আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর আমি একটি DIY পোস্ট শেয়ার করতে যাচ্ছি। এটি আমার কাছে একটু বেশিই গুরুত্বপূর্ণ ছিল। স্বয়ং দাদা কনটেস্টের আয়োজন করেছে। গত বছরে অনেক আনন্দ পেয়েছিলাম ইউজারদের আয়োজন করা কন্টেস্টে পার্টিসিপেট করে। এবার দাদা নিজেই একটি প্রতিযোগিতা দিয়েছে। আমার অংশগ্রহণ করতে একটু দেরিই হয়ে গেল। আসলে এক্সাম চলার কারণে আমি গত শুক্রবার পর্যন্ত প্রচুর বিজি ছিলাম। এরপর আবার বাংলা ব্লগের থিম সং শুটিং ডিরেকশন এন্ড ম্যানেজমেন্ট নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যাইহোক, কয়েকদিন ধরে অল্প অল্প কাজ করে অবশেষে আজকে সম্পুর্ন কাজ শেষ করতে পেরেছি।
কনসেপ্ট
২০২১ সালে যাত্রা শুরু বাংলা ব্লগের। তিনটি বছরের এই যাত্রাকে একটি জাহাজের সাথে তুলনা করেছি। একটি জাহাজ যেমন বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে শত শত যাত্রী নিয়ে ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে, ঠিক তেমনি বাংলা ব্লগ কমিউনিটিও তার নিজস্ব নিয়মে সকল সমস্যা সমাধান করে হ্যাপি ইউজার নিয়ে ছুটে চলেছে।
যেহেতু ৩ টি বছর পার করেছি আমরা, তাই ৩ তলা বিশিষ্ট জাহাজ তৈরি করেছি। জাহাজের ক্যাপ্টেন হলো আমাদের @rme দাদা। ক্যাপ্টেন জাহাজ টিকে দক্ষ হাতে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। @blacks ভাই জাহাজের ফার্স্ট অফিসার অর্থাৎ ক্যাপ্টেনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা, যিনি ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন এবং নাবিকদের তত্ত্বাবধান করেন। আমরা এডমিন, মডারেটর হলাম জাহাজের নাবিক। আর কমিউনিটির প্রতিটি ইউজার হলো জাহাজের যাত্রী। জাহাজের প্রতিটি তলা এক একটি বছরকে রিপ্রেজেন্ট করছে। আশাকরি কনসেপ্ট'টি বুঝতে পেরেছেন।
এবার চলুন দেখে নিই জাহাজ তৈরিতে কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন হলো:
নং. | নাম | পরিমান |
---|---|---|
১ | স্টাইরোফোম | ৪ টি |
২ | পোস্টার রং | প্রয়োজন মতো |
৩ | কাটার | ১ টি |
৪ | গ্লু গান | ১ টি |
৫ | গ্লু স্টিক | প্রয়োজন মতো |
৬ | টুথপিক | ১ বাক্স |
৭ | পেন্সিল | ১ টি |
৮ | স্কেল | ১ টি |
৯ | মার্কার পেন | ১ টি |
১০ | তুলি | ২ টি |
১১ | হ্যাক্সো ব্লেড | ১ টি |
প্রথমে প্রয়োজন কয়েকটি সমতল আকৃতির স্টাইরোফোম। এটা ম্যানেজ করতে চলে গেলাম বাজারের Walton শোরুমে। ওখান থেকে আমরা দুইবার গিয়ে প্রথমবার দুইটি, পরের বার চারটি স্টাইরোফোম নিয়ে আসছিলাম। যাইহোক, যা কিছু প্রয়োজন সব ম্যানেজ করে বন্ধুর বাসার বেলকুনিতে কাজ শুরু করলাম। আসলে বড় সাইজের একটি জাহাজ বানাতে একজন প্রয়োজন ছিল। এক হাতে কাজ করার সময় পাশে একজন হেল্প করার মত না থাকলে ব্যাপারটা খুবই কঠিন হয়ে যায়।
সবকিছু রেডি করে তারপরেই কাজ শুরু করেছিলাম। আমার কাছে তেমন কিছুই ছিল না। সবকিছুই নতুন কিনে এনেছিলাম। যাইহোক প্রত্যেকটা স্টেপ চলুন ধাপে ধাপে দেখে নিই:
স্টেপ-১:
প্রথমেই স্টাইরোফোম স্কেল দিয়ে মেপে ওয়ান সাইড রাউন্ড শেপে কেটে নিলাম। এটি জাহাজের পাটাতনের অংশ।
স্টেপ-২ :
পাটাতনের আরো কয়েকটি অংশ একই উপায়ে কেটে নিলাম। এরপর সবগুলো একসাথে করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
