্য আরও অনেক অনুপ্রেরণা পড়লাম। অসংখ্য ধন্যবাদ দাদা।

ধন্যবাদ আপনাকে এই কনটেস্টে আমাকে বিজয়ীর তালিকায় তালিকাভুক্ত করার জন্য। আমি এভাবেই প্রতিনিয়ত আমার স্টিম পাওয়ার বৃদ্ধি করে যাব। সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

পাওয়ার বৃদ্ধির এ বিষয়ে আমরা সকলেই অবহেলিত। কিন্তু সক্ষমতা বৃদ্ধি আমাদের কত যে গুরুত্বপূর্ণ সেটি হয়তো আমরা এখনো সঠিকভাবে উপলব্ধি করতে পারছি না।

প্রকৃতপক্ষে সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। কেননা কোন জায়গায় টিকে থাকতে হলে অবশ্যই শক্তির প্রয়োজন। আর স্টিমিট জগতে পাওয়ার বৃদ্ধির গুরুত্ব সবথেকে বেশি

Wow your time is very good

চলমান পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@shopon700/6dophd-or-or-or-or-shopon700