বৃষ্টি ভেজা দুপুরে শৈশবের স্মৃতি খুঁজে পাওয়া। ৫% রেওয়ার্ড @abb-charity-এর জন্য

in hive-129948 •  3 years ago 

হেই বন্ধুরা । কেমন আছেন আপনারা সবাই। আজকের দিনটি ছিল আমার কাছে অলসময় । সারাদিন রুমে শুয়ে-বসে দিন কেটেছে। বাইরে কোথাও তেমন একটা যেতে পারিনি। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারিনি সারাদিন । পুরো দিনটিই অলসতার মধ্যে দিয়ে পার করেছি । সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করি। তো চলুন শুরু করা যাক।

গত দুই -তিনদিন যাবত প্রচন্ড গরম পড়ছিল। শুধু ভাবতেছিলাম কখন একটু বৃষ্টির দেখা পাবো। আজ দুপুরে গোসল শেষে খাওয়া-দাওয়া করে আমার বিছানায় শুয়েছিলাম। হঠাৎ বাহিরে তাকিয়ে দেখলাম আকাশ টা ঘন কালো মেঘে আচ্ছন্ন। বেশ ভালই লাগছিল এটি দেখে ।এক ধরনের প্রশান্তি অনুভব করছিলাম ,যে আজ বৃষ্টির দেখা পাবো আর প্রচন্ড গরমের অবসান ঘটবে। ঠিক হলও তাই। কিছুক্ষণ পরেই বাইরে প্রচন্ড বৃষ্টির আওয়াজ শুনতে পেলাম। আমি আর ঘরে বসে না থেকে একটু বাইরে গেলাম বৃষ্টি দেখতে। আকাশে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে । মেঘ থেকে খুব জোরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। মনের প্রশান্তি জাগানোর মতো একটি দৃশ্য ছিল। অনেকক্ষণ যাবৎ আমি বৃষ্টির দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের বাড়ির উঠানে পাড়ার দুটি ছোট্ট ছেলে এসে গড়াগড়ি আর ডিগবাজি খেতে লাগল।

1629096337329-01.jpeg

1629096428330-01.jpeg

1629096364448-01.jpeg

আমাদের বাড়ির উঠান ছিল অনেক পিচ্ছিল । এজন্যে তারা বেশ ভালই মজা পাচ্ছিল। আর আমি দাড়িয়ে দাড়িয়ে তাদের খেলা উপভোগ করছিলাম। কি চমৎকার দৃশ্য। এই দৃশ্যের মর্ম তারা বুঝবে না, যারা ছোটবেলায় এধরনের খেলা কখনো খেলেনি। এসব দেখতে দেখতে আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পরে গেল। আমার চাচাদের অনেক বড় একটি উঠান আছে। বৃষ্টি হলেই আমরা দলবেঁধে সেখানে চলে যেতাম গড়াগড়ি আর ডিগবাজি খাওয়ার জন্য। জোরে দৌড়ে এসে বসে পরতাম, আর সেই গতিতেই অনেক দূরে চলে যেতাম।

1629096314527-01.jpeg

1629096269034-01.jpeg

প্রায় ৩০ মিনিট বৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে বৃষ্টির গতি কমে আসতে লাগলো । কিন্তু তখনও আকাশের মেঘ কেটে যায়নি। মেঘের দিকে তাকালে মনে হচ্ছিল কিছুক্ষণ পর বোধহয় আবার বৃষ্টি নামবে। যাইহোক পরিবেশটা অনেক ঠান্ডা হয়েছে। প্রচন্ড গরমের পর এমন পরিবেশ সত্যিই উপভোগ্য ছিল। এরপর কিছু ছবি তুলে আমি আমার রুমে চলে আসলাম। আপনারা যারা ছোটবেলায় এমন সময় পার করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের স্মৃতি জড়িত সেই দিনগুলোর কথা।

1629096456148-01.jpeg

1629096223823-01.jpeg

প্রত্যেকটি ছবি আমাদের বাড়ির মধ্যে থেকে তোলা। আমি আমার বাড়ির লোকেশন শেয়ার করতে চাচ্ছিনা। ছবিগুলো তোলা হয়েছে আমার রেডমি নোট 9 প্রো ম্যাক্স ফোনটি দিয়ে।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি নিজেও মাঝে মাঝে এখন বৃষ্টিতে গোসল করি। খুবই সুন্দর হয়েছে।

image.png

এই ছবিটি একটু বেশিই ভালো লাগছে।

সত্যিই ভাইয়া ছবি গুলো দেখে ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ছোটবেলায় অনেক এভাবে বৃষ্টিতে ভিজেছি, তবে বড় হওয়ার পর থেকে তেমন আর ভেজা হয় না। গতকাল আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছিল সেসময় দুপুরবেলা গোসল করিয়ে ছিলাম।

ওরে ভাই কি শেয়ার করলেন এগুলো, পুরাই মাথা নষ্ট। আহা কত দুষ্টমি করেছি এই রকম স্কুল জীবনে। তারপর বাড়ীতে এসে আব্বুর হাতের মাইর, কারন বই খাতা সব ভিজে যেতো। আহা কত সুন্দর ছিলো শৈশবের সেই দিনগুলো।

সত্যিই, ছোটবেলা খুবই আনন্দের ছিল।আর বৃষ্টিতে ভেজার মজাই আলাদা।মনে হয় আবার ছোটবেলায় ফিরে যাই,কিন্তু সেটা শুধুই কল্পনার জালে আবদ্ধ থাকবে।
সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ।অনেক ধন্যবাদ ভাইয়া।

নানিবাড়িতে ঠিক ওদের মতো করেই বৃষ্টি উপভোগ করতাম😊

অনেক সুন্দর হয়েছে ভাইয়া।সত্যি কথা বলতে. ছোটবেলার কথা মনে পরলে গা সিউরে ওঠে।আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পরে গেলো।শুভ কামনা আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ শৈশবের সেই বৃষ্টি ভেজা দিনটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

আবেগপ্রবণ হয়ে গেলাম। ছবি গুলো দেখে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই।এই তো কিছুদিন আগেও বৃষ্টিতে ভিঝতে কতই না ভালো লাগতো।বৃষ্টির দিনে কাদার মধ্যে ফুটবল খেলে কাদা মাখা শরীর নিয়ে বাড়িতে আসার পর মায়ের দৌড়ানি এখনো ভুলতে পারি নাই।
খুব মিস করি শৈশব কে😥

ছোট বেলার সব সুন্দর মূহূর্তগুলো কখনই ভোলা যায় না। বৃষ্টির মধ্যে এভাবে অনেক ভিজে গোসল করছি, কাদা ছুড়াছুরি খেলছি,। এখনও আমি বাসায় থাকলে যদি বৃষ্টি নামে তখন গোসল করতে নেমে যায়। অসাধারণ একটা পোষ্ট হয়েছে ভাইয়া, সাথে সকল ফটোগ্রাফি গুলৌ খুবই সুন্দর ছিল।
আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল।

শৈশবের কথা মনে করিয়ে দিলেন, বৃষ্টির দিনে সারাদিন কাদার মধ্যেই ফুটবল খেলা খুব মিস করি, আপনাকে ধন্যবাদ শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।