স্টেপ- ৩ :
এবার জাহাজের প্রথম ফ্লোরের নিচে পাটাতন গুলো লাগিয়ে নিলাম। জাহাজের সামনের অংশেও ফোমের দুইটা অংশ আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম।
স্টেপ- ৪:
এবার বারান্দার সাপোর্ট এবং দেয়াল গুলোতে জানালা, দরজা কেটে নিলাম। এ পর্যায়ে যতগুলো দেয়াল প্রয়োজন সবগুলো একসাথে তৈরি করে নিয়েছিলাম।
স্টেপ- ৫:
প্রথমেই নিচতলার কাজ। নিচতলা অর্থাৎ আমাদের ২০২১ সালের যাত্রার শুরুর সময়। নিচ তলায় চারটি দেয়াল আঠা দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে নিলাম।
স্টেপ- ৬:
পর্যায়ক্রমে ২০২২, ২০২৩ সালের বাংলা ব্লগ বা জাহাজের দ্বিতীয় তৃতীয় তলার দেয়াল এবং ছাদগুলো লাগিয়ে নিলাম। এই অংশ শেষ করার পর জাহাজটি দেখতে সুন্দর লাগছে। ২০২৩ এর উপর অর্থাৎ তৃতীয়তলার উপর চতুর্থ তলার ছাদ বসিয়ে দিলাম। এটাই আমাদের উদযাপনের মুহূর্ত। ছাদের উপর অবশ্য একটি কন্ট্রোল রুম বসিয়ে দিয়েছি। কন্ট্রোল রুম না থাকলে তো আর জাহাজ চলবে না। এখানে দাঁড়িয়েই জাহাজ কন্ট্রোল করবে আমাদের দাদা।
স্টেপ- ৭:
এবার রং করার পালা। তিন চার রকমের রং করেছি মোট। প্রথমেই উপর থেকে শুরু করেছিলাম। দেওয়াল গুলোতে সবুজ রং করেছি। আমাদের বাংলা ব্লগের লোগোর রং সবুজ। এজন্য দেয়ালে সবুজ রং করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
স্টেপ- ৮ :
প্রত্যেক তলার ছাদের বাউন্ডারী সেল্টে লাল রং করে দিয়েছি। একদম নিচের তলায় হলুদ রং দিয়েছি। জাহাজের সামনের অংশে লাল রং দিয়েছি।
স্টেপ- ৯:
একদম শেষে গিয়ে মই বসিয়ে দিয়েছি লাল রং করে। সাথে একটি চেয়ারও বসিয়েছি। আরো ছোটখাটো কিছু কাজ ছিল, অল্প কিছু রং করা বাকি ছিল, সেগুলো শেষ করে ফেলেছি।
সেলিব্রেশন টাইম:
এইবার হচ্ছে সেলিব্রেশন টাইম। জাহাজটি খুব সাবধানে নিয়ে গিয়েছিলাম একটি পুকুর পাড়ে। নিয়ে যেতে বেশ বেগ পেতে হয়েছে। ফোমের জিনিস তো তাই সহজেই উড়ে যেতে চায় বাতাস পেলে। আরো আগে ছবি তোলার ইচ্ছা ছিল আসলে শেষ করতে পারিনি দ্রুত। হাতে যদি আরও একদিন সময় থাকতো তাহলে রং করা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এর থেকে অনেক ভালো করা যেত। খুব দ্রুত রং করা শেষ করেছি যার কারণে ফিনিশিং এ একটু কমতি রয়ে গেছে।
যাইহোক, অল্প আলোতেই ফটোগ্রাফি গুলো করেছি। জাহাজটি এখন পথ চলার জন্য রেডি।
অবশেষে সাকসেসফুলি "আমার বাংলা ব্লগ" জাহাজ'টি চলতে সক্ষম হয়েছে। সামনের দিনগুলোতে শত শত যাত্রী নিয়ে চলাচল করবে এই জাহাজ'টি। হিহিহি।
শেষ করছি এখানেই। দাদাকে আরও একবার ধন্যবাদ জানাই। ইনশাহ আল্লাহ নেক্সট ইয়ারেও এমন মজার কোন কন্টেস্টে পার্টিসিপেট করার সৌভাগ্য হবে। আজ বিদায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ, বেশ দারুণ জাহাজ বানিয়েছেন ভাই। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্যও শুভকামনা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, দারুন হয়েছে মামু, জাহাজটি পানিতেও দারুন চলেছে দেখছি।। প্রথম কিন্তু আপনিই হবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শান্তনা পুরস্কার পাব 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে না মামু, কি যে বলেই, আপনিই প্রথম হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারণ একটি ডাই প্রজেক্টটি নিয়ে আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। সত্যি অসাধারণ হয়েছে আপনার পোস্টের বর্ণনাও অসাধারণ ছিল। এত সুন্দর একটি জাহাজ তৈরি করে নিলেন আপনি ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লাগার একটি বিষয় কাজ করলো এবারে আপনারা সবাই এডমিন মডারেটর ভাই-বোনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। বাহ! জাহাজ তো একেবারে পানিতে নামিয়ে দিলেন ভাইয়া 😊😎।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ জাহাজ নিয়ে কক্সবাজার যাওয়া যাবে না? 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই নিয়ে আসেন আপনার ভাগ্নিরা খুশি হবে আর আমি বীচের পানিতে ছেড়ে দিবো🥰💗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অত বড় বড় ঢেব এসে আমার জাহাজটা আবার তলিয়ে না দেয় 🥲🥲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ভাসানোর আগে আামদের একটু দাওয়াত দিলেই পারতেন, কিছু খাওয়া দাওয়াও হয়ে যেতো, হি হি হি। দারুণ হয়েছে সত্যি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই দাওয়াত পাওয়ার দরকার ছিলো। তবে সমস্যা নেই সুযোগ পেলে সুমন ভাইয়ের থেকে আমরা চানার বালুখাই মিষ্টি খেয়ে নেবো। 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ জাহাজ নিয়ে কক্সবাজার চলে যাব ভাই। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর এবং খুবই ইউনিক একটি আইডিয়া ছিলো ভাইয়া।আমরা বাংলা ব্লগ কিন্তু ঠিক জাহাজের মতোই আমাদের সবাইকে বহন করে চলেছে।আপনার আইডিয়া টা সুন্দর ছিল।খুব ভালো লাগছে দেখতে কালার কম্বিনেশন সব মিলিয়ে দারুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সুমন ভাই আপনি তো দেখছি দারুন একটা কনসেপ্ট নিয়ে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। সত্যিই আপনি যে কথাগুলো বলেছেন তা একদম সম্পূর্ণ সঠিক। আসলে দুই দাদাদের জন্য আজ আমার বাংলা ব্লগটা এতদূর এগিয়ে এসেছে। আর আমার বাংলা ব্লগের জাহাজে চড়তে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ডাই পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই।
এই জাহাজে আমরা আরো অনেক দূর যেতে চাই। 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ কনসেপ্ট এর উপর আপনার ডাই প্রজেক্ট টি তৈরি করেছেন ভাই। আসলেই জাহাজের ক্যাপ্টেইন এবং ফার্স্ট অফিসার এর সঠিক দিকনির্দেশনা না থাকলে আমরা কবেই কোন দিকে পথ হারিয়ে ফেলতাম, কে জানে!! আর সবচেয়ে ভালো লেগেছে উপস্থাপন 😍😍। এতো দেখছি সত্যি সত্যিই জলে ভাসছে! এই জাহাজটি আরোও আরোও বড় হোক। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জাহাজে চড়ে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো। 🥳
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল ডাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। জাহাজ তৈরীর থিমটা এক কথায় অসাধারণ হয়েছে। শ্রদ্ধেয় বড় দাদা, ছোট দাদা, এডমিন, মডারেটর ও সদস্যদের আলাদা আলাদা রোল দিয়ে দিয়েছেন সত্যি দারুন লাগলো বিষয়টা। জাহাজটা দেখতে চমৎকার সুন্দর হয়েছে আর ফটোগ্রাফি গুলো একদম মাস্টার ক্লাস। এই জাহাজে উঠে আমার বাংলা ব্লগ পুরো পরিবার অজানা গন্তব্য বেরিয়ে পড়বো অ্যাডভেঞ্চারে। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জাহাজ নিয়ে প্রথমে সমুদ্রে নামতে হবে। 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই প্রথমে বঙ্গোপসাগর হয়ে তারপরে ভারত মহাসাগর ও আরব মহাসাগর হয়ে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এইসব মহাসাগর গুলো পাড়ি দেবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার তৈরি করা জাহাজ অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর করে এই জাহাজটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করা মোটেও সহজ ছিল না। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন করবেন। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এতো ব্যস্ততার মাঝেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যা দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক আপনার ডাই প্রজেক্ট এর কনসেপ্ট আসলেই দারুণ ছিলো। আমরা এই জাহাজের যাত্রী হলেও,জাহাজে উঠে কিন্তু ভাড়া দিবো না😂। তিনতলা বিশিষ্ট এই জাহাজটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই বিনা টিকিটে উঠে পড়েছে। 🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এত সুন্দর জাহাজ তৈরি করতে দেখে। আসলে এ জাতীয় বিভিন্ন ডিভাইসের সোলা ফোম গুলো দিয়ে বেশ অনেক কিছু তৈরি করা সম্ভব হয় যদি সেই মেধা থাকে। আপনার জাহাজ তৈরি করাটা আমার কাছে বেশ আনন্দের মনে হল। আর কমিউনিটিকে ভালোবেসে এতটা ধৈর্য ধরে সুন্দর কিছু তৈরি করেছেন। দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন ভাইয়া। আমার বাংলা ব্লগ জাহাজ বাহ্ দেখতে তো অরিজিনাল জাহাজ এর মতোই হয়েছে। রং করাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। জাহাজটি পানিতে ছেঁড়ে ছবি তুলেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক কষ্ট হয়েছে কাজটি করতে দেখেই বোঝা যাচ্ছে। ভালো ছিলো প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ভাই অনেক পরিশ্রম গেছে এটার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো আইডিয়াটাই আমার কাছে দারুণ লেগেছে যেহেতু তৃতীয় বছর চলছে তাই তিন তলা বিশিষ্ট জাহাজ তৈরি করেছেন। আবার সবশেষে এসে জাহাজের ফটোশুটের পর্বটা দারুণ লেগেছে। ভিন্ন ভিন্ন জায়গায় এরকম ফটো শুটের আইডিয়াটা অনেকটাই ইউনিক মনে হয়েছে যাইহোক অসাধারণ সুন্দর ছিল ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ তোমাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা কাজের মধ্যে একটা প্রাপ্তি থাকে সেই প্রাপ্তি টা অনেক বড়। যেটা এই জাহাজ তৈরি মাধ্যমে নিজেকে প্রমাণ করলেন। এই ধরনের কিছু তৈরি এতটাই ভালো লাগে যে ছোট্টবেলা এই ধরনের জাহাজ এবং অন্যান্য খেলনাগুলো পাওয়ার জন্য কতটা মিনতি করতাম। যাইহোক, অনেক সুন্দর ছিল বিশেষ করে ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া জাষ্ট অসাধারন হয়েছে। যেমন চিন্তা ভাবনা ঠিক তেমনি কাজ হয়েছে। আমার বাংলা ব্লগ জাহাজ। আশা এক এভাবেই সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমার বাংলা ব্লগ নামক জাহাজটি এগিয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগিয়ে যেতে হবে আমাদের বহুদূর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ তিনতলা বিশিষ্ট জাহাজ।দাদা ক্যাপ্টেন ব্ল্যাকস দাদা ফাস্ট অফিসার। আমি ভেবেছিলাম আমাদের ক্রু বা নাবিকের সাথে তুলনা করবেন কিন্তু আমাদের যাএী বানিয়ে দিয়েছেন। যাইহোক ব্যাপার না। দারুণ তৈরি করেছেন জাহাজ টা ভাই। বেশ সুন্দর লাগছে। এবং খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাবিক তো আমরা। রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি।, 😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে তিনতলা একটা জাহাজ তৈরি করেছেন, যেটা এক কথায় দারুন হয়েছে। আমার বাংলা ব্লগ কে আপনি তিন তলা একটা জাহাজের সাথে তুলনা করেছেন, এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে ভাইয়া। বড় দাদা, ছোট দাদা প্রত্যেকটা এডমিন মডারেটর এবং প্রত্যেকটা ব্লগারকে সবকিছুর সাথে তুলনা করেছেন। জাহাজকে পুকুরের মধ্যেও ভাসিয়ে দিয়েছেন এই দৃশ্যগুলো দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে কালার করেছেন আপনি। আমার কাছে পুরোটা দেখতে খুবই দারুণ লেগেছে। অনেক সময় নিয়ে জাহাজটা আপনি তৈরি করেছেন এটা দেখেই বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন মন্তব্য আরো কিছু কাজ করার শক্তি যোগায়। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় দুর্দান্ত ডাই প্রজেক্ট ছিল। অসম্ভব সুন্দর করে আপনি একটা জাহাজ তৈরি করেছেন। বাংলা ব্লগ কে কেন্দ্র করে জাহাজটা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। জাহাজটার সবকিছুকে আপনি কমিউনিটির সাথে এবং কমিউনিটির প্রত্যেকটা মানুষের সাথে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। কালারফুল এই তিন তলা জাহাজটা তৈরি করার পর আপনি পানিতেও চালিয়েছেন দেখে ভালো লেগেছে। পানিতে তো আরো সুন্দর লাগতেছে জাহাজটাকে দেখতে। আপনার আইডিয়াটা সত্যি খুব ইউনিক এবং সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কনসেপ্টটা খুব ই ভালো ছিলো।আর পানিতে দেখতে বেশি ভালো লাগছে।দূর থেকে তোলা ছবিটা অনেকটা রিয়েল লুক দিচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমরা সবাই ছাদে বসে কক্সবাজার যাব। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ হয়েছে আপনার জাহাজের ডাই প্রজেক্ট টি।আমি দেখে তো পুরোই মুগ্ধ হলাম ভাইয়া।আপনি দক্ষতার সাথে কাজ করে আমাদের মাঝে এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট উপহার দিয়েছেন। সত্যি অসাধারণ হয়েছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ চিন্তাভাবনা দিয়ে আপনি ৩ তলা বিশিষ্ট একটি জাহাজ তৈরী করেছেন।যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ভিন্ন ধরনের হয়েছে একেবারেই।আর হাঁস কিংবা মহিষের পিছনে জাহাজটি ভেসে যাচ্ছে,এটা দেখতেই অসাধারণ লাগছে।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit